
-
-
🚨 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋: বায়ার্ন নিশ্চিত করেছে যে জামাল মুসিয়ালা গোড়ালির স্থানচ্যুতির ফলে 𝐟𝐫𝐚𝐜𝐭𝐮𝐫𝐞𝐝 𝐟𝐢𝐛𝐮𝐥𝐚 আক্রান্ত হয়েছেন, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত 🤕⚠️
আমরা শীঘ্রই মাঠে আপনার হাসিমুখে ফিরে আসার জন্য অপেক্ষা করছি! ❤️👊🏻🚨 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋: বায়ার্ন নিশ্চিত করেছে যে জামাল মুসিয়ালা গোড়ালির স্থানচ্যুতির ফলে 𝐟𝐫𝐚𝐜𝐭𝐮𝐫𝐞𝐝 𝐟𝐢𝐛𝐮𝐥𝐚 আক্রান্ত হয়েছেন, অস্ত্রোপচারের জন্য প্রস্তুত 🤕⚠️ আমরা শীঘ্রই মাঠে আপনার হাসিমুখে ফিরে আসার জন্য অপেক্ষা করছি! ❤️👊🏻 -
বাংলাদেশী বডি বিল্ডিং লিজেন্ড মোঃ রবিউল ইসলাম (ফটিক দত্ত), ১৯৬৬ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন। তিনি একজন মাল্টি ট্যালেন্টেড বডি বিল্ডার ছিলেন। বডি বিল্ডিং, ওয়েটলিফটিং সহ বেস কয়েকটি গেমের সাথে যুক্ত ছিলেন তিনি। তিনি বাংলাদেশের সব থেকে বড় বডি বিল্ডিং প্রতিযোগিতা মিঃ বাংলাদেশ ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি দেশ বিদেশ থেকে মোট ১২৭টি টাইটেল জিতেছেন নিজের নামে।
প্রচার প্রচারনা না থাকার জন্য ফটিক স্যারদের মতো লিজেন্ডদের আমরা বর্তমান জেনারেশনের ৯৯% জনই চিনি না। সবাইকে পোষ্টটা শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। যাতে করে ১৭বারের মিঃ বাংলাদেশ বডি বিল্ডিং চাম্পিয়ন মোঃ রবিউল ইসলাম (ফটিক দত্ত) স্যারকে এবং তার অর্জনকে বর্তমান জেনারেশন জানতে পারে।বাংলাদেশী বডি বিল্ডিং লিজেন্ড মোঃ রবিউল ইসলাম (ফটিক দত্ত), ১৯৬৬ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহন করেন। তিনি একজন মাল্টি ট্যালেন্টেড বডি বিল্ডার ছিলেন। বডি বিল্ডিং, ওয়েটলিফটিং সহ বেস কয়েকটি গেমের সাথে যুক্ত ছিলেন তিনি। তিনি বাংলাদেশের সব থেকে বড় বডি বিল্ডিং প্রতিযোগিতা মিঃ বাংলাদেশ ১৭ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি দেশ বিদেশ থেকে মোট ১২৭টি টাইটেল জিতেছেন নিজের নামে। প্রচার প্রচারনা না থাকার জন্য ফটিক স্যারদের মতো লিজেন্ডদের আমরা বর্তমান জেনারেশনের ৯৯% জনই চিনি না। সবাইকে পোষ্টটা শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। যাতে করে ১৭বারের মিঃ বাংলাদেশ বডি বিল্ডিং চাম্পিয়ন মোঃ রবিউল ইসলাম (ফটিক দত্ত) স্যারকে এবং তার অর্জনকে বর্তমান জেনারেশন জানতে পারে। -
🌊🤲 জানেন কেন হাত-পা কুঁচকে যায়?
দীর্ঘক্ষণ গোসল বা সাঁতার কাটার পর হাত-পায়ের চামড়া কুঁচকে যাওয়াটা আমরা সবাই জানি। অনেকেই ভাবেন, এটা নাকি শুধু পানি শোষণের কারণে! কিন্তু আসলে, এটি আমাদের স্নায়ুতন্ত্রের এক অসাধারণ কাজ।
👉 ভেজা পরিবেশে থাকলে আমাদের স্নায়ু হাত-পায়ের রক্তনালীগুলো সংকুচিত করে, ফলে চামড়া কুঁচকে যায়।
👉 এর উদ্দেশ্য? ভেজা জিনিস ভালোভাবে ধরতে সাহায্য করা—এক প্রকার প্রাকৃতিক ‘নন-স্লিপ’ গ্রিপ!
👉 এটি আমাদের পূর্বপুরুষদের জলাভূমি বা ভেজা পরিবেশে টিকে থাকতে সাহায্য করত।
পরের বার হাত কুঁচকে গেলে ভয় নয়, বরং গর্ব করুন — কারণ আপনার শরীরের অসাধারণ বুদ্ধিমত্তার প্রমাণ এটি! 😊💧🌊🤲 জানেন কেন হাত-পা কুঁচকে যায়? দীর্ঘক্ষণ গোসল বা সাঁতার কাটার পর হাত-পায়ের চামড়া কুঁচকে যাওয়াটা আমরা সবাই জানি। অনেকেই ভাবেন, এটা নাকি শুধু পানি শোষণের কারণে! কিন্তু আসলে, এটি আমাদের স্নায়ুতন্ত্রের এক অসাধারণ কাজ। 👉 ভেজা পরিবেশে থাকলে আমাদের স্নায়ু হাত-পায়ের রক্তনালীগুলো সংকুচিত করে, ফলে চামড়া কুঁচকে যায়। 👉 এর উদ্দেশ্য? ভেজা জিনিস ভালোভাবে ধরতে সাহায্য করা—এক প্রকার প্রাকৃতিক ‘নন-স্লিপ’ গ্রিপ! 👉 এটি আমাদের পূর্বপুরুষদের জলাভূমি বা ভেজা পরিবেশে টিকে থাকতে সাহায্য করত। পরের বার হাত কুঁচকে গেলে ভয় নয়, বরং গর্ব করুন — কারণ আপনার শরীরের অসাধারণ বুদ্ধিমত্তার প্রমাণ এটি! 😊💧 -
🚨𝗣𝗘𝗧𝗘𝗥 𝗕𝗨𝗧𝗟𝗘𝗥-
(তুর্কমেনিস্তানের বিপক্ষে) ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। অনেককে বদলি নামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কেবল ভেবেছিলাম, আমরা আজ রাতে খুবই কার্যকর ও পেশাদার মনোভাব নিয়ে পারফর্ম করবো। মেয়েরা সেটা করেছে, আমি খুশি। সেটা কেবল আজ রাতেই নয় (টুর্নামেন্ট জুড়ে)।🚨𝗣𝗘𝗧𝗘𝗥 𝗕𝗨𝗧𝗟𝗘𝗥- (তুর্কমেনিস্তানের বিপক্ষে) ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। অনেককে বদলি নামানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কেবল ভেবেছিলাম, আমরা আজ রাতে খুবই কার্যকর ও পেশাদার মনোভাব নিয়ে পারফর্ম করবো। মেয়েরা সেটা করেছে, আমি খুশি। সেটা কেবল আজ রাতেই নয় (টুর্নামেন্ট জুড়ে)।
More Results