কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। যেমন আপনি অতিরিক্ত ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন। অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারান্টিড হ্যালাফেলা পাবেন। অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাসঘাতকতা জুটবে কপালে। অতিরিক্ত সহজলভ্য হলে সর্বদা মূল্যহীন হবেন। অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহারিত হবেন। অতিরিক্ত সহজ সরল হলে এই গোলকে আপনি একটার পর একটা ধাঁধা পাবেন। অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতো মাড়িয়ে দেওয়া হবে। অতিরিক্ত মিশুকে হলে ব্যক্তিত্বহীন হবেন।
পরিমাপ জানাটা ভীষণ জরুরি বুঝলেন। কখন, কোথায়, কার কাছে এবং কতটা এই বিষয়গুলো বুঝতে হবে। ৫ টাকার কাপে ৫ টাকার চা ঢালা শিখতে হবে। না'হলে টাকা এবং চায়ের অপচয় কাপ করছে না। আপনি করছেন।
- Amit dittuu
কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। যেমন আপনি অতিরিক্ত ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন। অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারান্টিড হ্যালাফেলা পাবেন। অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাসঘাতকতা জুটবে কপালে। অতিরিক্ত সহজলভ্য হলে সর্বদা মূল্যহীন হবেন। অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহারিত হবেন। অতিরিক্ত সহজ সরল হলে এই গোলকে আপনি একটার পর একটা ধাঁধা পাবেন। অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতো মাড়িয়ে দেওয়া হবে। অতিরিক্ত মিশুকে হলে ব্যক্তিত্বহীন হবেন।
পরিমাপ জানাটা ভীষণ জরুরি বুঝলেন। কখন, কোথায়, কার কাছে এবং কতটা এই বিষয়গুলো বুঝতে হবে। ৫ টাকার কাপে ৫ টাকার চা ঢালা শিখতে হবে। না'হলে টাকা এবং চায়ের অপচয় কাপ করছে না। আপনি করছেন।
- Amit dittuu