শূন্যতার শব্দ
রাত জাগে চুপচাপ, দেয় না কোনো সাড়া,
চাঁদটাও ক্লান্ত আজ, হারিয়েছে আলোটা সারা।
দেয়ালে টাঙানো ঘড়ি—
টিক টিক করে চলে,
কিন্তু আমার সময় যেন
থেমে আছে কালের গলে।
ভাঙা আয়নায় মুখ দেখি,
চেনা লাগে না নিজেকে,
হৃদয়ের জমাট কষ্টগুলো
রক্ত করে লিখি মেঘে।
প্রিয়জনের নাম ধরে
ডাকি শুধু নিঃশব্দে,
তারা কি শোনে ওই ওপারে,
নাকি আমার ব্যথা ব্যর্থ শব্দে?
বাঁচার চেষ্টা করি, তবুও—
মরে যাই একটু একটু করে,
এই শূন্য বুক, এই চেনা ঘর
তোমায় খোঁজে প্রতিটা
শূন্যতার শব্দ
রাত জাগে চুপচাপ, দেয় না কোনো সাড়া,
চাঁদটাও ক্লান্ত আজ, হারিয়েছে আলোটা সারা।
দেয়ালে টাঙানো ঘড়ি—
টিক টিক করে চলে,
কিন্তু আমার সময় যেন
থেমে আছে কালের গলে।
ভাঙা আয়নায় মুখ দেখি,
চেনা লাগে না নিজেকে,
হৃদয়ের জমাট কষ্টগুলো
রক্ত করে লিখি মেঘে।
প্রিয়জনের নাম ধরে
ডাকি শুধু নিঃশব্দে,
তারা কি শোনে ওই ওপারে,
নাকি আমার ব্যথা ব্যর্থ শব্দে?
বাঁচার চেষ্টা করি, তবুও—
মরে যাই একটু একটু করে,
এই শূন্য বুক, এই চেনা ঘর
তোমায় খোঁজে প্রতিটা