Upgrade to Pro

  • তারা ঢাকা থেকে এসেছে
    আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল করছেন। আমিও তাদের সবকিছু ফলো করছি। ছেলেটা একমুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্রমহিলাটা হঠাৎ তাদের জিগ্যেস করলো এমনে যে মাইনসের সামনে হাত দইরা বইয়া আছ বাবা মাইসে তো অনেককিছু কানাকানি করতাছে। তুমি কি হেরে বেশি ভালোবাসো?
    কইত্তে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমডার?
    ছেলেটি বললো চাচি আমার নাম আরিফ ওর নাম হলো তারিন। আমরা ঢাকা থেকে এসেছি।
    আমি তাকে অনেক ভালোবাসি। দুই বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে তাকে দুইদিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করতো তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বললো আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই তুমি তারিনকে কখনো কষ্ট দিও না।
    চাচি ভালোবাসা কি আমি বুঝি না আমি শুধু ওরে বুঝি, যা হবে পরে দেখা যাবে। যা ভাবার ভাবুক লোকে এই হাত আমরণ আগলে রাখবো।

    ভদ্রমহিলাটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো, আমিও তোমার চাচার লগে ভাইগ্গা আইছিলাম। এই যে হাত ধরলো এক লগে বুড়ো বুড়ি হইলাম। কতো সুখ দুঃখ এক লগে কাটাইলাম বাবা! তোমার চাচা বড় বালা মানুষ আছিলো, পাঁচবছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশে দিছি, যতোদিন বাঁইচ্চা থাকমু তার কবরটা দেইখা কাটাই দিমু।

    এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আসেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায় তবুও ভালোবাসা কমে না! রাগ, অভিমান, সুখ, দুঃখ নিয়ে তারা একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ।
    ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো।
    তারা ঢাকা থেকে এসেছে 🙂 আমি ঠিক তার পাশাপাশি সিটে বসা, তাদের সামনের সিটে একটা বয়স্ক ভদ্রমহিলা বসে তাদের অনেকক্ষণ যাবত খেয়াল করছেন। আমিও তাদের সবকিছু ফলো করছি। ছেলেটা একমুহূর্তের জন্যও মেয়েটির হাত ছাড়ছে না। ভদ্রমহিলাটা হঠাৎ তাদের জিগ্যেস করলো এমনে যে মাইনসের সামনে হাত দইরা বইয়া আছ বাবা মাইসে তো অনেককিছু কানাকানি করতাছে। তুমি কি হেরে বেশি ভালোবাসো? কইত্তে আইছো তোমরা? কই যাইবা? বাড়ি কই? নাম কি তোমডার? ছেলেটি বললো চাচি আমার নাম আরিফ ওর নাম হলো তারিন। আমরা ঢাকা থেকে এসেছি। আমি তাকে অনেক ভালোবাসি। দুই বছর হলো আমাদের সম্পর্ক। ওর বড় ভাই আমাদের সম্পর্কের কথা জেনে গেছে তাকে দুইদিন ঘরে আটকে রেখে খুব মেরেছে। তার মা আমাকে পছন্দ করতো তাই আজকে আমরা সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আসার সময় তার মা আমার হাতে তার মেয়েকে তুলে দিয়ে বললো আমার মেয়ের হাত কখনো ছেড়ো না বাবা, ওর বাবা নেই তুমি তারিনকে কখনো কষ্ট দিও না। চাচি ভালোবাসা কি আমি বুঝি না আমি শুধু ওরে বুঝি, যা হবে পরে দেখা যাবে। যা ভাবার ভাবুক লোকে এই হাত আমরণ আগলে রাখবো। ভদ্রমহিলাটা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো, আমিও তোমার চাচার লগে ভাইগ্গা আইছিলাম। এই যে হাত ধরলো এক লগে বুড়ো বুড়ি হইলাম। কতো সুখ দুঃখ এক লগে কাটাইলাম বাবা! তোমার চাচা বড় বালা মানুষ আছিলো, পাঁচবছর আগে মইরা গেছে। কবরটা আমার ঘরের জানালার পাশে দিছি, যতোদিন বাঁইচ্চা থাকমু তার কবরটা দেইখা কাটাই দিমু। এমন অনেক ছোট বড় ভালোবাসার গল্প আছে আমাদের আসেপাশে। চামড়া ঝুলে যায়, চশমার পাওয়ার বেড়ে যায় তবুও ভালোবাসা কমে না! রাগ, অভিমান, সুখ, দুঃখ নিয়ে তারা একসাথে কাটিয়ে দেয় বেশ কয়েকটি যুগ। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালোবাসার মানুষগুলো। ❤️
    Love
    Wow
    Sad
    4
    ·113 Views ·0 Reviews
  • **"রেললাইনের মতোই আমাদের পথ দুটো আলাদা হলেও, আমরা হাঁটছি একসাথে—
    নিঃশব্দে, নিঃশর্তে।
    এই পথের শেষে কী আছে জানি না,
    তবে জানি, তুমি থাকলে প্রতিটি বাঁক হবে ভালোবাসার গল্প!"**






    #Rakibbay
    **"রেললাইনের মতোই আমাদের পথ দুটো আলাদা হলেও, আমরা হাঁটছি একসাথে— নিঃশব্দে, নিঃশর্তে। এই পথের শেষে কী আছে জানি না, তবে জানি, তুমি থাকলে প্রতিটি বাঁক হবে ভালোবাসার গল্প!"** 🌿🚶‍♂️🚶‍♀️ #Rakibbay
    Love
    Like
    8
    ·53 Views ·0 Reviews
  • শিরোনাম:
    একটা নিঃশব্দ ভালোবাসার গল্প: মিষ্টি আর পাবলো

    গল্প:
    জীবনের সবচেয়ে সুন্দর বন্ধুত্বগুলো নীরবে গড়ে ওঠে...

    একদিন এক ছোট্ট শহরে, মেঘলা সকালে জন্ম নেয় একটা ছোট্ট বিড়ালছানা।
    তার শরীর ছিল তুলোর মতো নরম, চোখ দুটো যেন দুটো ছোট্ট তারা।
    ওর নাম রাখা হয় — মিষ্টি।

    মিষ্টি ছিলো লাজুক, ভীতু।
    অন্যদিকে, পাশের বাড়িতে এসেছিল এক ছোট্ট পাপি — সোনালী লোমের, আনন্দে লাফাতে থাকা — নাম তার পাবলো।

    প্রথম দেখা হওয়ার দিনটিতে, মিষ্টি দূর থেকে তাকিয়ে ছিল।
    পাবলো কাছে গিয়ে দুষ্টু একটা ভঙ্গিতে বসে পড়েছিল, যেন বলছে,
    "বন্ধু হবো?"

    মিষ্টি প্রথমে ভয় পেয়ে পিছু হটেছিল।
    কিন্তু পাবলো এগিয়ে গিয়ে কিছু করেনি, শুধু পাশে বসে ছিল চুপচাপ।
    এভাবে ধীরে ধীরে মিষ্টির ভয় কেটে গেল।
    একদিন সে ছোট্ট থাবা বাড়িয়ে পাবলোর নাক ছুঁয়ে দিলো।

    তারপর?

    ওরা হয়ে গেল অদ্ভুত এক জুটির বন্ধু।

    বৃষ্টির দিনে পাবলো মিষ্টিকে ভিজতে দিত না।

    ঠান্ডায় মিষ্টি পাবলোকে জড়িয়ে রাখত।

    খেলায় পাবলো এগিয়ে যেত, মিষ্টি চুপচাপ পেছনে হাঁটত।

    কোনো কথা ছিল না, ছিল কেবল অনুভব।

    কখনো পাবলো মিষ্টিকে খোঁজার জন্য ছুটে বেড়াত।
    কখনো মিষ্টি নিজের থাবা দিয়ে পাবলোর কান পরিষ্কার করত।
    ওরা ছিল একে অপরের নিঃশব্দ আশ্রয়।

    ছোট্ট বার্তা:
    সব সম্পর্কের জন্য ভাষা লাগে না।
    কিছু সম্পর্ক শুধু অনুভবের জন্য জন্ম নেয়।

    মিষ্টি আর পাবলো আজও প্রমাণ করে —
    ভালোবাসা মানে পাশে থাকা, চুপচাপ, নিঃশব্দে।

    প্রশ্ন:
    আপনার জীবনেও কি এমন কোনো মিষ্টি বা পাবলো আছে?
    তাদের জন্য একটা কমেন্ট করুন!



    #cutestory #cat #dog #tanjimulislamsifat
    @everyone
    🌟 শিরোনাম: একটা নিঃশব্দ ভালোবাসার গল্প: মিষ্টি আর পাবলো 📖 গল্প: জীবনের সবচেয়ে সুন্দর বন্ধুত্বগুলো নীরবে গড়ে ওঠে... একদিন এক ছোট্ট শহরে, মেঘলা সকালে জন্ম নেয় একটা ছোট্ট বিড়ালছানা। তার শরীর ছিল তুলোর মতো নরম, চোখ দুটো যেন দুটো ছোট্ট তারা। ওর নাম রাখা হয় — মিষ্টি। 🐱 মিষ্টি ছিলো লাজুক, ভীতু। অন্যদিকে, পাশের বাড়িতে এসেছিল এক ছোট্ট পাপি — সোনালী লোমের, আনন্দে লাফাতে থাকা — নাম তার পাবলো। 🐶 প্রথম দেখা হওয়ার দিনটিতে, মিষ্টি দূর থেকে তাকিয়ে ছিল। পাবলো কাছে গিয়ে দুষ্টু একটা ভঙ্গিতে বসে পড়েছিল, যেন বলছে, "বন্ধু হবো?" মিষ্টি প্রথমে ভয় পেয়ে পিছু হটেছিল। কিন্তু পাবলো এগিয়ে গিয়ে কিছু করেনি, শুধু পাশে বসে ছিল চুপচাপ। এভাবে ধীরে ধীরে মিষ্টির ভয় কেটে গেল। একদিন সে ছোট্ট থাবা বাড়িয়ে পাবলোর নাক ছুঁয়ে দিলো। 🐾 তারপর? ওরা হয়ে গেল অদ্ভুত এক জুটির বন্ধু। বৃষ্টির দিনে পাবলো মিষ্টিকে ভিজতে দিত না। ঠান্ডায় মিষ্টি পাবলোকে জড়িয়ে রাখত। খেলায় পাবলো এগিয়ে যেত, মিষ্টি চুপচাপ পেছনে হাঁটত। কোনো কথা ছিল না, ছিল কেবল অনুভব। ❤️ কখনো পাবলো মিষ্টিকে খোঁজার জন্য ছুটে বেড়াত। কখনো মিষ্টি নিজের থাবা দিয়ে পাবলোর কান পরিষ্কার করত। ওরা ছিল একে অপরের নিঃশব্দ আশ্রয়। 💬 ছোট্ট বার্তা: সব সম্পর্কের জন্য ভাষা লাগে না। কিছু সম্পর্ক শুধু অনুভবের জন্য জন্ম নেয়। মিষ্টি আর পাবলো আজও প্রমাণ করে — ভালোবাসা মানে পাশে থাকা, চুপচাপ, নিঃশব্দে। 🌸 🎀 প্রশ্ন: আপনার জীবনেও কি এমন কোনো মিষ্টি বা পাবলো আছে? তাদের জন্য একটা ❤️ কমেন্ট করুন! 🐱🐶 #cutestory #cat #dog #tanjimulislamsifat @everyone
    Love
    Like
    Wow
    31
    2 Comments ·364 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com