ঘূর্ণিঝড় এসেছে
—নিলয় চক্রবর্তী
ছদ্মবেশী এক যোদ্ধার বেশে
শাবল, কোদাল হাতে নিয়ে।
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
আকাশে গুড়ুম গুড়ুম শব্দ করে
সব কিছু তছনছ করে দিয়ে
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
আকাশে,
মেঘের কালো আবরণ ছড়িয়ে
বাতাসের শোঁ শোঁ শব্দ করে
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
সমুদ্রের জোয়ার উপচে ফেলে
নদীর পাড় ভেঙে,
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা আবার পিছিয়েছে।।
সময়টা তখন নভেম্বর মাস,
পরীক্ষার প্রায় শেষের দিকে----
ভেবেছিলাম,
পরীক্ষা শেষে ফূর্তি করব
কিন্তু নাহ্,
সব ফূর্তি মাটি হয়ে গিয়েছে।
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
রণক্ষেত্রের মাঠ পেরিয়ে,
গাছপালা সব উপচে ফেলে,
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
নাম নাকি তার বুলবুল,
সে করছে খুব ভুল,
সবকিছু তছনছ করে দিয়েছে,
কত ক্ষয় ক্ষতি হয়েছে,
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা আবার পিছিয়েছে।।
ঘূর্ণিঝড় এসেছে
—নিলয় চক্রবর্তী
ছদ্মবেশী এক যোদ্ধার বেশে
শাবল, কোদাল হাতে নিয়ে।
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
আকাশে গুড়ুম গুড়ুম শব্দ করে
সব কিছু তছনছ করে দিয়ে
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
আকাশে,
মেঘের কালো আবরণ ছড়িয়ে
বাতাসের শোঁ শোঁ শব্দ করে
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
সমুদ্রের জোয়ার উপচে ফেলে
নদীর পাড় ভেঙে,
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা আবার পিছিয়েছে।।
সময়টা তখন নভেম্বর মাস,
পরীক্ষার প্রায় শেষের দিকে----
ভেবেছিলাম,
পরীক্ষা শেষে ফূর্তি করব
কিন্তু নাহ্,
সব ফূর্তি মাটি হয়ে গিয়েছে।
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
রণক্ষেত্রের মাঠ পেরিয়ে,
গাছপালা সব উপচে ফেলে,
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা পিছিয়েছে।
নাম নাকি তার বুলবুল,
সে করছে খুব ভুল,
সবকিছু তছনছ করে দিয়েছে,
কত ক্ষয় ক্ষতি হয়েছে,
ঘূর্ণিঝড় এসেছে,
পরীক্ষা আবার পিছিয়েছে।।