**গল্পের নাম: ছোট্ট আলো**
একটা ছোট্ট গ্রামে থাকতো একটা মেয়ে, নাম তার আলো। সে ছিল খুবই কৌতূহলী আর স্বপ্নবাজ। গ্রামের অন্য সবার মতো নয়, আলো সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, "আমি একদিন তারা ছুঁবো।"
গ্রামের মানুষ হেসে বলতো, "আহারে মেয়ে, তারা কি কখনো ছোঁয়া যায়?"
আলো কিন্তু দমে যেত না। সে পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতিদিন স্কুল শেষে গাছতলায় বসে আকাশের গল্প লিখে রাখতো নিজের খাতায়।
বছর কেটে গেল। আলো বড় হলো। সে একদিন শহরে চলে গেলো পড়াশোনার জন্য। কষ্ট, বাধা, অভাব—সব পেরিয়ে সে হয়ে উঠলো একজন মহাকাশবিজ্ঞানী।
অনেক বছর পর, আলো সেই গ্রামে ফিরে এলো। গ্রামের ছোট্ট স্কুলে দাঁড়িয়ে সে বললো, "আমি এখন তারা ছুঁতে পারি। তোমরাও পারবে, যদি স্বপ্ন দেখো আর চেষ্টা করো।"
গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তার চারপাশে ঘিরে বললো, "আমরাও তারা ছুঁতে চাই!"
আলো হেসে বললো, "তবে শুরু করো তোমাদের নিজের ছোট্ট গল্প দিয়ে।"
একটা ছোট্ট গ্রামে থাকতো একটা মেয়ে, নাম তার আলো। সে ছিল খুবই কৌতূহলী আর স্বপ্নবাজ। গ্রামের অন্য সবার মতো নয়, আলো সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, "আমি একদিন তারা ছুঁবো।"
গ্রামের মানুষ হেসে বলতো, "আহারে মেয়ে, তারা কি কখনো ছোঁয়া যায়?"
আলো কিন্তু দমে যেত না। সে পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতিদিন স্কুল শেষে গাছতলায় বসে আকাশের গল্প লিখে রাখতো নিজের খাতায়।
বছর কেটে গেল। আলো বড় হলো। সে একদিন শহরে চলে গেলো পড়াশোনার জন্য। কষ্ট, বাধা, অভাব—সব পেরিয়ে সে হয়ে উঠলো একজন মহাকাশবিজ্ঞানী।
অনেক বছর পর, আলো সেই গ্রামে ফিরে এলো। গ্রামের ছোট্ট স্কুলে দাঁড়িয়ে সে বললো, "আমি এখন তারা ছুঁতে পারি। তোমরাও পারবে, যদি স্বপ্ন দেখো আর চেষ্টা করো।"
গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তার চারপাশে ঘিরে বললো, "আমরাও তারা ছুঁতে চাই!"
আলো হেসে বললো, "তবে শুরু করো তোমাদের নিজের ছোট্ট গল্প দিয়ে।"
**গল্পের নাম: ছোট্ট আলো**
একটা ছোট্ট গ্রামে থাকতো একটা মেয়ে, নাম তার আলো। সে ছিল খুবই কৌতূহলী আর স্বপ্নবাজ। গ্রামের অন্য সবার মতো নয়, আলো সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, "আমি একদিন তারা ছুঁবো।"
গ্রামের মানুষ হেসে বলতো, "আহারে মেয়ে, তারা কি কখনো ছোঁয়া যায়?"
আলো কিন্তু দমে যেত না। সে পড়াশোনায় খুব ভালো ছিল। প্রতিদিন স্কুল শেষে গাছতলায় বসে আকাশের গল্প লিখে রাখতো নিজের খাতায়।
বছর কেটে গেল। আলো বড় হলো। সে একদিন শহরে চলে গেলো পড়াশোনার জন্য। কষ্ট, বাধা, অভাব—সব পেরিয়ে সে হয়ে উঠলো একজন মহাকাশবিজ্ঞানী।
অনেক বছর পর, আলো সেই গ্রামে ফিরে এলো। গ্রামের ছোট্ট স্কুলে দাঁড়িয়ে সে বললো, "আমি এখন তারা ছুঁতে পারি। তোমরাও পারবে, যদি স্বপ্ন দেখো আর চেষ্টা করো।"
গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তার চারপাশে ঘিরে বললো, "আমরাও তারা ছুঁতে চাই!"
আলো হেসে বললো, "তবে শুরু করো তোমাদের নিজের ছোট্ট গল্প দিয়ে।"


·87 Views
·0 Reviews