Security Check
  • অ্যান্টার্কটিকার ডুমসডে হিমবাহ নিচ থেকে গলে যাচ্ছে

    রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা। বরফে ঘেরা এই মহাদেশের বড় বড় হিমবাহ ধীরে ধীরে গলে যাচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, সমুদ্রের পানির নিচের ঝড়ের কারণে অ্যান্টার্কটিকার ডুমসডে হিমবাহ নিচ থেকে গলে যাচ্ছে। বিজ্ঞানীদের তথ্য মতে, ঘূর্ণিঝড়ের মতোই খোলা সমুদ্রে যখন বিভিন্ন তাপমাত্রা ও ঘনত্বের পানি একত্রিত হয়, তখন ঘূর্ণমান আবর্ত বা ঝড় তৈরি হয়। এসব ঝড় পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়েটস হিমবাহ ও পাইন আইল্যান্ড হিমবাহকে নিচ থেকে গলিয়ে দিচ্ছে। থোয়েটস হিমবাহকে আনুষ্ঠানিকভাবে ডুমসডে হিমবাহ নামে ডাকা হয়।

    বিজ্ঞানীদের মতে, ঘূর্ণমান আবর্ত বা ঝড় সমুদ্রের গভীর থেকে গভীর, উষ্ণ পানিকে হিমবাহের গহ্বরের দিকে টেনে আনে ও শীতল স্বাদুপানিকে দূরে ঠেলে দেয়। বরফের স্তর গলে যাওয়ার এই প্রক্রিয়া সারা বছর ধরেই চলে। এ বছরের জুন থেকে এর মাত্রা বেশি দেখা যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইনের বিজ্ঞানী ম্যাট্টিয়া পোইনেলি বলেন, সমুদ্রের এমন ঘূর্ণি বা আবর্ত দেখতে হুবহু ঝড়ের মতো ও খুব শক্তিশালী। পৃষ্ঠের কাছাকাছি এসব উল্লম্ব আকারে আঘাত হানে। যেখানে বেশি উষ্ণ পানি থাকবে, সেখানে হিমবাহ বেশি গলবে। ভবিষ্যতে অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চলে এর প্রভাব দেখা যাবে।

    বিজ্ঞানীরা জানিয়েছেন, গত কয়েক দশকে বিভিন্ন হিমবাহের পুরুত্ব অনেক কমে গেছে। ডুমসডে হিমবাহটিও উষ্ণায়নের কারণে আকারে ছোট হচ্ছে। এটি সমুদ্রপৃষ্ঠের নিচে দুই কিলোমিটারের বেশি গভীরে অবস্থিত। থোয়েটস হিমবাহের ধস হলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক থেকে দুই মিটার বেড়ে যাবে।

    হিমবাহ সূর্যের রশ্মিকে মহাশূন্যে প্রতিফলিত করে। মূল্যবান স্বাদুপানি সঞ্চয় করে রাখে। আর তাই আকারে বড় হিমবাহগুলো যদি সম্পূর্ণরূপে গলে যায়, তবে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হঠাৎ বেড়ে যাবে। এর ফলে বিভিন্ন শহরের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে ও অবকাঠামো ধ্বংস হবে।

    সূত্র: ডেইলি মেইল
    অ্যান্টার্কটিকার ডুমসডে হিমবাহ নিচ থেকে গলে যাচ্ছে রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা। বরফে ঘেরা এই মহাদেশের বড় বড় হিমবাহ ধীরে ধীরে গলে যাচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, সমুদ্রের পানির নিচের ঝড়ের কারণে অ্যান্টার্কটিকার ডুমসডে হিমবাহ নিচ থেকে গলে যাচ্ছে। বিজ্ঞানীদের তথ্য মতে, ঘূর্ণিঝড়ের মতোই খোলা সমুদ্রে যখন বিভিন্ন তাপমাত্রা ও ঘনত্বের পানি একত্রিত হয়, তখন ঘূর্ণমান আবর্ত বা ঝড় তৈরি হয়। এসব ঝড় পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়েটস হিমবাহ ও পাইন আইল্যান্ড হিমবাহকে নিচ থেকে গলিয়ে দিচ্ছে। থোয়েটস হিমবাহকে আনুষ্ঠানিকভাবে ডুমসডে হিমবাহ নামে ডাকা হয়। বিজ্ঞানীদের মতে, ঘূর্ণমান আবর্ত বা ঝড় সমুদ্রের গভীর থেকে গভীর, উষ্ণ পানিকে হিমবাহের গহ্বরের দিকে টেনে আনে ও শীতল স্বাদুপানিকে দূরে ঠেলে দেয়। বরফের স্তর গলে যাওয়ার এই প্রক্রিয়া সারা বছর ধরেই চলে। এ বছরের জুন থেকে এর মাত্রা বেশি দেখা যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইনের বিজ্ঞানী ম্যাট্টিয়া পোইনেলি বলেন, সমুদ্রের এমন ঘূর্ণি বা আবর্ত দেখতে হুবহু ঝড়ের মতো ও খুব শক্তিশালী। পৃষ্ঠের কাছাকাছি এসব উল্লম্ব আকারে আঘাত হানে। যেখানে বেশি উষ্ণ পানি থাকবে, সেখানে হিমবাহ বেশি গলবে। ভবিষ্যতে অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চলে এর প্রভাব দেখা যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গত কয়েক দশকে বিভিন্ন হিমবাহের পুরুত্ব অনেক কমে গেছে। ডুমসডে হিমবাহটিও উষ্ণায়নের কারণে আকারে ছোট হচ্ছে। এটি সমুদ্রপৃষ্ঠের নিচে দুই কিলোমিটারের বেশি গভীরে অবস্থিত। থোয়েটস হিমবাহের ধস হলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক থেকে দুই মিটার বেড়ে যাবে। হিমবাহ সূর্যের রশ্মিকে মহাশূন্যে প্রতিফলিত করে। মূল্যবান স্বাদুপানি সঞ্চয় করে রাখে। আর তাই আকারে বড় হিমবাহগুলো যদি সম্পূর্ণরূপে গলে যায়, তবে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হঠাৎ বেড়ে যাবে। এর ফলে বিভিন্ন শহরের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে ও অবকাঠামো ধ্বংস হবে। সূত্র: ডেইলি মেইল
    0 Comments ·0 Shares ·584 Views ·0 Reviews
  • যে বস্তুর সংস্পর্শে এলে দুই দিনের মধ্যে মৃত্যু হতে পারে -- ২

    দুর্ঘটনার পর ১৯৮৬ সালে ধ্বংসপ্রাপ্ত রিঅ্যাক্টরের নিচের বাষ্প করিডরে পৌঁছাতে সক্ষম হন কর্মীরা। বিভিন্ন যন্ত্রে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সীমার চেয়ে অনেক বেশি বিকিরণের মাত্রা রেকর্ড করা হয়। সরাসরি ভয়ংকর সেই বস্তুর কাছে যাওয়া যায়নি। দূর থেকে ক্যামেরায় ছবি তোলা হয়।

    বিজ্ঞানীদের তথ্যমতে, এলিফ্যান্টস ফুট থেকে আয়নাইজিং বিকিরণ নির্গত হচ্ছে, যা কোষীয় স্তরে মানুষের টিস্যু ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যখন প্রথম পরিমাপ করা হয়েছিল, তখন বস্তুটি প্রতি ঘণ্টায় প্রায় ১০ হাজার রঞ্জেন বিকিরণ নির্গত করত। এই পরিমাণ রঞ্জেন ৪ দশমিক ৫ মিলিয়নেরও বেশি বুকের এক্স-রের সমতুল্য। একজন মানুষকে হত্যা করার জন্য মোটামুটি এক হাজার রঞ্জেন প্রয়োজন। এটি সেই সীমার চেয়ে ১০ গুণ বেশি ছিল। ২০০১ সালে এলিফ্যান্টস ফুট থেকে প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ রঞ্জেন পরিমাপ করা হয়। অনুমান করা হয়, বস্তুটি ১০ হাজার বছর ধরে বিপজ্জনকভাবে তেজস্ক্রিয় থাকবে। তাই অনেকেই এ বস্তুকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক বর্জ্য হিসেবে উল্লেখ করেন।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া
    যে বস্তুর সংস্পর্শে এলে দুই দিনের মধ্যে মৃত্যু হতে পারে -- ২ দুর্ঘটনার পর ১৯৮৬ সালে ধ্বংসপ্রাপ্ত রিঅ্যাক্টরের নিচের বাষ্প করিডরে পৌঁছাতে সক্ষম হন কর্মীরা। বিভিন্ন যন্ত্রে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সীমার চেয়ে অনেক বেশি বিকিরণের মাত্রা রেকর্ড করা হয়। সরাসরি ভয়ংকর সেই বস্তুর কাছে যাওয়া যায়নি। দূর থেকে ক্যামেরায় ছবি তোলা হয়। বিজ্ঞানীদের তথ্যমতে, এলিফ্যান্টস ফুট থেকে আয়নাইজিং বিকিরণ নির্গত হচ্ছে, যা কোষীয় স্তরে মানুষের টিস্যু ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যখন প্রথম পরিমাপ করা হয়েছিল, তখন বস্তুটি প্রতি ঘণ্টায় প্রায় ১০ হাজার রঞ্জেন বিকিরণ নির্গত করত। এই পরিমাণ রঞ্জেন ৪ দশমিক ৫ মিলিয়নেরও বেশি বুকের এক্স-রের সমতুল্য। একজন মানুষকে হত্যা করার জন্য মোটামুটি এক হাজার রঞ্জেন প্রয়োজন। এটি সেই সীমার চেয়ে ১০ গুণ বেশি ছিল। ২০০১ সালে এলিফ্যান্টস ফুট থেকে প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ রঞ্জেন পরিমাপ করা হয়। অনুমান করা হয়, বস্তুটি ১০ হাজার বছর ধরে বিপজ্জনকভাবে তেজস্ক্রিয় থাকবে। তাই অনেকেই এ বস্তুকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক বর্জ্য হিসেবে উল্লেখ করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
    0 Comments ·0 Shares ·529 Views ·0 Reviews
  • মহাকাশের অস্বাভাবিক নক্ষত্রব্যবস্থার ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ

    মহাকাশ মানেই যেন মহাবিস্ময়। আবিষ্কারের শেষ নেই সেখানে। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে (ছায়াপথ) থাকা একটি অস্বাভাবিক নক্ষত্রব্যবস্থার ছবি তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। ছবিগুলোতে চার স্তরের বিরল সর্পিল মহাকাশীয় কাঠামো শনাক্ত করা হয়েছে।

    বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে প্রায় ৮ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যাপেপ নক্ষত্র কাঠামোটি মিসরের বিশৃঙ্খলার দেবতা অ্যাপেপের নামে নামকরণ করা হয়েছে। এত দিন অ্যাপেপ নক্ষত্র কাঠামোতে শুধু একটি আবরণ শনাক্ত করা হয়েছিল। তবে জেমস ওয়েব টেলিস্কোপের তোলা নতুন ছবিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ইনফ্রারেড চিত্রে পুরো কাঠামোতে চারটি আবরণ শনাক্ত করা হয়েছে। এসব আবরণ গত ৭০০ বছরে দুটি উলফ-রেয়েট নক্ষত্র থেকে নির্গত ঘন কার্বন ধূলিকণা দিয়ে তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে।

    উলফ-রেয়েট নক্ষত্র সেই সব নক্ষত্রকে বলা হয়, যারা তাদের জীবনের শেষ প্রান্তে আছে। এসব নক্ষত্র অত্যন্ত বিরল। আমাদের গ্যালাক্সিতে এ ধরনের মাত্র এক হাজার নক্ষত্র রয়েছে বলে ধারণা করা হয়। অ্যাপেপে এ ধরনের দুটি নক্ষত্র রয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ইয়িনুও হান ও রায়ান হোয়াইটের তথ্যমতে, আট হাজার আলোকবর্ষ দূরের নক্ষত্র দুটি প্রতি ১৯০ বছরে একবার একে অপরের পাশ দিয়ে অতিক্রম করে।

    জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবিতে একটি তৃতীয় নক্ষত্রের উপস্থিতিও নিশ্চিত করা গেছে। তৃতীয় নক্ষত্রটি আকারে আমাদের সূর্যের চেয়ে ৪০ থেকে ৫০ গুণ বড়। তৃতীয় নক্ষত্রের আবরণের মধ্যে একটি গহ্বর রয়েছে, যা দেখতে একটি ফানেলের মতো। ভবিষ্যতে সুপারনোভাতে বিস্ফোরিত হয়ে একটি কৃষ্ণগহ্বরে পরিণত হতে পারে নক্ষত্রটি।

    সূত্র: এনগ্যাজেট
    মহাকাশের অস্বাভাবিক নক্ষত্রব্যবস্থার ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশ মানেই যেন মহাবিস্ময়। আবিষ্কারের শেষ নেই সেখানে। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে (ছায়াপথ) থাকা একটি অস্বাভাবিক নক্ষত্রব্যবস্থার ছবি তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। ছবিগুলোতে চার স্তরের বিরল সর্পিল মহাকাশীয় কাঠামো শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে প্রায় ৮ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যাপেপ নক্ষত্র কাঠামোটি মিসরের বিশৃঙ্খলার দেবতা অ্যাপেপের নামে নামকরণ করা হয়েছে। এত দিন অ্যাপেপ নক্ষত্র কাঠামোতে শুধু একটি আবরণ শনাক্ত করা হয়েছিল। তবে জেমস ওয়েব টেলিস্কোপের তোলা নতুন ছবিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ইনফ্রারেড চিত্রে পুরো কাঠামোতে চারটি আবরণ শনাক্ত করা হয়েছে। এসব আবরণ গত ৭০০ বছরে দুটি উলফ-রেয়েট নক্ষত্র থেকে নির্গত ঘন কার্বন ধূলিকণা দিয়ে তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। উলফ-রেয়েট নক্ষত্র সেই সব নক্ষত্রকে বলা হয়, যারা তাদের জীবনের শেষ প্রান্তে আছে। এসব নক্ষত্র অত্যন্ত বিরল। আমাদের গ্যালাক্সিতে এ ধরনের মাত্র এক হাজার নক্ষত্র রয়েছে বলে ধারণা করা হয়। অ্যাপেপে এ ধরনের দুটি নক্ষত্র রয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ইয়িনুও হান ও রায়ান হোয়াইটের তথ্যমতে, আট হাজার আলোকবর্ষ দূরের নক্ষত্র দুটি প্রতি ১৯০ বছরে একবার একে অপরের পাশ দিয়ে অতিক্রম করে। জেমস ওয়েব টেলিস্কোপের তোলা ছবিতে একটি তৃতীয় নক্ষত্রের উপস্থিতিও নিশ্চিত করা গেছে। তৃতীয় নক্ষত্রটি আকারে আমাদের সূর্যের চেয়ে ৪০ থেকে ৫০ গুণ বড়। তৃতীয় নক্ষত্রের আবরণের মধ্যে একটি গহ্বর রয়েছে, যা দেখতে একটি ফানেলের মতো। ভবিষ্যতে সুপারনোভাতে বিস্ফোরিত হয়ে একটি কৃষ্ণগহ্বরে পরিণত হতে পারে নক্ষত্রটি। সূত্র: এনগ্যাজেট
    Like
    1
    · 0 Comments ·0 Shares ·445 Views ·0 Reviews
  • চাঁদে আঘাত হানবে গ্রহাণু

    মহাকাশ বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে গ্রহাণু ২০২৪ ওয়াইআর৪। প্রাথমিকভাবে ২০৩২ সালে চাঁদে এটির আঘাতের সম্ভাবনা ৪ শতাংশ থাকলেও সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী সেই সম্ভাবনা ৩০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে। নিউ সায়েন্টিস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

    বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, আগামী বছর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আসন্ন পর্যবেক্ষণের উপর অনেক কিছু নির্ভর করছে। তাদের মতে, ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে চাঁদে আঘাতের এই ঝুঁকি ১ শতাংশের নিচে নেমে আসবে। তবে, ৫ শতাংশ সম্ভাবনাও রয়েছে যে এই ঝুঁকি বেড়ে ৩০ শতাংশের উপরে চলে যেতে পারে।

    আগামী বছর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১৮ এবং ২৬ তারিখে জেমস টেলিস্কোপে সীমিত দেখার সুযোগ মিলবে। এই সময়েই গ্রহাণুটির গতিপথ এবং এই নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। গ্রহাণুটির ব্যাস ৫৩ থেকে ৬৭ মিটার, যা মোটামুটি একটি ১০ তলা ভবনের সমান।

    ২০২৪ সালে যখন এই গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসার খবর প্রকাশিত হয়েছিল, তখন এটি মহাকাশপ্রেমীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। গ্রহাণু ২০২৪ ওয়াইআর৪ প্রথম আবিষ্কৃত হয় ২০২৪ সালের ২৭ ডিসেম্বর চিলিতে অবস্থিত অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম টেলিস্কোপের মাধ্যমে।

    প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, ২০৩২ সালের ২২ ডিসেম্বর এটি পৃথিবীতে আঘাত হানার ১ শতাংশ সম্ভাবনা রয়েছে, যা পরে সামান্য বেড়ে ৩.১ শতাংশ হয়। তবে, পরবর্তী পর্যবেক্ষণের পর নাসা এই সিদ্ধান্তে আসে যে ২০৩২ সাল বা তার পরে এই বস্তুটি পৃথিবীর জন্য উল্লেখযোগ্য কোনো ঝুঁকি তৈরি করবে না।

    কিন্তু চাঁদকে আঘাত করার আশঙ্কা বাড়ায় বিজ্ঞানীরা এখন সতর্ক অবস্থায় রয়েছেন। যদিও এটি তুলনামূলকভাবে ছোট এবং পৃথিবীতে বড় ধরনের ক্ষতি করবে না, তবুও চাঁদে আঘাতের পরিণতি পৃথিবীর জন্য বিশাল হতে পারে। এমন আঘাতের ফলে লক্ষ লক্ষ টন মহাজাগতিক ধ্বংসাবশেষ মহাশূন্যে নিক্ষিপ্ত হবে, যা উপগ্রহ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
    চাঁদে আঘাত হানবে গ্রহাণু মহাকাশ বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে গ্রহাণু ২০২৪ ওয়াইআর৪। প্রাথমিকভাবে ২০৩২ সালে চাঁদে এটির আঘাতের সম্ভাবনা ৪ শতাংশ থাকলেও সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী সেই সম্ভাবনা ৩০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে। নিউ সায়েন্টিস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, আগামী বছর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আসন্ন পর্যবেক্ষণের উপর অনেক কিছু নির্ভর করছে। তাদের মতে, ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে চাঁদে আঘাতের এই ঝুঁকি ১ শতাংশের নিচে নেমে আসবে। তবে, ৫ শতাংশ সম্ভাবনাও রয়েছে যে এই ঝুঁকি বেড়ে ৩০ শতাংশের উপরে চলে যেতে পারে। আগামী বছর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১৮ এবং ২৬ তারিখে জেমস টেলিস্কোপে সীমিত দেখার সুযোগ মিলবে। এই সময়েই গ্রহাণুটির গতিপথ এবং এই নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। গ্রহাণুটির ব্যাস ৫৩ থেকে ৬৭ মিটার, যা মোটামুটি একটি ১০ তলা ভবনের সমান। ২০২৪ সালে যখন এই গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসার খবর প্রকাশিত হয়েছিল, তখন এটি মহাকাশপ্রেমীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। গ্রহাণু ২০২৪ ওয়াইআর৪ প্রথম আবিষ্কৃত হয় ২০২৪ সালের ২৭ ডিসেম্বর চিলিতে অবস্থিত অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম টেলিস্কোপের মাধ্যমে। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, ২০৩২ সালের ২২ ডিসেম্বর এটি পৃথিবীতে আঘাত হানার ১ শতাংশ সম্ভাবনা রয়েছে, যা পরে সামান্য বেড়ে ৩.১ শতাংশ হয়। তবে, পরবর্তী পর্যবেক্ষণের পর নাসা এই সিদ্ধান্তে আসে যে ২০৩২ সাল বা তার পরে এই বস্তুটি পৃথিবীর জন্য উল্লেখযোগ্য কোনো ঝুঁকি তৈরি করবে না। কিন্তু চাঁদকে আঘাত করার আশঙ্কা বাড়ায় বিজ্ঞানীরা এখন সতর্ক অবস্থায় রয়েছেন। যদিও এটি তুলনামূলকভাবে ছোট এবং পৃথিবীতে বড় ধরনের ক্ষতি করবে না, তবুও চাঁদে আঘাতের পরিণতি পৃথিবীর জন্য বিশাল হতে পারে। এমন আঘাতের ফলে লক্ষ লক্ষ টন মহাজাগতিক ধ্বংসাবশেষ মহাশূন্যে নিক্ষিপ্ত হবে, যা উপগ্রহ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
    ⚠ এই পোস্টটি স্প্যাম হিসেবে চিহ্নিত!
    এই পোস্টটি আমাদের নীতিমালা লঙ্ঘন করার কারণে নিরাপদ নয়।
    Like
    1
    · 0 Comments ·0 Shares ·596 Views ·0 Reviews
  • নভেম্বরে রাতের আকাশে দেখা যাবে মহাজাগতিক সৌন্দর্য

    নভেম্বর মাসটি হবে আকাশপ্রীতি মানুষদের জন্য এক রোমাঞ্চকর সময়। এই পুরো মাস জুড়েই দেখা মিলবে নানা মহাজাগতিক দৃশ্য—উল্কাবৃষ্টি, গ্রহের বিশেষ অবস্থান এবং চাঁদের মনোমুগ্ধকর রূপ।

    মাসের শুরুতেই দেখা দেবে টরিড উল্কাবৃষ্টি। নভেম্বরের ৪-৫ তারিখে দক্ষিণ টরিড উল্কাবৃষ্টি এবং ১১-১২ তারিখে উত্তর টরিড উল্কাবৃষ্টি দেখা যাবে। এই উল্কাগুলো তুলনামূলক ধীরে পড়ে এবং অনেক সময় উজ্জ্বল আগুনের গোলার মতো ঝলক ছড়ায়। প্রতি ঘণ্টায় গড়ে ৫ থেকে ৭টি উল্কা দেখা যেতে পারে।

    এরপর নভেম্বরের ১৭-১৮ তারিখে আকাশে দেখা যাবে লিওনিড উল্কাবৃষ্টি। এই সময় প্রতি ঘণ্টায় প্রায় ১৫টি দ্রুতগামী উল্কা দেখা যেতে পারে। ক্ষীয়মাণ চাঁদ থাকার কারণে আকাশ অন্ধকার থাকবে, ফলে উল্কাগুলো আরও স্পষ্টভাবে দেখা যাবে।

    ২১ নভেম্বর দেখা মিলবে আলফা মোনোসেরোটিড উল্কাবৃষ্টি—যা কখনও কখনও প্রতি ঘণ্টায় হাজারেরও বেশি উল্কা প্রদর্শন করে। আর নভেম্বরের ২৮ তারিখে দেখা যাবে অরায়নিড উল্কাবৃষ্টি, যা তুলনামূলক মৃদু উজ্জ্বলতায় জ্বলে।

    গ্রহ পর্যবেক্ষকদের জন্যও এই মাসটি বিশেষ। নভেম্বরের শুরুতে বুধ সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে। কারণ, তখন এটি আকাশে সবচেয়ে উঁচু অবস্থানে থাকবে। নভেম্বর ২৫ তারিখে শুক্র ও বুধ একসঙ্গে আকাশে পাশাপাশি দেখা যাবে।

    অন্যদিকে, নভেম্বর ২১ তারিখে ইউরেনাস পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে—যাকে বলে ‘opposition’। এটি দূরবীন দিয়ে সহজে দেখা যাবে, বিশেষত বৃষ নক্ষত্রমণ্ডলের কাছাকাছি এলাকায়।

    নভেম্বর ২৩ তারিখে শনির বলয় প্রায় অদৃশ্য হয়ে যাবে। কারণ, পৃথিবী তখন শনি গ্রহের বলয় সমতলে অবস্থান করবে। সব মিলিয়ে নভেম্বরের রাতের আকাশ হবে উল্কাবৃষ্টি, উজ্জ্বল চাঁদ ও গ্রহরাজির মুগ্ধকর প্রদর্শনী যা জ্যোতির্বিদ ও সাধারণ আকাশপ্রেমীদের কাছে এক চমৎকার অভিজ্ঞতা হয়ে উঠবে।
    নভেম্বরে রাতের আকাশে দেখা যাবে মহাজাগতিক সৌন্দর্য নভেম্বর মাসটি হবে আকাশপ্রীতি মানুষদের জন্য এক রোমাঞ্চকর সময়। এই পুরো মাস জুড়েই দেখা মিলবে নানা মহাজাগতিক দৃশ্য—উল্কাবৃষ্টি, গ্রহের বিশেষ অবস্থান এবং চাঁদের মনোমুগ্ধকর রূপ। মাসের শুরুতেই দেখা দেবে টরিড উল্কাবৃষ্টি। নভেম্বরের ৪-৫ তারিখে দক্ষিণ টরিড উল্কাবৃষ্টি এবং ১১-১২ তারিখে উত্তর টরিড উল্কাবৃষ্টি দেখা যাবে। এই উল্কাগুলো তুলনামূলক ধীরে পড়ে এবং অনেক সময় উজ্জ্বল আগুনের গোলার মতো ঝলক ছড়ায়। প্রতি ঘণ্টায় গড়ে ৫ থেকে ৭টি উল্কা দেখা যেতে পারে। এরপর নভেম্বরের ১৭-১৮ তারিখে আকাশে দেখা যাবে লিওনিড উল্কাবৃষ্টি। এই সময় প্রতি ঘণ্টায় প্রায় ১৫টি দ্রুতগামী উল্কা দেখা যেতে পারে। ক্ষীয়মাণ চাঁদ থাকার কারণে আকাশ অন্ধকার থাকবে, ফলে উল্কাগুলো আরও স্পষ্টভাবে দেখা যাবে। ২১ নভেম্বর দেখা মিলবে আলফা মোনোসেরোটিড উল্কাবৃষ্টি—যা কখনও কখনও প্রতি ঘণ্টায় হাজারেরও বেশি উল্কা প্রদর্শন করে। আর নভেম্বরের ২৮ তারিখে দেখা যাবে অরায়নিড উল্কাবৃষ্টি, যা তুলনামূলক মৃদু উজ্জ্বলতায় জ্বলে। গ্রহ পর্যবেক্ষকদের জন্যও এই মাসটি বিশেষ। নভেম্বরের শুরুতে বুধ সূর্যাস্তের পর খালি চোখে দেখা যাবে। কারণ, তখন এটি আকাশে সবচেয়ে উঁচু অবস্থানে থাকবে। নভেম্বর ২৫ তারিখে শুক্র ও বুধ একসঙ্গে আকাশে পাশাপাশি দেখা যাবে। অন্যদিকে, নভেম্বর ২১ তারিখে ইউরেনাস পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে—যাকে বলে ‘opposition’। এটি দূরবীন দিয়ে সহজে দেখা যাবে, বিশেষত বৃষ নক্ষত্রমণ্ডলের কাছাকাছি এলাকায়। নভেম্বর ২৩ তারিখে শনির বলয় প্রায় অদৃশ্য হয়ে যাবে। কারণ, পৃথিবী তখন শনি গ্রহের বলয় সমতলে অবস্থান করবে। সব মিলিয়ে নভেম্বরের রাতের আকাশ হবে উল্কাবৃষ্টি, উজ্জ্বল চাঁদ ও গ্রহরাজির মুগ্ধকর প্রদর্শনী যা জ্যোতির্বিদ ও সাধারণ আকাশপ্রেমীদের কাছে এক চমৎকার অভিজ্ঞতা হয়ে উঠবে।
    Like
    Love
    3
    · 1 Comments ·0 Shares ·417 Views ·0 Reviews
  • সূর্যের কাছাকাছি এসে ধূমকেতুর উজ্জ্বলতা বেড়েছে কয়েকগুণ

    বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের কাছাকাছি আসার পর হঠাৎ করেই আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু থ্রি-আই/অ্যাটলাস এর উজ্জ্বলতা বেড়ে গেছে এবং এর রং নীলচে হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা নিশ্চিত করেছে, পৃথিবীর জন্য এই ধূমকেতুটি কোনো হুমকি নয়, এটি নিরাপদ দূরত্বেই থাকবে। গত ২৯ অক্টোবর মহাকাশযানের পর্যবেক্ষণে দেখা যায়, ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছের অবস্থানে পৌঁছানোর সময় এর উজ্জ্বলতা হঠাৎ কয়েকগুণ বেড়ে যায়। এই অস্বাভাবিক আচরণ বিশ্বজুড়ে বিজ্ঞানীদের দৃষ্টি কেড়েছে। চলতি বছরের জুলাই মাসে এই ধূমকেতুটি প্রথম আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত এর আচরণের ব্যাখ্যা বিজ্ঞানীরা পুরোপুরি দিতে পারেননি। গবেষকেরা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০২৫ সালের মধ্যে সংগৃহীত তথ্য অনুযায়ী ধূমকেতুটির আলো এক লাফে বেড়ে যায়।

    এসটিইআরইও-এ, এসওএইচও ও গোয়েস-১৯ উপগ্রহের যন্ত্রের মাধ্যমে পাওয়া তথ্য বলছে, ধূমকেতুর উজ্জ্বলতা বেড়ে যাওয়ার পেছনে সূর্যের তাপে গ্যাস নিঃসরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষণে দেখা গেছে, ধূমকেতুটি সূর্যের চেয়ে নীলচে রঙের দেখাচ্ছে। বিজ্ঞানীদের মতে, সূর্যের আলো সাধারণত ধূলিকণায় লালচে হয়ে যায়, তাই এর নীলচে হওয়া একেবারেই অস্বাভাবিক ঘটনা।

    হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাভি লোব বলেছেন, এটি এখন পর্যন্ত এই ধূমকেতুর নবম অস্বাভাবিক বৈশিষ্ট্য। সাধারণত ধূমকেতুর পৃষ্ঠ অনেক ঠান্ডা হওয়ায় তা সূর্যের তুলনায় লালচে দেখায়। কিন্তু থ্রি -আই/অ্যাটলাসের ক্ষেত্রে তা উল্টো—এটি সূর্যের চেয়েও নীল দেখাচ্ছে।

    লোব আরও জানান, এর আগের আটটি অস্বাভাবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি এই ধূমকেতুকে তার ‘লোব স্কেলে ’ ১০-এর মধ্যে ৪ নম্বর দিয়েছেন, যা ইঙ্গিত করে এটি কোনো প্রযুক্তিনির্ভর উৎস থেকেও আসতে পারে। ধূমকেতুর কক্ষপথ সূর্যের চারপাশে এমনভাবে ঘুরছে যা সাধারণ ধূমকেতুর তুলনায় অনেক ভিন্ন।

    সুত্রঃ বিডি প্রতিদিন।

    সূর্যের কাছাকাছি এসে ধূমকেতুর উজ্জ্বলতা বেড়েছে কয়েকগুণ বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের কাছাকাছি আসার পর হঠাৎ করেই আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু থ্রি-আই/অ্যাটলাস এর উজ্জ্বলতা বেড়ে গেছে এবং এর রং নীলচে হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা নিশ্চিত করেছে, পৃথিবীর জন্য এই ধূমকেতুটি কোনো হুমকি নয়, এটি নিরাপদ দূরত্বেই থাকবে। গত ২৯ অক্টোবর মহাকাশযানের পর্যবেক্ষণে দেখা যায়, ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছের অবস্থানে পৌঁছানোর সময় এর উজ্জ্বলতা হঠাৎ কয়েকগুণ বেড়ে যায়। এই অস্বাভাবিক আচরণ বিশ্বজুড়ে বিজ্ঞানীদের দৃষ্টি কেড়েছে। চলতি বছরের জুলাই মাসে এই ধূমকেতুটি প্রথম আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত এর আচরণের ব্যাখ্যা বিজ্ঞানীরা পুরোপুরি দিতে পারেননি। গবেষকেরা জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০২৫ সালের মধ্যে সংগৃহীত তথ্য অনুযায়ী ধূমকেতুটির আলো এক লাফে বেড়ে যায়। এসটিইআরইও-এ, এসওএইচও ও গোয়েস-১৯ উপগ্রহের যন্ত্রের মাধ্যমে পাওয়া তথ্য বলছে, ধূমকেতুর উজ্জ্বলতা বেড়ে যাওয়ার পেছনে সূর্যের তাপে গ্যাস নিঃসরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্লেষণে দেখা গেছে, ধূমকেতুটি সূর্যের চেয়ে নীলচে রঙের দেখাচ্ছে। বিজ্ঞানীদের মতে, সূর্যের আলো সাধারণত ধূলিকণায় লালচে হয়ে যায়, তাই এর নীলচে হওয়া একেবারেই অস্বাভাবিক ঘটনা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাভি লোব বলেছেন, এটি এখন পর্যন্ত এই ধূমকেতুর নবম অস্বাভাবিক বৈশিষ্ট্য। সাধারণত ধূমকেতুর পৃষ্ঠ অনেক ঠান্ডা হওয়ায় তা সূর্যের তুলনায় লালচে দেখায়। কিন্তু থ্রি -আই/অ্যাটলাসের ক্ষেত্রে তা উল্টো—এটি সূর্যের চেয়েও নীল দেখাচ্ছে। লোব আরও জানান, এর আগের আটটি অস্বাভাবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি এই ধূমকেতুকে তার ‘লোব স্কেলে ’ ১০-এর মধ্যে ৪ নম্বর দিয়েছেন, যা ইঙ্গিত করে এটি কোনো প্রযুক্তিনির্ভর উৎস থেকেও আসতে পারে। ধূমকেতুর কক্ষপথ সূর্যের চারপাশে এমনভাবে ঘুরছে যা সাধারণ ধূমকেতুর তুলনায় অনেক ভিন্ন। সুত্রঃ বিডি প্রতিদিন।
    Like
    1
    · 0 Comments ·0 Shares ·476 Views ·0 Reviews
  • ১৬ নভেম্বর ঝরবে উল্কাবৃষ্টি

    রাতের আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ দৃশ্যের অপেক্ষা। আর কয়েক দিন পরেই আকাশ সাক্ষী হতে চলেছে এক মহাজাগতিক ঘটনার; লিওনিড উল্কাবৃষ্টি। মুহুর্মুহু ঝরে পড়া এই উল্কার শোভা রাত জেগে দেখার সুযোগ পাবেন অনেকেই। প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০টি উল্কা ঝরে পড়ার পূর্বাভাস রয়েছে।

    জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই উল্কাবৃষ্টি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ১৬ নভেম্বর রাতে। ওই দিন রাত ১২টা থেকে ১৭ নভেম্বর ভোর ৩টা পর্যন্ত উল্কাপাতের দৃশ্য আকাশে স্পষ্ট হবে। বিশেষ করে ভোর সাড়ে ৩টার সামান্য আগে এক ফালি চাঁদ উঠবে, যা উল্কাবৃষ্টি দেখার ক্ষেত্রে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করবে না। এর তিন দিন পরই অমাবস্যা হওয়ায় চাঁদহীন অন্ধকার আকাশ উল্কার ঔজ্জ্বল্যকে আরও বাড়িয়ে দেবে।

    এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ছাদ বা খোলা জায়গায় মাদুর পেতে উত্তর গোলার্ধের সিংহরাশির দিকে নজর রাখতে হবে। উল্কাগুলি এই রাশি থেকেই নির্গত হচ্ছে বলে মনে হবে।

    উল্কাবৃষ্টির উৎস হলো ৫৫পি/টেম্পল-টাটল নামে একটি ধূমকেতু। ১৬৯৯ সালে যখন এই ধূমকেতুটি সূর্যের কাছ দিয়ে গিয়েছিল, তখন এর কক্ষপথে একটি বিশাল লেজ বা ধুলোর আস্তরণ ফেলে যায়। প্রতি বছর নভেম্বর মাসের ১৬ থেকে ১৭ তারিখ নাগাদ পৃথিবী তার কক্ষপথ পরিক্রমার সময় সেই ধূমকেতুর ফেলে যাওয়া লেজের মধ্য দিয়ে প্রবেশ করে। ওই ধূলিকণা বা লেজের অংশগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে অত্যন্ত দ্রুত গতিতে প্রবেশ করে, তখন বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে। এই আলোকচ্ছটাকেই উল্কাবৃষ্টি বা 'তারাখসা' হিসেবে দেখা যায়।

    পর্যবেক্ষকরা আশা করছেন, এবার উল্কাপাতের পথ হবে দীর্ঘ। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়ার সময় এই উল্কাগুলি ধোঁয়ার রেখা তৈরি করবে। একই সঙ্গে উল্কাগুলির রং পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। জ্যোতির্বিজ্ঞানের এই বিরল মুহূর্তের সাক্ষী হতে তাই প্রস্তুত থাকুন।

    সুত্রঃ বিডি প্রতিদিন
    ১৬ নভেম্বর ঝরবে উল্কাবৃষ্টি রাতের আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ দৃশ্যের অপেক্ষা। আর কয়েক দিন পরেই আকাশ সাক্ষী হতে চলেছে এক মহাজাগতিক ঘটনার; লিওনিড উল্কাবৃষ্টি। মুহুর্মুহু ঝরে পড়া এই উল্কার শোভা রাত জেগে দেখার সুযোগ পাবেন অনেকেই। প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০টি উল্কা ঝরে পড়ার পূর্বাভাস রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই উল্কাবৃষ্টি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ১৬ নভেম্বর রাতে। ওই দিন রাত ১২টা থেকে ১৭ নভেম্বর ভোর ৩টা পর্যন্ত উল্কাপাতের দৃশ্য আকাশে স্পষ্ট হবে। বিশেষ করে ভোর সাড়ে ৩টার সামান্য আগে এক ফালি চাঁদ উঠবে, যা উল্কাবৃষ্টি দেখার ক্ষেত্রে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করবে না। এর তিন দিন পরই অমাবস্যা হওয়ায় চাঁদহীন অন্ধকার আকাশ উল্কার ঔজ্জ্বল্যকে আরও বাড়িয়ে দেবে। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ছাদ বা খোলা জায়গায় মাদুর পেতে উত্তর গোলার্ধের সিংহরাশির দিকে নজর রাখতে হবে। উল্কাগুলি এই রাশি থেকেই নির্গত হচ্ছে বলে মনে হবে। উল্কাবৃষ্টির উৎস হলো ৫৫পি/টেম্পল-টাটল নামে একটি ধূমকেতু। ১৬৯৯ সালে যখন এই ধূমকেতুটি সূর্যের কাছ দিয়ে গিয়েছিল, তখন এর কক্ষপথে একটি বিশাল লেজ বা ধুলোর আস্তরণ ফেলে যায়। প্রতি বছর নভেম্বর মাসের ১৬ থেকে ১৭ তারিখ নাগাদ পৃথিবী তার কক্ষপথ পরিক্রমার সময় সেই ধূমকেতুর ফেলে যাওয়া লেজের মধ্য দিয়ে প্রবেশ করে। ওই ধূলিকণা বা লেজের অংশগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে অত্যন্ত দ্রুত গতিতে প্রবেশ করে, তখন বাতাসের সঙ্গে ঘর্ষণে জ্বলে ওঠে। এই আলোকচ্ছটাকেই উল্কাবৃষ্টি বা 'তারাখসা' হিসেবে দেখা যায়। পর্যবেক্ষকরা আশা করছেন, এবার উল্কাপাতের পথ হবে দীর্ঘ। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়ার সময় এই উল্কাগুলি ধোঁয়ার রেখা তৈরি করবে। একই সঙ্গে উল্কাগুলির রং পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। জ্যোতির্বিজ্ঞানের এই বিরল মুহূর্তের সাক্ষী হতে তাই প্রস্তুত থাকুন। সুত্রঃ বিডি প্রতিদিন
    Like
    1
    · 0 Comments ·0 Shares ·445 Views ·0 Reviews
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক

    গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

    অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি।

    জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল।

    সুত্রঃ দৈনিক প্রথম আলো।
    পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক গত জুলাই মাসে শনাক্ত হওয়া রহস্যময় ‘৩আই/অ্যাটলাস’ নামের আন্তনাক্ষত্রিক বস্তুর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। আমাদের সৌরজগতের মধ্যে থাকা বস্তুটি এমন আচরণ করছে, যা বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি। কারও ধারণা এটি ধূমকেতু, আবার কারও মতে ভিনগ্রহ থেকে আসা মহাকাশযান। উৎস ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে না পারলেও বস্তুটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয় বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী অভি লোব অভিযোগ করেছেন, নাসা বস্তুটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে। বিশাল আকারের অতিদ্রুতগামী মহাজাগতিক বস্তুটি অস্বাভাবিক রাসায়নিক উপাদান নিঃসরণ করছে, যা বিজ্ঞানের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অনেকের ধারণা, ৩আই/অ্যাটলাস কোনো কৃত্রিম উৎস থেকে তৈরি হতে পারে। এবার এই বিতর্কে নাম লিখিয়েছেন মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। অভি লোবের দাবি, আন্তনাক্ষত্রিক বস্তুটি পৃথিবীর ওপর নজরদারি করতে পাঠানো ভিনগ্রহের কোনো মহাকাশযান হতে পারে। অস্বাভাবিক লেজযুক্ত বস্তুটি প্রতি সেকেন্ডে চার গ্রাম নিকেল নিঃসরণ করছে; যদিও সেখানে কোনো লোহার উপস্থিতি নেই। ধূমকেতুর ক্ষেত্রে এমন আচরণ আগে দেখা যায়নি। জো রোগান তাঁর আলোচনায় ধূমকেতুর রহস্যময় বৈশিষ্ট্যের ওপর জোর দেন। ধূমকেতুর গ্যাসের মেঘে নিকেলের উপস্থিতি উল্লেখ করেন। এই ধাতু পৃথিবীতে প্রধানত শিল্পক্ষেত্রে ব্যবহৃত সংকর ধাতুতে পাওয়া যায়। অন্যদিকে ইলন মাস্ক নিকেলের উপস্থিতির একটি পার্থিব ব্যাখ্যা দেন। তিনি বলেন, অনেক ধূমকেতু ও গ্রহাণু প্রাথমিকভাবে নিকেল দিয়ে তৈরি। পৃথিবীতে যেখানে নিকেলখনি দেখা যায়, সেখানে আসলে অতীতে নিকেলসমৃদ্ধ কোনো গ্রহাণু বা ধূমকেতু আঘাত করেছিল। সুত্রঃ দৈনিক প্রথম আলো।
    0 Comments ·0 Shares ·371 Views ·0 Reviews
  • বিগ ব্যাংয়ের আগের অবস্থায় ফিরবে ব্রহ্মাণ্ড, সব বিলীন হবে বিন্দুতে, ঘনাচ্ছে বিনাশের সেই কাল! দাবি গবেষণায়

    একটি বিন্দু থেকে গোটা ব্রহ্মাণ্ডের জন্ম। সেই জন্মলগ্ন থেকেই ক্রমে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব, যা শুরু হয়েছে আজ থেকে প্রায় ১৩৮০ কোটি বছর আগে। বিজ্ঞানীরা সস্নেহে যার নাম দিয়েছেন ‘বিগ ব্যাং’ বা ‘মহাবিস্ফোরণ’ (আক্ষরিক অর্থে বিস্ফোরণ নয়, প্রসারণ বোঝানোর জন্য ব্যবহৃত)। কিন্তু ব্রহ্মাণ্ডের যখন বিনাশ হবে, তখন তা আবার বিগ ব্যাংয়ের আগের অবস্থাতেই ফিরে যাবে। ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সব আবার এক বিন্দুতেই বিলীন হবে। এমনই দাবি নয়া গবেষণায়।

    ব্রহ্মাণ্ড যে আসলেই প্রসারিত হচ্ছে, অঙ্ক কষে তা দেখিয়ে দিয়েছিলেন হেনরিটা সোয়ান লেভিট এবং এডউইন হাবল নামে দুই জ্যোতির্বিজ্ঞানী। গবেষণায় দেখা যায়, যত দিন যাচ্ছে, এক-একটা নক্ষত্রপুঞ্জ ক্রমশ দূরে... আরও দূরে সরে যাচ্ছে। যার অর্থ, আয়তনে বাড়ছে ব্রহ্মাণ্ড।

    আপেক্ষিকতাবাদ তত্ত্বের অবতারণার সময় একই কথা বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইনও। নানা সমীকরণে তিনি বুঝেছিলেন, এই ব্রহ্মাণ্ড হয় ক্রমাগত সংকুচিত হচ্ছে, নয়তো প্রসারিত হয়ে চলেছে। সেই সময় তিনি ‘ডার্ক এনার্জি’র ধারণা দিয়েছিলেন। আসলে মহাকর্ষের টানে প্রসারণে লাগাম পড়ার কথা ছিল। কিন্তু তাঁরা দেখলেন, ব্রহ্মাণ্ডের প্রসারণ হার তো কমছেই না। উল্টে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অচেনা কোনও এক শক্তির ধাক্কায়। এই ‌শক্তিই হল ‘ডার্ক এনার্জি’।

    কিন্তু সম্প্রতি বিজ্ঞানী মহলের একাংশের ধারণা, এই ‘ডার্ক এনার্জি’ এখন যে ভাবে কাজ করছে, ভবিষ্যতে সে ভাবে কাজ না-ও করতে পারে। ভবিষ্যতে বদলে যেতে পারে এই অদৃশ্য শক্তির চরিত্র। আর তেমনটা ঘটলে মহাবিশ্ব আর প্রসারিত হবে না! বরং, তা সঙ্কুচিত হতে শুরু করবে, যা ডেকে আনবে ব্রহ্মাণ্ডের বিনাশ।

    এমনিতে এই ব্রহ্মাণ্ড ৩,৩০০ কোটি বছর বাঁচবে বলে মনে করা হয়। যদি তা ধরেই এগোনো যায়, তা হলে এখন সে মাঝবয়সে পৌঁছে গিয়েছে। গবেষণাপত্রের লেখক, আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনরি টাই অঙ্ক কষে দেখালেন, আর ১,১০০ কোটি বছর পর ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে। তখন শুরু হবে সঙ্কোচন। ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সংকুচিত হয়ে পরিণত হবে একটি বিন্দুতে। এই প্রক্রিয়াকে ‘বিগ ক্রাঞ্চ’ বলে থাকেন বিজ্ঞানীরা।
    বিগ ব্যাংয়ের আগের অবস্থায় ফিরবে ব্রহ্মাণ্ড, সব বিলীন হবে বিন্দুতে, ঘনাচ্ছে বিনাশের সেই কাল! দাবি গবেষণায় একটি বিন্দু থেকে গোটা ব্রহ্মাণ্ডের জন্ম। সেই জন্মলগ্ন থেকেই ক্রমে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব, যা শুরু হয়েছে আজ থেকে প্রায় ১৩৮০ কোটি বছর আগে। বিজ্ঞানীরা সস্নেহে যার নাম দিয়েছেন ‘বিগ ব্যাং’ বা ‘মহাবিস্ফোরণ’ (আক্ষরিক অর্থে বিস্ফোরণ নয়, প্রসারণ বোঝানোর জন্য ব্যবহৃত)। কিন্তু ব্রহ্মাণ্ডের যখন বিনাশ হবে, তখন তা আবার বিগ ব্যাংয়ের আগের অবস্থাতেই ফিরে যাবে। ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সব আবার এক বিন্দুতেই বিলীন হবে। এমনই দাবি নয়া গবেষণায়। ব্রহ্মাণ্ড যে আসলেই প্রসারিত হচ্ছে, অঙ্ক কষে তা দেখিয়ে দিয়েছিলেন হেনরিটা সোয়ান লেভিট এবং এডউইন হাবল নামে দুই জ্যোতির্বিজ্ঞানী। গবেষণায় দেখা যায়, যত দিন যাচ্ছে, এক-একটা নক্ষত্রপুঞ্জ ক্রমশ দূরে... আরও দূরে সরে যাচ্ছে। যার অর্থ, আয়তনে বাড়ছে ব্রহ্মাণ্ড। আপেক্ষিকতাবাদ তত্ত্বের অবতারণার সময় একই কথা বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইনও। নানা সমীকরণে তিনি বুঝেছিলেন, এই ব্রহ্মাণ্ড হয় ক্রমাগত সংকুচিত হচ্ছে, নয়তো প্রসারিত হয়ে চলেছে। সেই সময় তিনি ‘ডার্ক এনার্জি’র ধারণা দিয়েছিলেন। আসলে মহাকর্ষের টানে প্রসারণে লাগাম পড়ার কথা ছিল। কিন্তু তাঁরা দেখলেন, ব্রহ্মাণ্ডের প্রসারণ হার তো কমছেই না। উল্টে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অচেনা কোনও এক শক্তির ধাক্কায়। এই ‌শক্তিই হল ‘ডার্ক এনার্জি’। কিন্তু সম্প্রতি বিজ্ঞানী মহলের একাংশের ধারণা, এই ‘ডার্ক এনার্জি’ এখন যে ভাবে কাজ করছে, ভবিষ্যতে সে ভাবে কাজ না-ও করতে পারে। ভবিষ্যতে বদলে যেতে পারে এই অদৃশ্য শক্তির চরিত্র। আর তেমনটা ঘটলে মহাবিশ্ব আর প্রসারিত হবে না! বরং, তা সঙ্কুচিত হতে শুরু করবে, যা ডেকে আনবে ব্রহ্মাণ্ডের বিনাশ। এমনিতে এই ব্রহ্মাণ্ড ৩,৩০০ কোটি বছর বাঁচবে বলে মনে করা হয়। যদি তা ধরেই এগোনো যায়, তা হলে এখন সে মাঝবয়সে পৌঁছে গিয়েছে। গবেষণাপত্রের লেখক, আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনরি টাই অঙ্ক কষে দেখালেন, আর ১,১০০ কোটি বছর পর ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে। তখন শুরু হবে সঙ্কোচন। ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সংকুচিত হয়ে পরিণত হবে একটি বিন্দুতে। এই প্রক্রিয়াকে ‘বিগ ক্রাঞ্চ’ বলে থাকেন বিজ্ঞানীরা।
    Like
    Love
    5
    · 0 Comments ·0 Shares ·431 Views ·0 Reviews
  • অবৈধ মোবাইল হ্যান্ডসেট ঠেকাতে এনইআইআর চালু ১৬ ডিসেম্বর

    মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেট প্রবেশ রোধ, মোবাইল ফোন ক্লোনিং ও চুরি ঠেকাতে আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এ সময় উপস্থিত ছিলেন। এনইআইআর উদ্দেশ্য নিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, মোবাইল হ্যান্ডসেট সাশ্রয়ী এবং নিরাপদ করা।



    অবৈধ মোবাইল হ্যান্ডসেট ঠেকাতে এনইআইআর চালু ১৬ ডিসেম্বর মোবাইল নেটওয়ার্কে অবৈধ হ্যান্ডসেট প্রবেশ রোধ, মোবাইল ফোন ক্লোনিং ও চুরি ঠেকাতে আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এ সময় উপস্থিত ছিলেন। এনইআইআর উদ্দেশ্য নিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, মোবাইল হ্যান্ডসেট সাশ্রয়ী এবং নিরাপদ করা।
    Like
    Love
    5
    · 1 Comments ·0 Shares ·433 Views ·0 Reviews
  • চাঁদের মাটিতে লুকানো ছিল বিরল উল্কাপিণ্ড

    চীনের চাঁদ অনুসন্ধান অভিযান চাং’ই–৬ থেকে আনা মাটির নমুনায় বিরল উল্কাপিণ্ডের অংশ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার সৌরজগতের গঠন ও ভর স্থানান্তরের প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দিতে পারে বলে জানিয়েছেন তারা। চীনের গুয়াংজু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি চাইনিজ একাডেমি অব সায়েন্সেস–এর অধীন একটি গবেষণা প্রতিষ্ঠান। তারা এই গবেষণাটি সম্পন্ন করেছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস–এ প্রকাশিত হয়েছে।

    গবেষকেরা জানান, নমুনায় পাওয়া অংশগুলো সিআই শ্রেণির কন্ড্রাইট উল্কাপিণ্ডের মতো। এগুলো পৃথিবীতে অত্যন্ত বিরল—মোট সংগৃহীত উল্কাপিণ্ডের এক শতাংশেরও কম। চাঁদে কোনো বায়ুমণ্ডল বা ভূত্বকের গতিশীলতা নেই। তাই এটি প্রাচীন গ্রহাণু বা উল্কাপিণ্ডের সংঘর্ষের স্বাভাবিক সংরক্ষণাগার হিসেবে কাজ করে।

    উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা চাঁদের মাটিতে থাকা খনিজ উপাদান ও অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করেছেন। তাতে দেখা গেছে, উল্কাপিণ্ডের এই অংশগুলো পানিসমৃদ্ধ ও জৈব পদার্থে ভরপুর। গবেষণায় আরও বলা হয়েছে, পৃথিবী ও চাঁদের যুগল ব্যবস্থা হয়তো পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি কার্বনযুক্ত উল্কাপিণ্ডের আঘাতে আক্রান্ত হয়েছিল।

    গবেষক লিন মাং বলেন, এই আবিষ্কার প্রমাণ করে, সৌরজগতের বাইরের অঞ্চল থেকেও পদার্থ ভেতরের দিকে এসে পৌঁছাতে পারে। এটি চাঁদের পানির উৎস বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সূত্র দেয়। তিনি আরও জানান, এই গবেষণা ভবিষ্যতে চাঁদের পানিসম্পদ কীভাবে গঠিত ও পরিবর্তিত হয়েছে, তা বোঝার নতুন পথ খুলে দেবে। গবেষকেরা এখন বহির্জাগতিক নমুনায় উল্কাপিণ্ড শনাক্ত করার জন্য একটি পদ্ধতিগত পদ্ধতি তৈরি করেছেন।

    সুত্রঃ বিডিপ্রতিদিন

    চাঁদের মাটিতে লুকানো ছিল বিরল উল্কাপিণ্ড চীনের চাঁদ অনুসন্ধান অভিযান চাং’ই–৬ থেকে আনা মাটির নমুনায় বিরল উল্কাপিণ্ডের অংশ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার সৌরজগতের গঠন ও ভর স্থানান্তরের প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা দিতে পারে বলে জানিয়েছেন তারা। চীনের গুয়াংজু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রি চাইনিজ একাডেমি অব সায়েন্সেস–এর অধীন একটি গবেষণা প্রতিষ্ঠান। তারা এই গবেষণাটি সম্পন্ন করেছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নাল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস–এ প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানান, নমুনায় পাওয়া অংশগুলো সিআই শ্রেণির কন্ড্রাইট উল্কাপিণ্ডের মতো। এগুলো পৃথিবীতে অত্যন্ত বিরল—মোট সংগৃহীত উল্কাপিণ্ডের এক শতাংশেরও কম। চাঁদে কোনো বায়ুমণ্ডল বা ভূত্বকের গতিশীলতা নেই। তাই এটি প্রাচীন গ্রহাণু বা উল্কাপিণ্ডের সংঘর্ষের স্বাভাবিক সংরক্ষণাগার হিসেবে কাজ করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা চাঁদের মাটিতে থাকা খনিজ উপাদান ও অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করেছেন। তাতে দেখা গেছে, উল্কাপিণ্ডের এই অংশগুলো পানিসমৃদ্ধ ও জৈব পদার্থে ভরপুর। গবেষণায় আরও বলা হয়েছে, পৃথিবী ও চাঁদের যুগল ব্যবস্থা হয়তো পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি কার্বনযুক্ত উল্কাপিণ্ডের আঘাতে আক্রান্ত হয়েছিল। গবেষক লিন মাং বলেন, এই আবিষ্কার প্রমাণ করে, সৌরজগতের বাইরের অঞ্চল থেকেও পদার্থ ভেতরের দিকে এসে পৌঁছাতে পারে। এটি চাঁদের পানির উৎস বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সূত্র দেয়। তিনি আরও জানান, এই গবেষণা ভবিষ্যতে চাঁদের পানিসম্পদ কীভাবে গঠিত ও পরিবর্তিত হয়েছে, তা বোঝার নতুন পথ খুলে দেবে। গবেষকেরা এখন বহির্জাগতিক নমুনায় উল্কাপিণ্ড শনাক্ত করার জন্য একটি পদ্ধতিগত পদ্ধতি তৈরি করেছেন। সুত্রঃ বিডিপ্রতিদিন
    Like
    Love
    2
    · 0 Comments ·0 Shares ·243 Views ·0 Reviews
  • সূর্যের আকর্ষণ থেকে পৃথিবী রক্ষা পেয়েছিল যে গ্রহের প্রভাবে

    সৌরজগতে বিভিন্ন গ্রহ বিকাশের সময় সেগুলোর অবস্থা বেশ নাজুক ছিল। সে সময় বিশাল সূর্যের আকর্ষণে অনেক গ্রহই সূর্যের দিকে এগিয়েছে বা দূরে সরে গেছে। সৌরজগতে সূর্যের কাছাকাছি পৃথিবীর অবস্থান। আর তাই পৃথিবী বিকাশের সময় সূর্য আমাদের গ্রহকে নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন পৃথিবীকে রক্ষা করেছিল বৃহস্পতি গ্রহ। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক গবেষণায় জানিয়েছেন, আকারে বড় বৃহস্পতি গ্রহ সৌরজগতের প্রাথমিক সময়কার গ্রহ তৈরির বলয়ে ফাঁকা স্থান তৈরি করেছিল। ফলে পৃথিবীর উপাদান সূর্যের দিকে চলে যাওয়া থেকে বিরত থাকে। সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে পৃথিবীকে রক্ষার এ তথ্য প্রকাশিত হয়েছে।

    গবেষণায় সৌরজগৎ বিকাশের শুরুর সময় বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় প্রভাব জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। দেখা গেছে, বৃহস্পতি যখন আকারে বড় হতে থাকে, তখন গ্রহটি অভ্যন্তরীণ সৌরজগতের দিকে গ্যাস ও ধূলিকণার প্রবাহকে বাধা দেয়। বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষশক্তি শুধু অভ্যন্তরীণ গ্রহের কক্ষপথকে স্থিতিশীল করতেই সাহায্য করেনি, বরং পুরো সৌরজগতের কাঠামোকেই প্রভাবিত করেছিল।

    রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানী আন্দ্রে ইজিডোরো জানিয়েছেন, বৃহস্পতি না থাকলে পৃথিবী সম্ভবত আজকের মতো হতো না। সৌরজগতের বিভাজন ও উল্কাপিণ্ডের চলাচলকে বৃহস্পতি নিয়ন্ত্রণ করে। বৃহস্পতি নিজে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সৌরবলয়ের মধ্যে একটি প্রশস্ত ফাঁকা স্থান তৈরি করে। এতে সৌরজগৎ অভ্যন্তরীণ ও বাইরের অঞ্চলে বিভক্ত হয়। এই বিভাজন দুটি অংশের উপাদানের মিশ্রণকে বাধা দেয়। ফলে উল্কাপিণ্ডের স্বতন্ত্র আইসোটোপিক স্বাক্ষর সংরক্ষিত থাকে অনেক বছর ধরে।

    গবেষণার তথ্যমতে, বিশাল গ্রহ গঠনের সময় চারপাশের পরিবেশকে প্রভাবিত করে। সেই হিসেবে বৃহস্পতি গ্রহের প্রভাব সৌরজগতে এখনো বিদ্যমান। চিলির অ্যাটাকামা লার্জ মিলিমিটার-সাবমিলিমিটার অ্যারে টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতি গ্রহের আদি প্রভাবের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

    সুত্রঃ দৈনিক প্রথম আলো ।
    সূর্যের আকর্ষণ থেকে পৃথিবী রক্ষা পেয়েছিল যে গ্রহের প্রভাবে সৌরজগতে বিভিন্ন গ্রহ বিকাশের সময় সেগুলোর অবস্থা বেশ নাজুক ছিল। সে সময় বিশাল সূর্যের আকর্ষণে অনেক গ্রহই সূর্যের দিকে এগিয়েছে বা দূরে সরে গেছে। সৌরজগতে সূর্যের কাছাকাছি পৃথিবীর অবস্থান। আর তাই পৃথিবী বিকাশের সময় সূর্য আমাদের গ্রহকে নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন পৃথিবীকে রক্ষা করেছিল বৃহস্পতি গ্রহ। যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক গবেষণায় জানিয়েছেন, আকারে বড় বৃহস্পতি গ্রহ সৌরজগতের প্রাথমিক সময়কার গ্রহ তৈরির বলয়ে ফাঁকা স্থান তৈরি করেছিল। ফলে পৃথিবীর উপাদান সূর্যের দিকে চলে যাওয়া থেকে বিরত থাকে। সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে পৃথিবীকে রক্ষার এ তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণায় সৌরজগৎ বিকাশের শুরুর সময় বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় প্রভাব জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। দেখা গেছে, বৃহস্পতি যখন আকারে বড় হতে থাকে, তখন গ্রহটি অভ্যন্তরীণ সৌরজগতের দিকে গ্যাস ও ধূলিকণার প্রবাহকে বাধা দেয়। বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষশক্তি শুধু অভ্যন্তরীণ গ্রহের কক্ষপথকে স্থিতিশীল করতেই সাহায্য করেনি, বরং পুরো সৌরজগতের কাঠামোকেই প্রভাবিত করেছিল। রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানী আন্দ্রে ইজিডোরো জানিয়েছেন, বৃহস্পতি না থাকলে পৃথিবী সম্ভবত আজকের মতো হতো না। সৌরজগতের বিভাজন ও উল্কাপিণ্ডের চলাচলকে বৃহস্পতি নিয়ন্ত্রণ করে। বৃহস্পতি নিজে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সৌরবলয়ের মধ্যে একটি প্রশস্ত ফাঁকা স্থান তৈরি করে। এতে সৌরজগৎ অভ্যন্তরীণ ও বাইরের অঞ্চলে বিভক্ত হয়। এই বিভাজন দুটি অংশের উপাদানের মিশ্রণকে বাধা দেয়। ফলে উল্কাপিণ্ডের স্বতন্ত্র আইসোটোপিক স্বাক্ষর সংরক্ষিত থাকে অনেক বছর ধরে। গবেষণার তথ্যমতে, বিশাল গ্রহ গঠনের সময় চারপাশের পরিবেশকে প্রভাবিত করে। সেই হিসেবে বৃহস্পতি গ্রহের প্রভাব সৌরজগতে এখনো বিদ্যমান। চিলির অ্যাটাকামা লার্জ মিলিমিটার-সাবমিলিমিটার অ্যারে টেলিস্কোপের মাধ্যমে বৃহস্পতি গ্রহের আদি প্রভাবের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সুত্রঃ দৈনিক প্রথম আলো ।
    Like
    Love
    4
    · 4 Comments ·0 Shares ·261 Views ·0 Reviews
  • ২০৪৫ সালের মধ্যেই কোটি মানুষ স্বেচ্ছায় মহাকাশে বসবাস করবে: জেফ বেজোস

    অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মানবজাতির ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মহাকাশ অভিযান পৃথিবীকে ধ্বংসের দিকে নয়, বরং ‘সমৃদ্ধিশালী সভ্যতার’ দিকে এগোতে সাহায্য করবে। ইতালির টেক উইক ২০২৫ এ বক্তব্য দেওয়ার সময় বেজোস বলেন, বর্তমান সময়ে জীবিত থাকা মানুষদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, ততই অনেক নতুন সম্ভাবনার দিকে আমরা এগোচ্ছি।’

    জেফ বেজোসের দৃষ্টিতে, ২০৪৫ সালের মধ্যে মহাকাশে কোটি কোটি মানুষ বসবাস করতে পারে। তিনি বলেন, ‘পরবর্তী কয়েক দশকের মধ্যে আমার বিশ্বাস, মহাকাশে লাখ লাখ মানুষ বসবাস করবে। এই গতি খুব দ্রুত এগোবে।’ তবে তিনি যোগ করেন, এই মানুষগুলো সেখানে স্বেচ্ছায় বসবাস করবে।

    মহাকাশে শ্রমসাধ্য কাজ মানুষের হাতে না দিয়ে রোবটের মাধ্যমে সম্পন্ন করা হবে। বেজোস বলেন, ‘চাঁদ বা অন্য কোনো গ্রহে কোনো কাজ করতে হলে আমরা রোবট পাঠাতে পারব, যা মানুষের চেয়ে অনেক বেশি ব্যয়-সাশ্রয়ী হবে।’

    এআই নিয়ে মানুষের উদ্বেগকে তিনি প্রশান্ত করেছেন। বেজোস যুক্তি দিয়েছেন, প্রযুক্তিগত অগ্রগতি সবসময় মানুষের কল্যাণ বাড়িয়েছে। ‘সভ্যতার সমৃদ্ধি আমাদের আবিষ্কারের মাধ্যমে আসে। হাজার হাজার বছর আগে কেউ জোত প্রয়োগের আবিষ্কার করেছিল, তার ফলেই আমরা ধনী হয়েছি। এই ধারা চলবে এবং ভবিষ্যতেও আমাদের জীবনে সুবিধা আনবে।’

    উল্লেখযোগ্যভাবে, সব ধনকুবেররাই মহাকাশ নিয়ে এতটা আশাবাদী নন। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, বিশ্বের নেতাদের আগে পৃথিবীর সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত। তিনি পূর্বের এক সাক্ষাৎকারে বলেন, ‘মহাকাশ? আমাদের এখানে পৃথিবীতে অনেক কাজ আছে।’ তবে গেটসও এআই-এর সম্ভাব্য সুফলকে স্বীকার করেছেন। তিনি মনে করেন, এআই ভবিষ্যতে মানুষের কাজের সময় কমিয়ে দেবে এবং অবসর সময় বাড়াবে। ‘দূরদৃষ্টিতে দেখলে, জীবনের উদ্দেশ্য শুধুমাত্র চাকরি করা নয়,’ তিনি যোগ করেন।

    সুত্রঃ দৈনিক ইত্তেফাক ।
    ২০৪৫ সালের মধ্যেই কোটি মানুষ স্বেচ্ছায় মহাকাশে বসবাস করবে: জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মানবজাতির ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মহাকাশ অভিযান পৃথিবীকে ধ্বংসের দিকে নয়, বরং ‘সমৃদ্ধিশালী সভ্যতার’ দিকে এগোতে সাহায্য করবে। ইতালির টেক উইক ২০২৫ এ বক্তব্য দেওয়ার সময় বেজোস বলেন, বর্তমান সময়ে জীবিত থাকা মানুষদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, ততই অনেক নতুন সম্ভাবনার দিকে আমরা এগোচ্ছি।’ জেফ বেজোসের দৃষ্টিতে, ২০৪৫ সালের মধ্যে মহাকাশে কোটি কোটি মানুষ বসবাস করতে পারে। তিনি বলেন, ‘পরবর্তী কয়েক দশকের মধ্যে আমার বিশ্বাস, মহাকাশে লাখ লাখ মানুষ বসবাস করবে। এই গতি খুব দ্রুত এগোবে।’ তবে তিনি যোগ করেন, এই মানুষগুলো সেখানে স্বেচ্ছায় বসবাস করবে। মহাকাশে শ্রমসাধ্য কাজ মানুষের হাতে না দিয়ে রোবটের মাধ্যমে সম্পন্ন করা হবে। বেজোস বলেন, ‘চাঁদ বা অন্য কোনো গ্রহে কোনো কাজ করতে হলে আমরা রোবট পাঠাতে পারব, যা মানুষের চেয়ে অনেক বেশি ব্যয়-সাশ্রয়ী হবে।’ এআই নিয়ে মানুষের উদ্বেগকে তিনি প্রশান্ত করেছেন। বেজোস যুক্তি দিয়েছেন, প্রযুক্তিগত অগ্রগতি সবসময় মানুষের কল্যাণ বাড়িয়েছে। ‘সভ্যতার সমৃদ্ধি আমাদের আবিষ্কারের মাধ্যমে আসে। হাজার হাজার বছর আগে কেউ জোত প্রয়োগের আবিষ্কার করেছিল, তার ফলেই আমরা ধনী হয়েছি। এই ধারা চলবে এবং ভবিষ্যতেও আমাদের জীবনে সুবিধা আনবে।’ উল্লেখযোগ্যভাবে, সব ধনকুবেররাই মহাকাশ নিয়ে এতটা আশাবাদী নন। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, বিশ্বের নেতাদের আগে পৃথিবীর সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত। তিনি পূর্বের এক সাক্ষাৎকারে বলেন, ‘মহাকাশ? আমাদের এখানে পৃথিবীতে অনেক কাজ আছে।’ তবে গেটসও এআই-এর সম্ভাব্য সুফলকে স্বীকার করেছেন। তিনি মনে করেন, এআই ভবিষ্যতে মানুষের কাজের সময় কমিয়ে দেবে এবং অবসর সময় বাড়াবে। ‘দূরদৃষ্টিতে দেখলে, জীবনের উদ্দেশ্য শুধুমাত্র চাকরি করা নয়,’ তিনি যোগ করেন। সুত্রঃ দৈনিক ইত্তেফাক ।
    Like
    Love
    4
    · 1 Comments ·0 Shares ·219 Views ·0 Reviews
  • আপনার ওয়াইফাইয়ের গতি কমার কয়েকটি কারনঃ

    গাছের কারণে ওয়াইফাই স্লো হয় !!!!!
    ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, রাউটার যদি গাছের কাছাকাছি রাখা থাকে, তবে ইন্টারনেটের স্পিড উল্লেখযোগ্যভাবে কমতে পারে। গবেষকরা বলছেন, রাউটারকে গাছ থেকে সরিয়ে রাখলে নেটের গতি প্রায় এক তৃতীয়াংশ পর্যন্ত বাড়তে পারে।

    গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি এবং মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ বা প্রতিফলিত করে। এতে সিগন্যাল দুর্বল হয়ে যায় এবং নেট স্পিডে প্রভাব পড়ে। ছোট ফ্ল্যাট বা ঘরে অনেক গাছ থাকলে এই প্রভাব আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

    শুধু গাছ নয়, আরও কিছু কারণে স্পিড কমে

    বিশেষজ্ঞরা জানান, কেবল গাছই নয়, ঘরের দেয়াল, ছাদ বা পাশের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কও আপনার নেটের গতি কমাতে পারে। নেট ধীরগতির সমস্যায় পড়লে প্রথমে রাউটারের অবস্থান পরিবর্তন করা সবচেয়ে কার্যকর সমাধান। অনেক সময় শুধু রাউটার অন্য জায়গায় রাখলেই ইন্টারনেট স্পিডে বড় ধরনের উন্নতি দেখা যায়।

    রাউটার বসানোর সঠিক পদ্ধতি

    ১. রাউটার থেকে চারপাশে সমানভাবে সিগন্যাল ছড়ায়। তাই একেবারে বাম বা ডান কোণে বসালে ঘরের একপাশে সিগন্যাল দুর্বল হবে।

    ২. সর্বোত্তম ফল পেতে রাউটার বসাতে হবে ঘরের মাঝামাঝি জায়গায়।

    ৩. রাউটার সাধারণত শক্তিশালী সিগন্যাল নিচের দিকে পাঠায়। তাই এটি যতটা সম্ভব উঁচু স্থানে রাখা উচিত।

    ঘরের গাছ ও নেটওয়ার্কের অন্যান্য বাধা এড়িয়ে সঠিক স্থানে রাউটার বসানোই নেট স্পিড বজায় রাখার চাবিকাঠি।
    আপনার ওয়াইফাইয়ের গতি কমার কয়েকটি কারনঃ গাছের কারণে ওয়াইফাই স্লো হয় !!!!! ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, রাউটার যদি গাছের কাছাকাছি রাখা থাকে, তবে ইন্টারনেটের স্পিড উল্লেখযোগ্যভাবে কমতে পারে। গবেষকরা বলছেন, রাউটারকে গাছ থেকে সরিয়ে রাখলে নেটের গতি প্রায় এক তৃতীয়াংশ পর্যন্ত বাড়তে পারে। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি এবং মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ বা প্রতিফলিত করে। এতে সিগন্যাল দুর্বল হয়ে যায় এবং নেট স্পিডে প্রভাব পড়ে। ছোট ফ্ল্যাট বা ঘরে অনেক গাছ থাকলে এই প্রভাব আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। শুধু গাছ নয়, আরও কিছু কারণে স্পিড কমে বিশেষজ্ঞরা জানান, কেবল গাছই নয়, ঘরের দেয়াল, ছাদ বা পাশের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কও আপনার নেটের গতি কমাতে পারে। নেট ধীরগতির সমস্যায় পড়লে প্রথমে রাউটারের অবস্থান পরিবর্তন করা সবচেয়ে কার্যকর সমাধান। অনেক সময় শুধু রাউটার অন্য জায়গায় রাখলেই ইন্টারনেট স্পিডে বড় ধরনের উন্নতি দেখা যায়। রাউটার বসানোর সঠিক পদ্ধতি ১. রাউটার থেকে চারপাশে সমানভাবে সিগন্যাল ছড়ায়। তাই একেবারে বাম বা ডান কোণে বসালে ঘরের একপাশে সিগন্যাল দুর্বল হবে। ২. সর্বোত্তম ফল পেতে রাউটার বসাতে হবে ঘরের মাঝামাঝি জায়গায়। ৩. রাউটার সাধারণত শক্তিশালী সিগন্যাল নিচের দিকে পাঠায়। তাই এটি যতটা সম্ভব উঁচু স্থানে রাখা উচিত। ঘরের গাছ ও নেটওয়ার্কের অন্যান্য বাধা এড়িয়ে সঠিক স্থানে রাউটার বসানোই নেট স্পিড বজায় রাখার চাবিকাঠি।
    Like
    Love
    Haha
    7
    · 2 Comments ·0 Shares ·800 Views ·0 Reviews
  • অন্য মহাবিশ্ব থেকে আসছে ওয়ার্মহোলের সংকেত !!!

    ২০১৯ সালে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকারী দুটি আন্তর্জাতিক অবজারভেটরি—লাইগো ও ভার্গো—মহাবিশ্বে এক অদ্ভুত সংকেত ধরেছিল। নাম দেওয়া হয়েছিল GW190521। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এই সংকেত এসেছে দুটি মহাকায় কৃষ্ণগহ্বরের (ব্ল্যাকহোল) সংঘর্ষ থেকে। কিন্তু সম্প্রতি চীনের একদল বিজ্ঞানী প্রচলিত ধারণা উল্টে দিয়ে নতুন এক তত্ত্ব হাজির করেছেন। তাঁদের মতে, সংকেতটি আমাদের মহাবিশ্বের নয়, এসেছে অন্য এক মহাবিশ্বে ঘটা ব্ল্যাকহোলের সংঘর্ষের প্রতিধ্বনি হিসেবে।

    চীনের ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সের পদার্থবিদ কি লাই ও তাঁর সহকর্মীরা তাঁদের গবেষণাপত্রে দাবি করেছেন, সেই সংঘর্ষ এতই তীব্র ছিল যে, মুহূর্তের জন্য দুটি মহাবিশ্বের মধ্যে একটি ওয়ার্মহোল বা স্থান-কালের সেতু খুলে গিয়েছিল। সেই পথেই প্রতিধ্বনি আকারে সংকেতটি আমাদের যন্ত্রে ধরা পড়ে।

    গবেষণাটি সম্প্রতি arXiv প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। যদিও এটি এখনো অন্য বিজ্ঞানীদের দ্বারা পিয়ার-রিভিউ করা হয়নি।

    ২০১৯ সালের সংকেতটি নিয়ে প্রথম থেকেই রহস্য ছিল। সাধারণত দুটি ব্ল্যাকহোল সংঘর্ষের আগে একে অপরকে প্রদক্ষিণ করতে থাকে এবং তখন ধীরে ধীরে বাড়তে থাকা তরঙ্গের মাধ্যমে এক ধরনের ‘চির্প’ বা বাঁশির মতো শব্দ তৈরি হয়। কিন্তু GW190521–এর ক্ষেত্রে সেই প্রাথমিক চির্প একেবারেই অনুপস্থিত ছিল।

    সূর্যের চেয়ে ১৪২ গুণ ভারী দুটি ব্ল্যাকহোলের সংঘর্ষে এত সংক্ষিপ্ত সংকেত তৈরি হওয়া স্বাভাবিক নয়। এ কারণেই চীনা গবেষকরা গাণিতিক মডেল তৈরি করে দেখিয়েছেন, যদি অন্য মহাবিশ্বের সংঘর্ষের প্রতিধ্বনি কোনো ওয়ার্মহোল দিয়ে আসে এবং ওয়ার্মহোলটি দ্রুত ধসে পড়ে, তবে এমনই সংকেত তৈরি হতে পারে।

    গবেষকদের দাবি, তাঁদের মডেল থেকে যে তরঙ্গের পূর্বাভাস মেলে, তা লাইগো–ভার্গোতে ধরা পড়া সংকেতের সঙ্গে মিল রয়েছে। তবে তাঁরা স্বীকার করেছেন, এই মডেল প্রচলিত ধারণার চেয়ে মাত্র কিছুটা ভালো, একে চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে ধরা যাচ্ছে না।

    সুত্রঃ দৈনিক জনকণ্ঠ
    অন্য মহাবিশ্ব থেকে আসছে ওয়ার্মহোলের সংকেত !!! ২০১৯ সালে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকারী দুটি আন্তর্জাতিক অবজারভেটরি—লাইগো ও ভার্গো—মহাবিশ্বে এক অদ্ভুত সংকেত ধরেছিল। নাম দেওয়া হয়েছিল GW190521। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এই সংকেত এসেছে দুটি মহাকায় কৃষ্ণগহ্বরের (ব্ল্যাকহোল) সংঘর্ষ থেকে। কিন্তু সম্প্রতি চীনের একদল বিজ্ঞানী প্রচলিত ধারণা উল্টে দিয়ে নতুন এক তত্ত্ব হাজির করেছেন। তাঁদের মতে, সংকেতটি আমাদের মহাবিশ্বের নয়, এসেছে অন্য এক মহাবিশ্বে ঘটা ব্ল্যাকহোলের সংঘর্ষের প্রতিধ্বনি হিসেবে। চীনের ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সের পদার্থবিদ কি লাই ও তাঁর সহকর্মীরা তাঁদের গবেষণাপত্রে দাবি করেছেন, সেই সংঘর্ষ এতই তীব্র ছিল যে, মুহূর্তের জন্য দুটি মহাবিশ্বের মধ্যে একটি ওয়ার্মহোল বা স্থান-কালের সেতু খুলে গিয়েছিল। সেই পথেই প্রতিধ্বনি আকারে সংকেতটি আমাদের যন্ত্রে ধরা পড়ে। গবেষণাটি সম্প্রতি arXiv প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। যদিও এটি এখনো অন্য বিজ্ঞানীদের দ্বারা পিয়ার-রিভিউ করা হয়নি। ২০১৯ সালের সংকেতটি নিয়ে প্রথম থেকেই রহস্য ছিল। সাধারণত দুটি ব্ল্যাকহোল সংঘর্ষের আগে একে অপরকে প্রদক্ষিণ করতে থাকে এবং তখন ধীরে ধীরে বাড়তে থাকা তরঙ্গের মাধ্যমে এক ধরনের ‘চির্প’ বা বাঁশির মতো শব্দ তৈরি হয়। কিন্তু GW190521–এর ক্ষেত্রে সেই প্রাথমিক চির্প একেবারেই অনুপস্থিত ছিল। সূর্যের চেয়ে ১৪২ গুণ ভারী দুটি ব্ল্যাকহোলের সংঘর্ষে এত সংক্ষিপ্ত সংকেত তৈরি হওয়া স্বাভাবিক নয়। এ কারণেই চীনা গবেষকরা গাণিতিক মডেল তৈরি করে দেখিয়েছেন, যদি অন্য মহাবিশ্বের সংঘর্ষের প্রতিধ্বনি কোনো ওয়ার্মহোল দিয়ে আসে এবং ওয়ার্মহোলটি দ্রুত ধসে পড়ে, তবে এমনই সংকেত তৈরি হতে পারে। গবেষকদের দাবি, তাঁদের মডেল থেকে যে তরঙ্গের পূর্বাভাস মেলে, তা লাইগো–ভার্গোতে ধরা পড়া সংকেতের সঙ্গে মিল রয়েছে। তবে তাঁরা স্বীকার করেছেন, এই মডেল প্রচলিত ধারণার চেয়ে মাত্র কিছুটা ভালো, একে চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে ধরা যাচ্ছে না। সুত্রঃ দৈনিক জনকণ্ঠ
    Love
    Like
    3
    · 0 Comments ·0 Shares ·573 Views ·0 Reviews
  • চাঁদে আঘাত ঠেকাতে গ্রহাণু ধ্বংসের পরিকল্পনা বিজ্ঞানীদের

    ২০২৪ ওয়াইআর৪ নামের একটি গ্রহাণু ২০৩২ সালে চাঁদের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। আকারে প্রায় ৬০ মিটার চওড়া এই গ্রহাণু পৃথিবীর জন্য সরাসরি বড় হুমকি নয়। তবে চাঁদে আঘাত হানলে মহাকাশে গুরুতর সমস্যা তৈরি হতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, চাঁদে ধাক্কা লাগলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়বে। এতে উপগ্রহ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং পৃথিবীর মহাকাশ-সম্পদ ঝুঁকিতে পড়বে। এমনকি পৃথিবী থেকে দৃশ্যমান উল্কাবৃষ্টির মতো দৃশ্যও দেখা যেতে পারে।

    নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ব্রেন্ট বারবি নেতৃত্বাধীন একটি দল বিষয়টি নিয়ে গবেষণা করছে। তাদের মতে, প্রচলিত পরিকল্পনা অনুযায়ী গ্রহাণুর কক্ষপথ পরিবর্তনের চেষ্টা করলে উল্টো সেটি পৃথিবীর দিকেও আসতে পারে। তাছাড়া এর ভর ও গঠন সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় কক্ষপথ পরিবর্তন কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

    এ কারণে বিজ্ঞানীরা গ্রহাণু ধ্বংসের দিকে বেশি ঝুঁকছেন। প্রস্তাব দেওয়া হয়েছে, কাইনেটিক ডিসরাপশন মিশন চালিয়ে গ্রহাণুটিকে পারমাণবিক বিস্ফোরণে ভেঙে ফেলা। পরিকল্পনা অনুযায়ী, দুটি ১০০ কিলোটন শক্তির পারমাণবিক ডিভাইস পাঠানো হতে পারে। এর শক্তি ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার তুলনায় পাঁচ থেকে আট গুণ বেশি।

    বিজ্ঞানীরা ২০২৮ সালে গ্রহাণুর পৃথিবী-চাঁদ কক্ষপথের কাছাকাছি আসা সময়ে এর গতি ও গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান। এজন্য সাইক বা ওসিরিস-এপেক্সের মতো মহাকাশ মিশন ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে।

    সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।
    চাঁদে আঘাত ঠেকাতে গ্রহাণু ধ্বংসের পরিকল্পনা বিজ্ঞানীদের ২০২৪ ওয়াইআর৪ নামের একটি গ্রহাণু ২০৩২ সালে চাঁদের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। আকারে প্রায় ৬০ মিটার চওড়া এই গ্রহাণু পৃথিবীর জন্য সরাসরি বড় হুমকি নয়। তবে চাঁদে আঘাত হানলে মহাকাশে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, চাঁদে ধাক্কা লাগলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়বে। এতে উপগ্রহ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং পৃথিবীর মহাকাশ-সম্পদ ঝুঁকিতে পড়বে। এমনকি পৃথিবী থেকে দৃশ্যমান উল্কাবৃষ্টির মতো দৃশ্যও দেখা যেতে পারে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ব্রেন্ট বারবি নেতৃত্বাধীন একটি দল বিষয়টি নিয়ে গবেষণা করছে। তাদের মতে, প্রচলিত পরিকল্পনা অনুযায়ী গ্রহাণুর কক্ষপথ পরিবর্তনের চেষ্টা করলে উল্টো সেটি পৃথিবীর দিকেও আসতে পারে। তাছাড়া এর ভর ও গঠন সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় কক্ষপথ পরিবর্তন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এ কারণে বিজ্ঞানীরা গ্রহাণু ধ্বংসের দিকে বেশি ঝুঁকছেন। প্রস্তাব দেওয়া হয়েছে, কাইনেটিক ডিসরাপশন মিশন চালিয়ে গ্রহাণুটিকে পারমাণবিক বিস্ফোরণে ভেঙে ফেলা। পরিকল্পনা অনুযায়ী, দুটি ১০০ কিলোটন শক্তির পারমাণবিক ডিভাইস পাঠানো হতে পারে। এর শক্তি ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার তুলনায় পাঁচ থেকে আট গুণ বেশি। বিজ্ঞানীরা ২০২৮ সালে গ্রহাণুর পৃথিবী-চাঁদ কক্ষপথের কাছাকাছি আসা সময়ে এর গতি ও গঠন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে চান। এজন্য সাইক বা ওসিরিস-এপেক্সের মতো মহাকাশ মিশন ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন।
    Love
    Like
    3
    · 0 Comments ·0 Shares ·494 Views ·0 Reviews
  • উলটো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র

    পৃথিবীর ওপরে কী আছে, তা মানুষ সহজেই দেখতে পারে। কিন্তু ভূগর্ভের গভীরে কেন্দ্র পর্যন্ত যে বিশাল অজানা জগৎ লুকিয়ে আছে, তার সামান্য অংশই বিজ্ঞানীরা জানতে পেরেছেন। সম্প্রতি পাওয়া এক নতুন তথ্য এ নিয়ে সাড়া ফেলেছে।

    বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে, কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে। শুধু তাই নয়, কিছুদিন আগেই পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল। তারপর থেকেই এটি ঘুরছে উলটো মুখে। কী হতে পারে এর ফলে?

    সম্প্রতি নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে। ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে। গবেষকদের মতে, বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে—যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল। তারপর থেকেই এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে। সংবাদ সংস্থার খবরে আরও জানা যায়, চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য উন্মোচন করেছেন। তাদের মতে, গড়ে প্রতি ৩৫ বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে, যদিও কখনো কখনো এ ব্যবধান ৭০ বছর পর্যন্ত হতে পারে।

    প্রথমবার ১৯৭০-এর দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন নিয়ে ধারণা পান। তাদের অনুমান, আবারও ২০৪০ সালের মাঝামাঝি সময়ে পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন দিক পরিবর্তিত হতে পারে।


    উলটো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র পৃথিবীর ওপরে কী আছে, তা মানুষ সহজেই দেখতে পারে। কিন্তু ভূগর্ভের গভীরে কেন্দ্র পর্যন্ত যে বিশাল অজানা জগৎ লুকিয়ে আছে, তার সামান্য অংশই বিজ্ঞানীরা জানতে পেরেছেন। সম্প্রতি পাওয়া এক নতুন তথ্য এ নিয়ে সাড়া ফেলেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে, কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে। শুধু তাই নয়, কিছুদিন আগেই পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল। তারপর থেকেই এটি ঘুরছে উলটো মুখে। কী হতে পারে এর ফলে? সম্প্রতি নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে। ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে। গবেষকদের মতে, বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে—যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল। তারপর থেকেই এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে। সংবাদ সংস্থার খবরে আরও জানা যায়, চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য উন্মোচন করেছেন। তাদের মতে, গড়ে প্রতি ৩৫ বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে, যদিও কখনো কখনো এ ব্যবধান ৭০ বছর পর্যন্ত হতে পারে। প্রথমবার ১৯৭০-এর দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন নিয়ে ধারণা পান। তাদের অনুমান, আবারও ২০৪০ সালের মাঝামাঝি সময়ে পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন দিক পরিবর্তিত হতে পারে।
    Love
    Like
    3
    · 0 Comments ·0 Shares ·438 Views ·0 Reviews
  • উলটো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র

    পৃথিবীর ওপরে কী আছে, তা মানুষ সহজেই দেখতে পারে। কিন্তু ভূগর্ভের গভীরে কেন্দ্র পর্যন্ত যে বিশাল অজানা জগৎ লুকিয়ে আছে, তার সামান্য অংশই বিজ্ঞানীরা জানতে পেরেছেন। সম্প্রতি পাওয়া এক নতুন তথ্য এ নিয়ে সাড়া ফেলেছে।

    বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে, কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে। শুধু তাই নয়, কিছুদিন আগেই পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল। তারপর থেকেই এটি ঘুরছে উলটো মুখে। কী হতে পারে এর ফলে?

    সম্প্রতি নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে। ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে। গবেষকদের মতে, বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে—যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

    গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল। তারপর থেকেই এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে। সংবাদ সংস্থার খবরে আরও জানা যায়, চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য উন্মোচন করেছেন। তাদের মতে, গড়ে প্রতি ৩৫ বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে, যদিও কখনো কখনো এ ব্যবধান ৭০ বছর পর্যন্ত হতে পারে।

    প্রথমবার ১৯৭০-এর দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন নিয়ে ধারণা পান। তাদের অনুমান, আবারও ২০৪০ সালের মাঝামাঝি সময়ে পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন দিক পরিবর্তিত হতে পারে।

    উলটো দিকে ঘুরছে পৃথিবীর কেন্দ্র পৃথিবীর ওপরে কী আছে, তা মানুষ সহজেই দেখতে পারে। কিন্তু ভূগর্ভের গভীরে কেন্দ্র পর্যন্ত যে বিশাল অজানা জগৎ লুকিয়ে আছে, তার সামান্য অংশই বিজ্ঞানীরা জানতে পেরেছেন। সম্প্রতি পাওয়া এক নতুন তথ্য এ নিয়ে সাড়া ফেলেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে, কেন্দ্র ঘুরছে ঠিক তার বিপরীত অভিমুখে। শুধু তাই নয়, কিছুদিন আগেই পৃথিবীর কেন্দ্র ঘোরা থামিয়ে দিয়েছিল। তারপর থেকেই এটি ঘুরছে উলটো মুখে। কী হতে পারে এর ফলে? সম্প্রতি নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর কেন্দ্র একদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় এবং অল্প সময়ের মধ্যেই বিপরীত দিকে ঘুরতে শুরু করে। ঘটনাটি ঘটেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে। গবেষকদের মতে, বর্তমানে পৃথিবীর কেন্দ্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে—যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গবেষণায় বলা হয়েছে, ২০০৯ সালে পৃথিবীর কেন্দ্র হঠাৎ থেমে গিয়েছিল। তারপর থেকেই এটি উল্টো অভিমুখে ঘুরতে থাকে। সংবাদ সংস্থার খবরে আরও জানা যায়, চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্য উন্মোচন করেছেন। তাদের মতে, গড়ে প্রতি ৩৫ বছর অন্তর পৃথিবীর কেন্দ্র নিজের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে, যদিও কখনো কখনো এ ব্যবধান ৭০ বছর পর্যন্ত হতে পারে। প্রথমবার ১৯৭০-এর দশকের গোড়ার দিকে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন নিয়ে ধারণা পান। তাদের অনুমান, আবারও ২০৪০ সালের মাঝামাঝি সময়ে পৃথিবীর কেন্দ্রস্থলের ঘূর্ণন দিক পরিবর্তিত হতে পারে।
    Love
    Like
    3
    · 0 Comments ·0 Shares ·414 Views ·0 Reviews
Upgrade to Pro
Choose the Plan That's Right for You
Jono Sathi - Learn, Share, Earn Halal https://jonosathi.com
jonosathi
0%