এক কাপ চা ও কিছু কথা
বৃষ্টির সন্ধ্যা। টিনের চালের ওপর টুপটাপ শব্দ… সে এসে বললো, “চা খাবে?” আমি তাকিয়ে হাসলাম, “তুই বানালে তো চিরকাল খেতে পারি।”
সে চুপচাপ চলে গেল। ফিরে এলো এক কাপ চা নিয়ে, আর দু’চোখ ভরা না বলা কথা।
চা ঠান্ডা হচ্ছিল, কিন্তু সে গরম হয়ে উঠছিল ভেতরটা— বলতে পারছিল না ভালোবাসি, আমিও পারছিলাম না ধরে রাখতে হাতটা।
হয়তো সেই চায়ের কাপেই মিশে ছিল আমাদের না বলা অনুভবগুলো। আজো বৃষ্টি হলে, চায়ের কাপ হাতে তার কথা মনে পড়ে। সে নেই, চা আছে। ভালোবাসা নেই, কিন্তু স্মৃতি আছে।
#ভালোবাসা #অনুভব #চায়ের_কাপ #স্মৃতি
আপনি চাইলে গল্প বা পোস্ট চাইলে ফেসবুকে ফলো করতে পারেন :↓
https://www.facebook.com/share/1KaXAL68Kh/
বৃষ্টির সন্ধ্যা। টিনের চালের ওপর টুপটাপ শব্দ… সে এসে বললো, “চা খাবে?” আমি তাকিয়ে হাসলাম, “তুই বানালে তো চিরকাল খেতে পারি।”
সে চুপচাপ চলে গেল। ফিরে এলো এক কাপ চা নিয়ে, আর দু’চোখ ভরা না বলা কথা।
চা ঠান্ডা হচ্ছিল, কিন্তু সে গরম হয়ে উঠছিল ভেতরটা— বলতে পারছিল না ভালোবাসি, আমিও পারছিলাম না ধরে রাখতে হাতটা।
হয়তো সেই চায়ের কাপেই মিশে ছিল আমাদের না বলা অনুভবগুলো। আজো বৃষ্টি হলে, চায়ের কাপ হাতে তার কথা মনে পড়ে। সে নেই, চা আছে। ভালোবাসা নেই, কিন্তু স্মৃতি আছে।
#ভালোবাসা #অনুভব #চায়ের_কাপ #স্মৃতি
আপনি চাইলে গল্প বা পোস্ট চাইলে ফেসবুকে ফলো করতে পারেন :↓
https://www.facebook.com/share/1KaXAL68Kh/
এক কাপ চা ও কিছু কথা
বৃষ্টির সন্ধ্যা। টিনের চালের ওপর টুপটাপ শব্দ… সে এসে বললো, “চা খাবে?” আমি তাকিয়ে হাসলাম, “তুই বানালে তো চিরকাল খেতে পারি।”
সে চুপচাপ চলে গেল। ফিরে এলো এক কাপ চা নিয়ে, আর দু’চোখ ভরা না বলা কথা।
চা ঠান্ডা হচ্ছিল, কিন্তু সে গরম হয়ে উঠছিল ভেতরটা— বলতে পারছিল না ভালোবাসি, আমিও পারছিলাম না ধরে রাখতে হাতটা।
হয়তো সেই চায়ের কাপেই মিশে ছিল আমাদের না বলা অনুভবগুলো। আজো বৃষ্টি হলে, চায়ের কাপ হাতে তার কথা মনে পড়ে। সে নেই, চা আছে। ভালোবাসা নেই, কিন্তু স্মৃতি আছে।
#ভালোবাসা #অনুভব #চায়ের_কাপ #স্মৃতি
আপনি চাইলে গল্প বা পোস্ট চাইলে ফেসবুকে ফলো করতে পারেন :↓
https://www.facebook.com/share/1KaXAL68Kh/

·45 Ansichten
·0 Vorschau