বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য নিচের করণীয়গুলো মেনে চলা উচিত:
বাইরে থাকলে:
1. খোলা জায়গা এড়িয়ে চলুন — মাঠ, খেত, উঁচু স্থান, নদী বা জলাশয়ের পাশে না থাকাই ভালো।
2. গাছের নিচে দাঁড়াবেন না — বজ্রপাত গাছের ওপর পড়তে পারে এবং এর প্রভাবে আশেপাশে থাকা মানুষ ঝুঁকিতে পড়তে পারেন।
3. লোহা জাতীয় বস্তু থেকে দূরে থাকুন — যেমন সাইকেল, মোটরসাইকেল, রেল লাইন ইত্যাদি।
4. ভিজা বা পানিতে দাঁড়াবেন না — বজ্রপাত পানির মাধ্যমে দ্রুত প্রবাহিত হতে পারে।
ঘরে থাকলে:
1. ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ করুন — টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি থেকে দূরে থাকুন।
2. ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করুন — মোবাইল চার্জ দেয়া বন্ধ করুন, বৈদ্যুতিক প্লাগ খুলে রাখুন।
3. জানালা ও দরজা বন্ধ রাখুন — বজ্রপাতের আলো ও শব্দের প্রভাব কমানোর জন্য।
অতিরিক্ত পরামর্শ:
বজ্রপাতের সময় যদি গুনগুন শব্দ শুনতে পান বা গায়ের লোম খাড়া হয়ে যায়, নিচু হয়ে মাটিতে বসে পড়ুন এবং হাত দিয়ে কান ঢেকে রাখুন। শুয়ে পড়বেন না।
বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য নিচের করণীয়গুলো মেনে চলা উচিত:
বাইরে থাকলে:
1. খোলা জায়গা এড়িয়ে চলুন — মাঠ, খেত, উঁচু স্থান, নদী বা জলাশয়ের পাশে না থাকাই ভালো।
2. গাছের নিচে দাঁড়াবেন না — বজ্রপাত গাছের ওপর পড়তে পারে এবং এর প্রভাবে আশেপাশে থাকা মানুষ ঝুঁকিতে পড়তে পারেন।
3. লোহা জাতীয় বস্তু থেকে দূরে থাকুন — যেমন সাইকেল, মোটরসাইকেল, রেল লাইন ইত্যাদি।
4. ভিজা বা পানিতে দাঁড়াবেন না — বজ্রপাত পানির মাধ্যমে দ্রুত প্রবাহিত হতে পারে।
ঘরে থাকলে:
1. ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ করুন — টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদি থেকে দূরে থাকুন।
2. ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করুন — মোবাইল চার্জ দেয়া বন্ধ করুন, বৈদ্যুতিক প্লাগ খুলে রাখুন।
3. জানালা ও দরজা বন্ধ রাখুন — বজ্রপাতের আলো ও শব্দের প্রভাব কমানোর জন্য।
অতিরিক্ত পরামর্শ:
বজ্রপাতের সময় যদি গুনগুন শব্দ শুনতে পান বা গায়ের লোম খাড়া হয়ে যায়, নিচু হয়ে মাটিতে বসে পড়ুন এবং হাত দিয়ে কান ঢেকে রাখুন। শুয়ে পড়বেন না।
·23 Visualizações
·0 Anterior