শূন্যতার ছায়া
নীরব রাতের নিঃশব্দ কান্না,
ভাঙা স্বপ্নের নিরব জান্না।
হারানো দিনের স্মৃতির রেখা,
মনটা আজও খুঁজে ফেরে দেখা।
ঝরেপড়া পাতার মতো স্বপ্নগুলো,
ধীরে ধীরে মিশে যায় অতল ছলো।
যার কথা ভেবে ভিজে চোখের পাতা,
সে আজ অন্য কারো সাথেই বাঁচে কথা।
চাঁদের আলোয় আঁকা একলা পথ,
ভেতরে জমে থাকা অগণিত ক্ষত।
ভালোবাসা যদি এমনই হতো ভুল,
তবে কেন জ্বলে ওঠে হৃদয়জ্বল ফুল
নীরব রাতের নিঃশব্দ কান্না,
ভাঙা স্বপ্নের নিরব জান্না।
হারানো দিনের স্মৃতির রেখা,
মনটা আজও খুঁজে ফেরে দেখা।
ঝরেপড়া পাতার মতো স্বপ্নগুলো,
ধীরে ধীরে মিশে যায় অতল ছলো।
যার কথা ভেবে ভিজে চোখের পাতা,
সে আজ অন্য কারো সাথেই বাঁচে কথা।
চাঁদের আলোয় আঁকা একলা পথ,
ভেতরে জমে থাকা অগণিত ক্ষত।
ভালোবাসা যদি এমনই হতো ভুল,
তবে কেন জ্বলে ওঠে হৃদয়জ্বল ফুল
শূন্যতার ছায়া
নীরব রাতের নিঃশব্দ কান্না,
ভাঙা স্বপ্নের নিরব জান্না।
হারানো দিনের স্মৃতির রেখা,
মনটা আজও খুঁজে ফেরে দেখা।
ঝরেপড়া পাতার মতো স্বপ্নগুলো,
ধীরে ধীরে মিশে যায় অতল ছলো।
যার কথা ভেবে ভিজে চোখের পাতা,
সে আজ অন্য কারো সাথেই বাঁচে কথা।
চাঁদের আলোয় আঁকা একলা পথ,
ভেতরে জমে থাকা অগণিত ক্ষত।
ভালোবাসা যদি এমনই হতো ভুল,
তবে কেন জ্বলে ওঠে হৃদয়জ্বল ফুল
·9 Views
·0 previzualizare