বাংলাদেশের নবনির্বাচিত টি-টোয়েন্টি অধিনায়ক সম্প্রতি খেলাযোগকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ পরিষ্কারভাবে কিছু কথা বলেছেন, যেটা শুনে মনে হচ্ছে দলটিকে নিয়ে ভালো পরিকল্পনার পথে হাঁটতে চাইছেন তিনি। আমি সবসময়ই বলে আসছি, লিটনের ক্রিকেটীয় মেধা দেশের অন্যতম সেরা। সেটার প্রতিফলন দেখা যায় তার বেশ কিছু ইন্টারভিউতেও।
এই সাক্ষাৎকারে লিটন বলেছেন, টি-টোয়েন্টি দলে এমন ব্যাটার দরকার যাদের মাইন্ডসেট হবে—প্রথম ১০ রানে দুই ওপেনার আউট হলেও কেউ যেন ২৫ বলে ৫০ করে দলকে টেনে নিতে পারে। বিশ্ব ক্রিকেটে এখন এটাই ট্রেন্ড। বড় দলগুলোতে দেখা যায়, উইকেট পড়লেও কাউন্টার চার্জ করে রান বাড়ানোর তাগিদ থাকে। লিটন সেটাই বলছেন।
তার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বেশ দারুণ হবে। হ্যাঁ, শুরুতে কিছুটা সময় লাগতে পারে মানিয়ে নিতে। তবে একবার সেট হলে এটি বাংলাদেশের জন্য দারুণ কিছু বয়ে আনতে পারে।
(#লিটন, #LKD, #BDCricket, #BangladeshCricket, #TeamLitton)
এই সাক্ষাৎকারে লিটন বলেছেন, টি-টোয়েন্টি দলে এমন ব্যাটার দরকার যাদের মাইন্ডসেট হবে—প্রথম ১০ রানে দুই ওপেনার আউট হলেও কেউ যেন ২৫ বলে ৫০ করে দলকে টেনে নিতে পারে। বিশ্ব ক্রিকেটে এখন এটাই ট্রেন্ড। বড় দলগুলোতে দেখা যায়, উইকেট পড়লেও কাউন্টার চার্জ করে রান বাড়ানোর তাগিদ থাকে। লিটন সেটাই বলছেন।
তার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বেশ দারুণ হবে। হ্যাঁ, শুরুতে কিছুটা সময় লাগতে পারে মানিয়ে নিতে। তবে একবার সেট হলে এটি বাংলাদেশের জন্য দারুণ কিছু বয়ে আনতে পারে।
(#লিটন, #LKD, #BDCricket, #BangladeshCricket, #TeamLitton)
বাংলাদেশের নবনির্বাচিত টি-টোয়েন্টি অধিনায়ক সম্প্রতি খেলাযোগকে দেওয়া এক সাক্ষাৎকারে বেশ পরিষ্কারভাবে কিছু কথা বলেছেন, যেটা শুনে মনে হচ্ছে দলটিকে নিয়ে ভালো পরিকল্পনার পথে হাঁটতে চাইছেন তিনি। আমি সবসময়ই বলে আসছি, লিটনের ক্রিকেটীয় মেধা দেশের অন্যতম সেরা। সেটার প্রতিফলন দেখা যায় তার বেশ কিছু ইন্টারভিউতেও।
এই সাক্ষাৎকারে লিটন বলেছেন, টি-টোয়েন্টি দলে এমন ব্যাটার দরকার যাদের মাইন্ডসেট হবে—প্রথম ১০ রানে দুই ওপেনার আউট হলেও কেউ যেন ২৫ বলে ৫০ করে দলকে টেনে নিতে পারে। বিশ্ব ক্রিকেটে এখন এটাই ট্রেন্ড। বড় দলগুলোতে দেখা যায়, উইকেট পড়লেও কাউন্টার চার্জ করে রান বাড়ানোর তাগিদ থাকে। লিটন সেটাই বলছেন।
তার এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বেশ দারুণ হবে। হ্যাঁ, শুরুতে কিছুটা সময় লাগতে পারে মানিয়ে নিতে। তবে একবার সেট হলে এটি বাংলাদেশের জন্য দারুণ কিছু বয়ে আনতে পারে।
(#লিটন, #LKD, #BDCricket, #BangladeshCricket, #TeamLitton)

·18 Views
·0 Vista previa