আজকে একটা ছোট ঘটনা বলি—
বাসে উঠার সময় এক বৃদ্ধ লোক ভাড়া দিতে পারছিলেন না। হেলপার বলল, “পেছনে গিয়ে দাঁড়ান চাচা।”
আমি এগিয়ে গিয়ে বললাম, “চাচা, আমি দিচ্ছি ভাড়া।”
চোখ ভিজে উঠলো তাঁর। বললেন, “বাবা, মানুষ এখনো মরে যায় নাই।”
তখনই বুঝলাম—দেশ বদলাতে চাইলে বড় কিছু না, ছোট ছোট ভালোবাসা দরকার।
একটু সহানুভূতি, একটু শ্রদ্ধা, একটু মানুষ হওয়া—এইতো আসল বিপ্লব।
আপনি কি কখনো এমন কিছু করেছেন? কমেন্টে লিখে জানান, হয়তো আপনার গল্প বদলে দেবে আরেকজনের জীবন।
#মানুষহোন
#ভালোবাসা
#jonosathi #BangladeshHope
আজকে একটা ছোট ঘটনা বলি—
বাসে উঠার সময় এক বৃদ্ধ লোক ভাড়া দিতে পারছিলেন না। হেলপার বলল, “পেছনে গিয়ে দাঁড়ান চাচা।”
আমি এগিয়ে গিয়ে বললাম, “চাচা, আমি দিচ্ছি ভাড়া।”
চোখ ভিজে উঠলো তাঁর। বললেন, “বাবা, মানুষ এখনো মরে যায় নাই।”
তখনই বুঝলাম—দেশ বদলাতে চাইলে বড় কিছু না, ছোট ছোট ভালোবাসা দরকার।
একটু সহানুভূতি, একটু শ্রদ্ধা, একটু মানুষ হওয়া—এইতো আসল বিপ্লব।
আপনি কি কখনো এমন কিছু করেছেন? কমেন্টে লিখে জানান, হয়তো আপনার গল্প বদলে দেবে আরেকজনের জীবন।
#মানুষহোন #ভালোবাসা #jonosathi #BangladeshHope