মিয়াজাকি–আমেরিকান বিউটিসহ শখের বাগানটিতে আছে ৫০ জাতের আম
বাগানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি আমগাছ। প্রতিটি ডালে ঝুলছে বাহারি আম। কোনোটি গাঢ় লাল, যেন পাকা কাশ্মীরি আপেল। কোনোটার ওপরে হালকা লাল, নিচে সবুজ। কোনোটি আবার ম্লান হলুদ, চোখে লাগার মতো মোলায়েম। আবার কোনোটি বেগুনি-সবুজে ছোপ ছোপ, মনে হয় যেন হাতে আঁকা।
আমগুলো শুধু রঙেই আলাদা নয়, আকারেও বৈচিত্র্যময়। ছোট, লম্বা, মোটা, গোল কিংবা পাতলা—একেকটা একেক ঢঙের। কারও গায়ে চকচকে পলিশ, কারও গায়ে রুক্ষতা। আমের স্বাদেও রয়েছে ভিন্নতা। এই দৃশ্য নড়াইল শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের ‘মাহিন কানন-২’ নামের এক বাগানের।
#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
বাগানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি আমগাছ। প্রতিটি ডালে ঝুলছে বাহারি আম। কোনোটি গাঢ় লাল, যেন পাকা কাশ্মীরি আপেল। কোনোটার ওপরে হালকা লাল, নিচে সবুজ। কোনোটি আবার ম্লান হলুদ, চোখে লাগার মতো মোলায়েম। আবার কোনোটি বেগুনি-সবুজে ছোপ ছোপ, মনে হয় যেন হাতে আঁকা।
আমগুলো শুধু রঙেই আলাদা নয়, আকারেও বৈচিত্র্যময়। ছোট, লম্বা, মোটা, গোল কিংবা পাতলা—একেকটা একেক ঢঙের। কারও গায়ে চকচকে পলিশ, কারও গায়ে রুক্ষতা। আমের স্বাদেও রয়েছে ভিন্নতা। এই দৃশ্য নড়াইল শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের ‘মাহিন কানন-২’ নামের এক বাগানের।
#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
মিয়াজাকি–আমেরিকান বিউটিসহ শখের বাগানটিতে আছে ৫০ জাতের আম
বাগানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি আমগাছ। প্রতিটি ডালে ঝুলছে বাহারি আম। কোনোটি গাঢ় লাল, যেন পাকা কাশ্মীরি আপেল। কোনোটার ওপরে হালকা লাল, নিচে সবুজ। কোনোটি আবার ম্লান হলুদ, চোখে লাগার মতো মোলায়েম। আবার কোনোটি বেগুনি-সবুজে ছোপ ছোপ, মনে হয় যেন হাতে আঁকা।
আমগুলো শুধু রঙেই আলাদা নয়, আকারেও বৈচিত্র্যময়। ছোট, লম্বা, মোটা, গোল কিংবা পাতলা—একেকটা একেক ঢঙের। কারও গায়ে চকচকে পলিশ, কারও গায়ে রুক্ষতা। আমের স্বাদেও রয়েছে ভিন্নতা। এই দৃশ্য নড়াইল শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের ‘মাহিন কানন-২’ নামের এক বাগানের।
#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
