সরকার এখন বলতেছে, লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে।
এতোদিন তাইলে গুরুত্বের সাথে বিবেচনা করলো না কেন?
বিবেচনা, আলোচনা অনেক হইছে, এইবার নিষিদ্ধ করেন।
নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক। বিচারের মাধ্যমে নিষিদ্ধ হোক। নির্বাচিত সরকার এসে সাংবিধানিকভাবেও নিষিদ্ধ করুক।
আওয়ামীলীগের চ্যাপ্টার ক্লোজ করতেই হবে। তিনদিক থেকেই।
বিকেল থেকে শাহবাগ আর উত্তরা ব্লক করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।
যমুনায় বানানো মঞ্চটা ভেঙে দেন। মঞ্চ বানালেই সেই মঞ্চ দখলের রাজনীতি শুরু হবে, যা আমরা চাই না। জুলাইতে কোন মঞ্চ লাগে নাই,এখনও লাগবে না।
বিএনপি আর বাম দলগুলোকে আহ্বান জানাই, এই আন্দোলনে একাত্মতা পোষণ করুন। অন্তত আওয়ামীলীগ প্রশ্নে জুলাই এর ঐক্যটা ধরে রাখেন।
সরকার বা আসিফ নজরুলদের আশ্বাসে আন্দোলন উইথড্র করা যাবে না। এবার আন্দোলন উইথড্র করলে পরেরবার কাউকে ডাকলেও আর পাবেন না।
সরকার আপনাদেরকে এবারের মতো বাড়ি পাঠাতে পারলে এরপর আর কখনোই এমন চাপ তৈরি করতে পারবেন না।
প্রধান উপদেষ্টা বলতেছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। উনার এই বক্তব্যের নিন্দা জানাই। দেশটা তো রাজনৈতিক দলগুলোর না। জনগণের মতামত নিয়ে কনফিউশন থাকলে গণভোট দেন, মানুষ আবারও আওয়ামীলীগের বিরুদ্ধে তাদের মতামত দেবে।
বাট রাজনৈতিক দলগুলোর মতামতের কাছে আমাদের জীবন কেন বর্গা দিচ্ছেন?
#Sadiqur Rahaman Khan
সরকার এখন বলতেছে, লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করবে।
এতোদিন তাইলে গুরুত্বের সাথে বিবেচনা করলো না কেন?
বিবেচনা, আলোচনা অনেক হইছে, এইবার নিষিদ্ধ করেন।
নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক। বিচারের মাধ্যমে নিষিদ্ধ হোক। নির্বাচিত সরকার এসে সাংবিধানিকভাবেও নিষিদ্ধ করুক।
আওয়ামীলীগের চ্যাপ্টার ক্লোজ করতেই হবে। তিনদিক থেকেই।
বিকেল থেকে শাহবাগ আর উত্তরা ব্লক করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য।
যমুনায় বানানো মঞ্চটা ভেঙে দেন। মঞ্চ বানালেই সেই মঞ্চ দখলের রাজনীতি শুরু হবে, যা আমরা চাই না। জুলাইতে কোন মঞ্চ লাগে নাই,এখনও লাগবে না।
বিএনপি আর বাম দলগুলোকে আহ্বান জানাই, এই আন্দোলনে একাত্মতা পোষণ করুন। অন্তত আওয়ামীলীগ প্রশ্নে জুলাই এর ঐক্যটা ধরে রাখেন।
সরকার বা আসিফ নজরুলদের আশ্বাসে আন্দোলন উইথড্র করা যাবে না। এবার আন্দোলন উইথড্র করলে পরেরবার কাউকে ডাকলেও আর পাবেন না।
সরকার আপনাদেরকে এবারের মতো বাড়ি পাঠাতে পারলে এরপর আর কখনোই এমন চাপ তৈরি করতে পারবেন না।
প্রধান উপদেষ্টা বলতেছেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। উনার এই বক্তব্যের নিন্দা জানাই। দেশটা তো রাজনৈতিক দলগুলোর না। জনগণের মতামত নিয়ে কনফিউশন থাকলে গণভোট দেন, মানুষ আবারও আওয়ামীলীগের বিরুদ্ধে তাদের মতামত দেবে।
বাট রাজনৈতিক দলগুলোর মতামতের কাছে আমাদের জীবন কেন বর্গা দিচ্ছেন?
#Sadiqur Rahaman Khan