𝗠 𝗢 𝗠  𝗜 𝗡 ツ
𝗠 𝗢 𝗠  𝗜 𝗡 ツ

@Momin

হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে নাহ!

আল্লাহর উপর বিশ্বাস রাখো,

সময় মতো সব আশা পুরণ হবে!!

ইনশাআল্লাহ!!🥰
৪২ Posts
৩৭ Photos
Recent Updates
  • একটি বাস্তব ঘটনা, যা প্রতিটি সন্তানের জানা উচিত...

    একজন ছিলেন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
    তাঁর তিনটি ছেলে — রাজকীয় জীবনে অভ্যস্ত, সব সুবিধা ছিল হাতের মুঠোয়।
    সব বলত, "আমাদের বাবা তো ২২ গ্রেডের অফিসার!"
    এক ফোনেই কাজ হয়ে যেত, সম্মান ছিল আকাশচুম্বী।

    কিন্তু সময় বদলালো।
    চাকরি শেষ হলো, নামের সঙ্গে যোগ হলো “অবসরপ্রাপ্ত”।
    আর সন্তানেরা সেই ‘বাবা’কে ধীরে ধীরে ভুলে গেল...

    বাবা অসুস্থ হয়ে পড়লেন, হাঁটাচলা বা কথা বলার ক্ষমতা হারালেন।
    সন্তানরা বলল, “এভাবে পড়ে থাকা আর ভালো লাগে না।”
    বাড়ি ভাগ, সম্পত্তি ভাগের পরিকল্পনা শুরু হলো।
    আর বাবার দেখভালের জন্য এক নওকর রাখা হলো — মাসে বিশ হাজার টাকায়।

    এরপর ছেলেরা গেল ছুটিতে — কেউ ফ্রান্স, কেউ লন্ডন, কেউ প্যারিস।
    সবার পরিচয়: “আমি ২২ গ্রেডের অফিসারের ছেলে!”

    কিন্তু সেই বাবা?
    একঘরে বন্দি, নিঃসঙ্গ, শয্যাশায়ী।

    একদিন নওকর দুর্ঘটনায় পড়ল।
    চাবিসহ হাসপাতালে ভর্তি, কোমায় চলে গেল।

    আর বাবা?
    তিন মাস ধরে ঘরের মধ্যে তালাবন্দি হয়ে পড়ে রইলেন —
    নড়তে পারেন না, কাউকে ডাকতেও পারেন না...

    তিন মাস পর সন্তানরা ফিরে এসে তালা ভাঙল —
    আর ভেতরে পেল বাবার গলিত মরদেহ!

    ---

    প্রিয় ভাই ও বোনেরা,
    এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়।
    আমরা সন্তানদের জন্য দিন-রাত পরিশ্রম করি, হালাল-হারামের তোয়াক্কা না করে টাকা জমাই,
    ভবিষ্যৎ গড়ি —
    কিন্তু শিক্ষা কী দিচ্ছি?

    যদি সন্তানদের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকে,
    তাহলে এমন পরিণতি যে কারও হতে পারে।

    তাই এখনই সময় —
    বাবা-মায়ের মর্যাদা বোঝানো,
    তাদের সেবা করা শেখানো।

    #jonosathi
    একটি বাস্তব ঘটনা, যা প্রতিটি সন্তানের জানা উচিত... একজন ছিলেন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাঁর তিনটি ছেলে — রাজকীয় জীবনে অভ্যস্ত, সব সুবিধা ছিল হাতের মুঠোয়। সব বলত, "আমাদের বাবা তো ২২ গ্রেডের অফিসার!" এক ফোনেই কাজ হয়ে যেত, সম্মান ছিল আকাশচুম্বী। কিন্তু সময় বদলালো। চাকরি শেষ হলো, নামের সঙ্গে যোগ হলো “অবসরপ্রাপ্ত”। আর সন্তানেরা সেই ‘বাবা’কে ধীরে ধীরে ভুলে গেল... বাবা অসুস্থ হয়ে পড়লেন, হাঁটাচলা বা কথা বলার ক্ষমতা হারালেন। সন্তানরা বলল, “এভাবে পড়ে থাকা আর ভালো লাগে না।” বাড়ি ভাগ, সম্পত্তি ভাগের পরিকল্পনা শুরু হলো। আর বাবার দেখভালের জন্য এক নওকর রাখা হলো — মাসে বিশ হাজার টাকায়। এরপর ছেলেরা গেল ছুটিতে — কেউ ফ্রান্স, কেউ লন্ডন, কেউ প্যারিস। সবার পরিচয়: “আমি ২২ গ্রেডের অফিসারের ছেলে!” কিন্তু সেই বাবা? একঘরে বন্দি, নিঃসঙ্গ, শয্যাশায়ী। একদিন নওকর দুর্ঘটনায় পড়ল। চাবিসহ হাসপাতালে ভর্তি, কোমায় চলে গেল। আর বাবা? তিন মাস ধরে ঘরের মধ্যে তালাবন্দি হয়ে পড়ে রইলেন — নড়তে পারেন না, কাউকে ডাকতেও পারেন না... তিন মাস পর সন্তানরা ফিরে এসে তালা ভাঙল — আর ভেতরে পেল বাবার গলিত মরদেহ! --- প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়। আমরা সন্তানদের জন্য দিন-রাত পরিশ্রম করি, হালাল-হারামের তোয়াক্কা না করে টাকা জমাই, ভবিষ্যৎ গড়ি — কিন্তু শিক্ষা কী দিচ্ছি? যদি সন্তানদের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে এমন পরিণতি যে কারও হতে পারে। তাই এখনই সময় — বাবা-মায়ের মর্যাদা বোঝানো, তাদের সেবা করা শেখানো। #jonosathi
    Love
    Like
    Haha
    Sad
    ১০
    · ০ Comments ·০ Shares ·২২৩ Views ·০ Reviews
  • ♦️ স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বললো: বাহ! কী চমৎকার ভালোবাসার দৃশ্য! দেখো! কত মহব্বত এদের মধ্যে।
    .
    এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে, দেখলো সিংহটা খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল: আহারে! ভালোবাসার কী নির্মম পরিণতি
    স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাটছিল।

    এবার নীরবতা ভঙ্গ করে বলল: ধরো! এই পাথরের টুকরোটা সিংহীটার দিকে ছুঁড়ে মারো আর দেখো কী ঘটে!

    মহিলাটি যখন পাথরের টুকরোটা সিংহীর দিকে ছুঁড়ে মারলো, সাথে-সাথে সিংহটা ক্ষিপ্ত হয়ে সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল।

    তারপর স্বামী বললোঃ এবার চলো বানরের খাঁচার দিকে... নাও পাথরের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো আর দেখ কী ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করবে যে, সে কি করে..

    স্ত্রী পাথরের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই ছেলে বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গীনির দিকে ফিরেও তাকাল না।

    এবার স্বামী বলল: শোন, তুমি যা চোখে দেখো আর মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে সবসময় প্রভাবিত হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট ও মিথ্যা আবেগ-অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে যার পুরোটাই অভিনয় এবং লোক দেখানো হয়।

    আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ-ভালোবাসা লুকিয়ে রাখে বা প্রকাশ করতে পারেনা.. তাদের ভালোবাসা কিন্তু অনেক গভীর হয়। লোক দেখানো হয় না!!

    আজকাল সমাজে সিংহের চেয়ে এই বানরদের সংখ্যাটাই অধিক!
    ♦️ স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গীনির সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বললো: বাহ! কী চমৎকার ভালোবাসার দৃশ্য! দেখো! কত মহব্বত এদের মধ্যে। . এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে, দেখলো সিংহটা খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহীটাও অদূরে অন্য দিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল: আহারে! ভালোবাসার কী নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বলল: ধরো! এই পাথরের টুকরোটা সিংহীটার দিকে ছুঁড়ে মারো আর দেখো কী ঘটে! মহিলাটি যখন পাথরের টুকরোটা সিংহীর দিকে ছুঁড়ে মারলো, সাথে-সাথে সিংহটা ক্ষিপ্ত হয়ে সঙ্গীনিকে বাঁচানোর জন্য গর্জে উঠল। তারপর স্বামী বললোঃ এবার চলো বানরের খাঁচার দিকে... নাও পাথরের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো আর দেখ কী ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করবে যে, সে কি করে.. স্ত্রী পাথরের টুকরোটা মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই ছেলে বানরটা আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল। সঙ্গীনির দিকে ফিরেও তাকাল না। এবার স্বামী বলল: শোন, তুমি যা চোখে দেখো আর মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে সবসময় প্রভাবিত হয়ে যেয়ো না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট ও মিথ্যা আবেগ-অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে যার পুরোটাই অভিনয় এবং লোক দেখানো হয়। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ-ভালোবাসা লুকিয়ে রাখে বা প্রকাশ করতে পারেনা.. তাদের ভালোবাসা কিন্তু অনেক গভীর হয়। লোক দেখানো হয় না!! আজকাল সমাজে সিংহের চেয়ে এই বানরদের সংখ্যাটাই অধিক!
    Love
    Like
    ১০
    · ০ Comments ·০ Shares ·২১৫ Views ·০ Reviews
  • অসুস্থ বউ মা*রা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করল, 'আচ্ছা, আমি মা*রা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবা?
    স্বামী ও বলে দিলো যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে যাবেনা ততদিন পর্যন্ত।
    কয়েকদিন পর বউ মা*রা গেলো।
    প্রতিদিন স্বামী তার বউয়ের কবর জিয়ারত করতে যেতো কিন্তু ভিজা মাটি এতদিন হয়ে যায় শুকায় না। স্বামী ভাবছে এটা কিভাবে সম্ভব?
    একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেটে যাচ্ছিলো।
    সে দেখলো তার শা*লাবাবু বোনের কবরের ঐখান থেকে আসছে। তার হাতে খালি একটা বালতি।
    সে শালাকে প্রশ্ন করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস?
    শালা বললো ''আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গেছিলো প্রতিদিন উনার কবরে পানি ঢালতে। এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে''।
    Moral of the story: "A wife will never share her Husband even after her death."💝
    একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দেন না; এমনকি তার মৃ*ত্যুর পরেও না!
    #everyonefollowers #collected #jonosathi #viral #trending #foryou
    অসুস্থ বউ মা*রা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করল, 'আচ্ছা, আমি মা*রা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবা? স্বামী ও বলে দিলো যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে যাবেনা ততদিন পর্যন্ত। কয়েকদিন পর বউ মা*রা গেলো। প্রতিদিন স্বামী তার বউয়ের কবর জিয়ারত করতে যেতো কিন্তু ভিজা মাটি এতদিন হয়ে যায় শুকায় না। স্বামী ভাবছে এটা কিভাবে সম্ভব? একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেটে যাচ্ছিলো। সে দেখলো তার শা*লাবাবু বোনের কবরের ঐখান থেকে আসছে। তার হাতে খালি একটা বালতি। সে শালাকে প্রশ্ন করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস? শালা বললো ''আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গেছিলো প্রতিদিন উনার কবরে পানি ঢালতে। এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে''। Moral of the story: "A wife will never share her Husband even after her death."💝 একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দেন না; এমনকি তার মৃ*ত্যুর পরেও না! #everyonefollowers #collected #jonosathi #viral #trending #foryou
    Love
    Like
    Haha
    · ০ Comments ·০ Shares ·২৮৮ Views ·০ Reviews
  • তুমি বরং আমার মানসিক শান্তি হও,
    আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও।

    আমার পাশে থাকো যুগের পর যুগ।

    মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও।

    প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও....

    আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও।

    ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও।

    মানুষ বলে;
    খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!
    তুমি বরং আমার মানসিক শান্তি হও, আমার ভরসার হাত হও,বিশ্বস্ত একটা মানুষ হও। আমার পাশে থাকো যুগের পর যুগ। মান-অভিমান ভাঙ্গানোর একটা মানুষ হও,ভুল বুঝার থেকে নিখুঁত ভাবে বুঝার একজন সঙ্গী হও। প্রচন্ড মন খারাপের দিনে,পাশে থাকার একমাত্র মানুষ শুধু তুমিই হও.... আমার আদরের বায়না রাখার একটা নির্ভরযোগ্য মানুষ হও,সারাজীবন পাশে থাকার একটা উপলক্ষ্য হও। ভালো ভাবে বেঁচে থাকার একমাত্র অবলম্বন হও। মানুষ বলে; খুব কাছাকাছি এলে নাকি আগ্রহ কমে যায়!তাই আমি না হয় ঠিক ততটাই দূরত্বে থাকি,যতটা দূরত্বে থাকলে আগ্রহ কমে না বরং আরো দ্বিগুণ বাড়ে!
    Love
    Like
    · ০ Comments ·০ Shares ·১৫৯ Views ·০ Reviews
  • #টাকা #কামাও #ভাই কারণ
    #টাকা #কামাও #ভাই কারণ
    Like
    Love
    · ০ Comments ·০ Shares ·১৫৮ Views ·০ Reviews
More Stories
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com