আপনি কি জানেন, সবচেয়ে আগে কে প্রেমে ব্যর্থ হয়েছিল?

প্রেম হলো এক চিরন্তন অনুভূতি। আদিকাল থেকে মানুষের হৃদয়ে ভালোবাসা ছিল। গুহাবাসীর যুগেও মানুষ ভালোবাসতে জানত। আজও সেই ভালোবাসা আমাদের জীবনে রয়ে গেছে। একে ঘিরে থাকে সুখ, দুঃখ, আশা, স্বপ্ন আর ব্যর্থতা। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে প্রথম কে প্রেমে ব্যর্থ হয়েছিল?

এই প্রশ্নের উত্তর পেতে হলে যেতে হবে বহু বছর আগে। সেই পুরাণ আর পুরনো কাহিনির পাতায় — যেখানে দেবতা, রাক্ষস, মানুষ, ভালোবাসা আর ত্যাগ মিলেমিশে ছিল একসঙ্গে। প্রেমে ব্যর্থ হওয়ার গল্প শুধু গল্প নয়, বরং এটি আমাদের ধর্ম, সাহিত্য, সংস্কৃতি আর অনুভবেরও অংশ হয়ে আছে।

প্রেমে ব্যর্থতার শুরু — অতীতে ফিরে দেখা

প্রেমে ব্যর্থতার কিছু পুরনো ও জনপ্রিয় গল্প রয়েছে। এর অনেকগুলোই পুরাণ আর গল্পে বলা আছে। চলুন সেগুলো দেখি।




আরো ভালো ভালো ব্লগ চাইলে আমার ওয়েবসাইট টি Follow করতে পারেন। 
 

পুরো আর্টিকেল টি এখানেঃ https://tr.ee/NitPiJ

ধন্যবাদ!

Love
Like
Haha
9
Upgrade to Pro
Choose the Plan That's Right for You
Read More
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com