খু*ন

নারায়নগঞ্জে ছাত্রদল নেতার গুলিতে এক ব্যবসায়ী মারা গেলেন কিছুক্ষণ আগে। 

এই ব্যবসায়ীর অপরাধ ছিল, উনি এক ছাত্রলীগ নেতাকে আটকে রেখেছিলেন পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। 

ওই সময় ছাত্রদল নেতা সেই ছাত্রলীগের নেতাকে উদ্ধার  করতে যাইয়া এলোপাতাড়ি গুলি করে। 

সেই গুলিতেই ওই ব্যবসায়ী মারা গেলেন। 

লোকটার কী দোষ ছিল? 

বরং সরকারের কাজ ছিল ছাত্রলীগ ধরা, মানুষটা তো বরং নিজের দায়িত্বই পালন করতেছিল।

এই খুনের বিচার হবে না। 

কারন, খুনি এখনকার সবচেয়ে প্রভাবদশালী রাজনৈতিক দলের সদস্য।

লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না স্লোগানটা মেইবি ভুল।

বরং দেশটা আসলে রাজনৈতিক সন্ত্রাসীদের বাপের দেশ, আমাদের কাজ শুধু গুলি খেয়ে মরে যাওয়া।

#Sadiqur Rahaman Khan 

Love
JonoSathi React
Like
13
প্রোতে আপগ্রেড করো
তোমার জন্য সঠিক প্ল্যানটা বেছে নাও
Read More
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com