To Get Monetization Access Soon
Public Group · People and Nations
মনিটাইজেশন তাড়াতাড়ি পেতে একে অপরের সাথে যুক্ত হওয়া এবং লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করা ছাড়া এর কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মন থেকে অহংকার ঝেড়ে ফেলে একে অপরকে ফলো করি। [ মানুষ মানুষের মধ্যে এ ধরণের অহংকার রাখা ঠিক না! - নিজের ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে অন্যদের আনফলো করা বা ফলোয়িং জিরো করে রাখা] এটা আপনার আমার মনকে ন্যারো করে বা ছোট করে, দয়ালু হতে না শিখিয়ে বরং নির্দয়ি বানায় ধীরে ধীরে। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদের উনার মতই দয়ালু হতে বলেছেন, ভালোবাসতে বলেছেন, একে অপর মিলেমিশে থাকতে এবং সুখ-দুঃখ শেয়ার করতে বলেছেন। আল্লাহ সবাইকে সহীহ জ্ঞান ধারণ করার হিদায়াত দান করবেন, ইনশাআল্লাহ।।
Photos
See More
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com