


@mahin10
মিছিলের মাঝে একা, শব্দের ভেতর নীরব, ক্লান্ত একলা মানুষ।
204 পোস্টগুলো
123 ছবিগুলো
বাস করে Dhaka, Bangladesh
থেকে Kunjerhat, Borhanuddin, Bhola
ছেলে
একক
10/05/2005
-
২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণঘটিত কৃত্রিম ভূকম্পন। আজকেও ইরানের সেমনানে ৫.১ মাত্রার ভুকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া।
এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির (Safir) ও সিমোরঘ (Simorgh) লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়।
এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশ যান উৎক্ষেপণ করেছে।
সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ।
১০০ কিলোটনের পারমানবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫ মাত্রার ভুকম্পন অনুভুত হয়।
মিলাইলাম আরকি। এইটা প্রাকৃতিক ভুমিকম্প না ও হতে পারে।২০১৭ সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায়, তখন 6.3 মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এটি ছিল বিস্ফোরণঘটিত কৃত্রিম ভূকম্পন। আজকেও ইরানের সেমনানে ৫.১ মাত্রার ভুকম্পন হয়েছে। সেমনান ইরানের মিসাইল টেস্ট এরিয়া। এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, যা সাফির (Safir) ও সিমোরঘ (Simorgh) লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশ যান উৎক্ষেপণ করেছে। সেমনান মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ব্যালিস্টিক মিসাইল ও রকেট পরীক্ষা চালানো নিরাপদ। ১০০ কিলোটনের পারমানবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত ৫ মাত্রার ভুকম্পন অনুভুত হয়। মিলাইলাম আরকি। এইটা প্রাকৃতিক ভুমিকম্প না ও হতে পারে। -
জায়নিস্ট মিডিয়া আউটলেট মারিভ: আমরা এখন যা দেখছি তা হল ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ পতন।জায়নিস্ট মিডিয়া আউটলেট মারিভ: আমরা এখন যা দেখছি তা হল ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ পতন।
আরও গল্প দেখো