ছোটবেলা থেকে আমাদের যত্নে-আদরে বড় করেছেন মা। কিন্তু বড় হয়ে নানানভাবে ব্যস্ত হয়ে গিয়ে, মা-কে কতটুকুই বা সময় দিই আমরা? তাই এবারের মা দিবস ঘিরে কুমারিকা’র আয়োজন ‘মায়ের জন্য আমার যত্ন’। আপনার মায়ের জন্য যত্নের চেকলিস্ট তৈরি করে শেয়ার করুন কমেন্টে। আর জিতে নিন কুমারিকা’র পক্ষ থেকে এক্সাইটিং গিফট হ্যাম্পার!
নিয়মাবলি:
১. এই পোস্টের কমেন্ট সেকশনে আপনার চেকলিস্ট শেয়ার করতে হবে।
২. পোস্টটি
#মায়ের_জন্য_আমার_যত্ন এবং
#কুমারিকা এই দু'টি হ্যাশট্যাগ দিয়ে নিজ প্রোফাইল থেকে পাবলিক রেখে শেয়ার করতে হবে।
৩. চেকলিস্ট শেয়ার করার শেষ সময় ১৭ মে ২০২৫ রাত ১১টা ৫৯।
৪. সম্মানিত বিচারক প্যানেলের সিদ্ধান্তে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩ জন বিজয়ী নির্বাচিত হবেন।
৫. বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৬. বিজয়ীদের প্রত্যেকেই নিজের-সহ মায়ের জন্য পাবেন কুমারিকা’র পক্ষ থেকে আকর্ষণীয় গিফট।
৭. যে-কোনো সময় ক্যাম্পেইনটি পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে কুমারিকা।
#marjan
ছোটবেলা থেকে আমাদের যত্নে-আদরে বড় করেছেন মা। কিন্তু বড় হয়ে নানানভাবে ব্যস্ত হয়ে গিয়ে, মা-কে কতটুকুই বা সময় দিই আমরা? তাই এবারের মা দিবস ঘিরে কুমারিকা’র আয়োজন ‘মায়ের জন্য আমার যত্ন’। আপনার মায়ের জন্য যত্নের চেকলিস্ট তৈরি করে শেয়ার করুন কমেন্টে। আর জিতে নিন কুমারিকা’র পক্ষ থেকে এক্সাইটিং গিফট হ্যাম্পার!
নিয়মাবলি:
১. এই পোস্টের কমেন্ট সেকশনে আপনার চেকলিস্ট শেয়ার করতে হবে।
২. পোস্টটি #মায়ের_জন্য_আমার_যত্ন এবং #কুমারিকা এই দু'টি হ্যাশট্যাগ দিয়ে নিজ প্রোফাইল থেকে পাবলিক রেখে শেয়ার করতে হবে।
৩. চেকলিস্ট শেয়ার করার শেষ সময় ১৭ মে ২০২৫ রাত ১১টা ৫৯।
৪. সম্মানিত বিচারক প্যানেলের সিদ্ধান্তে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩ জন বিজয়ী নির্বাচিত হবেন।
৫. বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৬. বিজয়ীদের প্রত্যেকেই নিজের-সহ মায়ের জন্য পাবেন কুমারিকা’র পক্ষ থেকে আকর্ষণীয় গিফট।
৭. যে-কোনো সময় ক্যাম্পেইনটি পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জন করার অধিকার সংরক্ষণ করে কুমারিকা। #marjan