আমি আর কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকাতে পারি না.. লাল রক্তে ভেসে যাওয়া রেললাইনের উপর কৃষ্ণচূড়াকে অভিশপ্ত লাগে .. আমি এখন আর রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকাতে পারি না.. মাথার উপর থকথকে রক্তের হ্যালুসিনেশন,কৃষ্ণচূড়াকে ঢেকে দেয়..
কিছুদিন আগে টাঙ্গাইলে রেললাইনের উপর দিয়ে আমিও হেঁটে হেঁটে স্টেশনের রাস্তার ধারে মস্ত কৃষ্ণচূড়া গাছের লাল টকটকে কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকিয়ে ছবি তুলেছিলাম। সোনালু, হিজল, জারুল ফুল ছুঁয়ে হেঁটে যাচ্ছিলাম।
স্টেশন মাস্টারের হুইসেলের শব্দে ট্রেন আসছে তাই,দ্রুত হেঁটে আসার সময় বার বার মনে হচ্ছিলো পা আটকে যাচ্ছে স্লিপারে.. ওই ফটোগ্রাফার ছেলেটিরও কি তাই মনে হচ্ছিলো? পা আটকে যাচ্ছিলো?..
আহ্ নিয়তি! আমি.. আমরা কেউ তাকে পারি না কিছুতেই এড়াতে ... এইখানে ঈশ্বর বসবাস করেন!
আমি আর কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকাতে পারি না.. লাল রক্তে ভেসে যাওয়া রেললাইনের উপর কৃষ্ণচূড়াকে অভিশপ্ত লাগে .. আমি এখন আর রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকাতে পারি না.. মাথার উপর থকথকে রক্তের হ্যালুসিনেশন,কৃষ্ণচূড়াকে ঢেকে দেয়.. কিছুদিন আগে টাঙ্গাইলে রেললাইনের উপর দিয়ে আমিও হেঁটে হেঁটে স্টেশনের রাস্তার ধারে মস্ত কৃষ্ণচূড়া গাছের লাল টকটকে কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকিয়ে ছবি তুলেছিলাম। সোনালু, হিজল, জারুল ফুল ছুঁয়ে হেঁটে যাচ্ছিলাম। স্টেশন মাস্টারের হুইসেলের শব্দে ট্রেন আসছে তাই,দ্রুত হেঁটে আসার সময় বার বার মনে হচ্ছিলো পা আটকে যাচ্ছে স্লিপারে.. ওই ফটোগ্রাফার ছেলেটিরও কি তাই মনে হচ্ছিলো? পা আটকে যাচ্ছিলো?.. আহ্ নিয়তি! আমি.. আমরা কেউ তাকে পারি না কিছুতেই এড়াতে ... এইখানে ঈশ্বর বসবাস করেন!
Love
Like
16
· 2 Comments ·0 Shares ·148 Views ·0 Reviews
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com