নিশি হাওয়ায় সুর বয়ে যায়,
সুমাইয়া নামেই হৃদয় গায়।
তোমার চোখে স্বপ্ন দেখে,
ভালোবাসা যেন ছায়া মেখে।

হাসি তোমার চাঁদের আলো,
ভুলিয়ে দেয় সব দুঃখ ভালো।
তোমায় পেলে জীবন সারা,
তুমি আমার প্রেমের তারা।

চাই না কিছু, চাই শুধু তুমি,
সুমাইয়া, তুমি আমার জীবনের ভোরের রুমি।
নিশি হাওয়ায় সুর বয়ে যায়, সুমাইয়া নামেই হৃদয় গায়। তোমার চোখে স্বপ্ন দেখে, ভালোবাসা যেন ছায়া মেখে। হাসি তোমার চাঁদের আলো, ভুলিয়ে দেয় সব দুঃখ ভালো। তোমায় পেলে জীবন সারা, তুমি আমার প্রেমের তারা। চাই না কিছু, চাই শুধু তুমি, সুমাইয়া, তুমি আমার জীবনের ভোরের রুমি।
Love
Like
9
· 0 মন্তব্য ·0 শেয়ার ·104 দেখেছে ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com