Momin Khan - বিয়ের পর স্ত্রীর কাছে আপনিও চাইলে ভালো স্বামী হতে এই...

Upgrade to Pro

বিয়ের পর স্ত্রীর কাছে আপনিও চাইলে ভালো স্বামী হতে এই কাজ গুলো করে দেখতে পারেনঃ-
১.প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে জীবন সঙ্গী হিসেবে একজন নারী কে স্ত্রী হিসেবে কিছু সময়ের জন্য দান করেছেন। অনেকেই আপনার মতো আছে যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেকেই এই নিয়ামতের কদর না করতে পেরে হাত ছাড়া করেছে।
আর নেক স্ত্রীর জন্য মৃ-ত্যু পর্যন্ত আল্লাহর কাছে অবিরাম দোআ করুন কেননা মনমানসিকতা বারবার পরিবর্তন হতে পারে।
২.স্ত্রীকে বুঝার চেষ্টা করুন। তার জ্ঞান, বুদ্ধি মন মানসিকতা, স্বভাব প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষত্রুটি জেনে নিন।
একজন মানুষ হিসেবে আপনি ও শতভাগ পারফেক্ট না সেও না।ছোট খাট ভুল গুলো ক্ষমা করে দেন।
৩.তাকে আপনার মনের মতো গড়ে তুলার পরিকল্পনা নিন, আর এটা একদিনে হবে না, জোরাজোরি না করে আস্তেধীরে বুঝান।
৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা, গুণাবলি বিকশিত করুন।তাকে সর্বগুনে ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন।
৫.তার মধ্যে যে দোষত্রুটি রয়েছে সেগুলো একজন সুচিকিৎসকের মতো নিরাময় করুন।কেননা তিনি তো আপনার ই স্ত্রী।
৬.তাকে আন্তরিকতার সাথে গভীরভাবে ভালোবাসুন।
৭.হাসি মনে, খুশি মনে,মন খুলে কথা বলুন।
৮.সবসময় ঝগড়া, মেজাজ খিটমিট, বকাঝকা করবেন না।
হিতে বিপরীত হবে।
৯.মাঝেমধ্যে তাকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, চার দেওয়ালে সবসময় বন্দী রাখবেন না।
১০.তার বিশ্বাসের জায়গা ঠিক রাখেন আপনি যেটা আশা করেন সেটা নিজে করে তারপর তাকে শিখিয়ে নিবেন।নিজে যা করেন না সেগুলোর আশাকরা বোকামি।
এভাবেই তার বিশ্বাস,ভালোবাসার জায়গা দখল করে নিন।
#alhamdulillah__الحمد__لله #Alhamdulillah
#jonosathi
বিয়ের পর স্ত্রীর কাছে আপনিও চাইলে ভালো স্বামী হতে এই কাজ গুলো করে দেখতে পারেনঃ- ১.প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে জীবন সঙ্গী হিসেবে একজন নারী কে স্ত্রী হিসেবে কিছু সময়ের জন্য দান করেছেন। অনেকেই আপনার মতো আছে যারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আবার অনেকেই এই নিয়ামতের কদর না করতে পেরে হাত ছাড়া করেছে। আর নেক স্ত্রীর জন্য মৃ-ত্যু পর্যন্ত আল্লাহর কাছে অবিরাম দোআ করুন কেননা মনমানসিকতা বারবার পরিবর্তন হতে পারে। ২.স্ত্রীকে বুঝার চেষ্টা করুন। তার জ্ঞান, বুদ্ধি মন মানসিকতা, স্বভাব প্রকৃতি, দক্ষতা, গুণাবলী, দোষত্রুটি জেনে নিন। একজন মানুষ হিসেবে আপনি ও শতভাগ পারফেক্ট না সেও না।ছোট খাট ভুল গুলো ক্ষমা করে দেন। ৩.তাকে আপনার মনের মতো গড়ে তুলার পরিকল্পনা নিন, আর এটা একদিনে হবে না, জোরাজোরি না করে আস্তেধীরে বুঝান। ৪.তার জ্ঞান, বুদ্ধি, যোগ্যতা, প্রতিভা, গুণাবলি বিকশিত করুন।তাকে সর্বগুনে ফুলের মতো প্রস্ফুটিত হতে দিন। ৫.তার মধ্যে যে দোষত্রুটি রয়েছে সেগুলো একজন সুচিকিৎসকের মতো নিরাময় করুন।কেননা তিনি তো আপনার ই স্ত্রী। ৬.তাকে আন্তরিকতার সাথে গভীরভাবে ভালোবাসুন। ৭.হাসি মনে, খুশি মনে,মন খুলে কথা বলুন। ৮.সবসময় ঝগড়া, মেজাজ খিটমিট, বকাঝকা করবেন না। হিতে বিপরীত হবে। ৯.মাঝেমধ্যে তাকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, চার দেওয়ালে সবসময় বন্দী রাখবেন না। ১০.তার বিশ্বাসের জায়গা ঠিক রাখেন আপনি যেটা আশা করেন সেটা নিজে করে তারপর তাকে শিখিয়ে নিবেন।নিজে যা করেন না সেগুলোর আশাকরা বোকামি। এভাবেই তার বিশ্বাস,ভালোবাসার জায়গা দখল করে নিন। #alhamdulillah__الحمد__لله #Alhamdulillah #jonosathi
Like
Love
10
2 Comments ·107 Views ·0 Reviews