Upgrade to Pro

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন
চুপ্পু কেন, চুপ্পুর বাপের ক্ষমতা নাই আব্দুল হামিদের মতো রাঘব বোয়ালকে বিমান বন্দর পার করাইয়া দেবে।

এই পুরো দায়টা সবার আগে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর।

এরপর ডক্টর ইউনূসের উপর।

এরপর এই ইন্টেরিম সরকারের প্রবল ক্ষমতাবান তিনজন উপদেষ্টা, আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র আর সৈয়দা রিজওয়ানা হাসানের উপর।

এরপর আসবে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের দায়ের প্রশ্ন।

এখানে চুপ্পুর আলাপ এনে লাভ নাই। বাংলাদেশের মানুষ ফিডার খায় না।

চুপ্পুর কথা তোলা হয়েছে দোষ কোনভাবে বিএনপির উপর চাপানোর জন্য।

এসব দোষ চাপানোর খেলা বন্ধ করে আসল দোষী কে, বইলা দেন। ঠিক কোন উপদেষ্টা কত টাকার বিনিময়ে এই ডিলটা করলো, প্রকাশ করে দেন।

প্রকাশ না করতে পারলে পদত্যাগ করেন। তাও বুঝবো যে আপনি ভীতু বাট সৎ। সাহস নাই বাট সততা আছে।

বাট এসব না করে চুপ্পুর উপর দায় দিয়ে বাঁচার চেষ্টা কইরেন না।

মানুষকে বোকা বানানোর খেলা অনেক খেলেছেন, এবার এই খেলা বন্ধ করেন। নিজে থেকে বন্ধ না করলে খেলা কীভাবে ভন্ডুল করতে হয়, ঐটা আমরা জানি।

হাসিনা পালাইসে। বাট আমরা অস্ত্র বা ট্রেনিং কোনটাই জমা দিই নাই। মাইন্ড ইট।
#Sadiqur Rahman Khan
চুপ্পু কেন, চুপ্পুর বাপের ক্ষমতা নাই আব্দুল হামিদের মতো রাঘব বোয়ালকে বিমান বন্দর পার করাইয়া দেবে। এই পুরো দায়টা সবার আগে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টার উপর। এরপর ডক্টর ইউনূসের উপর। এরপর এই ইন্টেরিম সরকারের প্রবল ক্ষমতাবান তিনজন উপদেষ্টা, আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র আর সৈয়দা রিজওয়ানা হাসানের উপর। এরপর আসবে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের দায়ের প্রশ্ন। এখানে চুপ্পুর আলাপ এনে লাভ নাই। বাংলাদেশের মানুষ ফিডার খায় না। চুপ্পুর কথা তোলা হয়েছে দোষ কোনভাবে বিএনপির উপর চাপানোর জন্য। এসব দোষ চাপানোর খেলা বন্ধ করে আসল দোষী কে, বইলা দেন। ঠিক কোন উপদেষ্টা কত টাকার বিনিময়ে এই ডিলটা করলো, প্রকাশ করে দেন। প্রকাশ না করতে পারলে পদত্যাগ করেন। তাও বুঝবো যে আপনি ভীতু বাট সৎ। সাহস নাই বাট সততা আছে। বাট এসব না করে চুপ্পুর উপর দায় দিয়ে বাঁচার চেষ্টা কইরেন না। মানুষকে বোকা বানানোর খেলা অনেক খেলেছেন, এবার এই খেলা বন্ধ করেন। নিজে থেকে বন্ধ না করলে খেলা কীভাবে ভন্ডুল করতে হয়, ঐটা আমরা জানি। হাসিনা পালাইসে। বাট আমরা অস্ত্র বা ট্রেনিং কোনটাই জমা দিই নাই। মাইন্ড ইট। #Sadiqur Rahman Khan
Love
Like
45
2 Comments ·585 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com