Safiqul Islam - গ্রীষ্মের এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে যা যা করণীয়।...

ترقية الحساب

বিজ্ঞাপন ব্যানার
এখানে আপনার বিজ্ঞাপন দিন
গ্রীষ্মের এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে যা যা করণীয়।
১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।
২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
৩. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে।
৪. স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন।
৫. গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন
৬. মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজী খান।
৭. প্রস্রাবের রঙ খেয়াল করুন। প্রস্রাবের গাঢ় রঙ পানি স্বল্পতার লক্ষণ।
৮. সব সময় ছাতা বা টুপি সাথে রাখুন।
৯. ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন।
১০. চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়।
জন স্বার্থে পোষ্ট টি শেয়ার করে দিন
গ্রীষ্মের এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে যা যা করণীয়। ১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন। ২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ৩. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে। ৪. স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর। দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন। ৫. গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন ৬. মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজী খান। ৭. প্রস্রাবের রঙ খেয়াল করুন। প্রস্রাবের গাঢ় রঙ পানি স্বল্পতার লক্ষণ। ৮. সব সময় ছাতা বা টুপি সাথে রাখুন। ৯. ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন। ১০. চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়। জন স্বার্থে পোষ্ট টি শেয়ার করে দিন
Like
Love
5
·77 مشاهدة ·0 معاينة