চীন (Beijing) বলেছে, তারা ইয়েমেনকে (Yemen) সাহায্য করতে প্রস্তুত — বিশেষ করে ইয়েমেনের বিমানবন্দর ও বন্দরগুলো পুনর্নির্মাণে, যেগুলো ‘ইসরায়েল’ (Israel) ধ্বংস করেছে এক সন্ত্রাসী হামলায়।

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুদায়দার সমুদ্রবন্দরগুলোতে ইসরায়েল বিমান হামলা চালায়। এরপর চীন জানায়, তারা ইয়েমেনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় এবং এসব ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আবার গড়ে তুলতে সাহায্য করতে প্রস্তুত।

হ্যাশট্যাগগুলো ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছে — যেমন: #IsraeliTerrorism


চীন (Beijing) বলেছে, তারা ইয়েমেনকে (Yemen) সাহায্য করতে প্রস্তুত — বিশেষ করে ইয়েমেনের বিমানবন্দর ও বন্দরগুলো পুনর্নির্মাণে, যেগুলো ‘ইসরায়েল’ (Israel) ধ্বংস করেছে এক সন্ত্রাসী হামলায়। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুদায়দার সমুদ্রবন্দরগুলোতে ইসরায়েল বিমান হামলা চালায়। এরপর চীন জানায়, তারা ইয়েমেনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় এবং এসব ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আবার গড়ে তুলতে সাহায্য করতে প্রস্তুত। হ্যাশট্যাগগুলো ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছে — যেমন: #IsraeliTerrorism।
Love
Like
10
· 0 Comments ·0 Shares ·285 Views ·0 Reviews
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com