Mustakim Billah - বিজয়ের গান মোস্তাকিম বিল্লাহ তাহজিব বদরের সেই...

Upgrade to Pro

বিজয়ের গান
মোস্তাকিম বিল্লাহ তাহজিব
বদরের সেই রণাঙ্গনে, উঠলো বিজয় গাথা,
তিন শত তেইশ সাহাবি, ছিলো ইমানথা।
আল্লাহ দিলো মদদ সেথা, নেমে এলো ফাতাহ্,
কুফর ভাঙলো তলোয়ারে, জয় হলো সে পথা।

উহুদেরও শিক্ষা হলো, সবই রবে চেনা,
আদেশ মানলে হবে জয়, থাকবে না কোন ছোঁয়া।
হুনাইনেও কাঁপলো শত্রু, সত্য হলো জ্বলা,
ইমান ছিলো দীপ্ত হৃদয়, সাহস ছিলো ঢলা।

আন্দালুসে আলো জ্বলে, স্পেনে ইসলামী,
জ্ঞান-গরিমা ছড়ায় সেথা, দুনিয়ার মাঝে নামী।
সালাহউদ্দিন জেরুজালেম, করলো জয় শান্তা,
দেননি কোনো প্রতিশোধ, ছিলেন দয়াবানতা।
বিজয়ের গান মোস্তাকিম বিল্লাহ তাহজিব বদরের সেই রণাঙ্গনে, উঠলো বিজয় গাথা, তিন শত তেইশ সাহাবি, ছিলো ইমানথা। আল্লাহ দিলো মদদ সেথা, নেমে এলো ফাতাহ্, কুফর ভাঙলো তলোয়ারে, জয় হলো সে পথা। উহুদেরও শিক্ষা হলো, সবই রবে চেনা, আদেশ মানলে হবে জয়, থাকবে না কোন ছোঁয়া। হুনাইনেও কাঁপলো শত্রু, সত্য হলো জ্বলা, ইমান ছিলো দীপ্ত হৃদয়, সাহস ছিলো ঢলা। আন্দালুসে আলো জ্বলে, স্পেনে ইসলামী, জ্ঞান-গরিমা ছড়ায় সেথা, দুনিয়ার মাঝে নামী। সালাহউদ্দিন জেরুজালেম, করলো জয় শান্তা, দেননি কোনো প্রতিশোধ, ছিলেন দয়াবানতা।
Love
Sad
3
·77 Views ·0 Reviews