Md Rasel Islam Rana - নির্বাহী আদেশেই নিষিদ্ধ হয়ে গেলে আমাদের...

Upgrade to Pro

নির্বাহী আদেশেই নিষিদ্ধ হয়ে গেলে আমাদের মিষ্টি খেয়ে বাড়ি ফেরা হতো। বাট পারফেক্ট স্যলুশন হতো না।

বরং এই কার্যক্রম নিষেধাজ্ঞায় আমাদের লড়াইটা দীর্ঘ হলো। মিষ্টি দুইটা কমই খাওয়া হলো। বাট আওয়ামীলীগ সমস্যার পার্মানেন্ট সল্যুশন অবশ্যই কোর্ট থেকে আসতে হবে।

এখন আওয়ামীলীগের কপালে কী আছে, সেটা নির্ভর করবে আমাদের উপর।

আমরা যদি ৫ আগস্টের মতো আনন্দে আত্মহারা হয়ে চলে যাই, আমাদের লড়াই আবার অসমাপ্ত থাকবে।

তো এখন আমাদের কী করতে হবে?

আওয়ামীলীগের বিচারের জন্য একটা দুর্দান্ত আইনি টিম বানাতে হবে। একেবারে ধারাবাহিকভাবে সেই টিমের সাথে থাকতে হবে। মানুষের মধ্যে কর্মসূচি নিয়ে উপস্থিত থাকতে হবে।

আর এই একমাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে।

ফ্যাসিবাদ বিরোধী যেই ঐক্য রাজপথে তৈরি হলো, এই ঐক্য ধরে রাখতে হবে।

বিএনপির উপর আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে ভরসা করার কোন লজিক নাই। গয়েশ্বর আজকেও বলেছে, আওয়ামীলীগ নিষিদ্ধ চাইতেছে, কাল যদি বিএনপি নিষিদ্ধ চায়?

সো, বিচার প্রসেস শেষ করতে হবে ইউনূস সরকারের মেয়াদেই।

আওয়ামীলীগের বিরুদ্ধে যত অভিযোগ আছে, যত অপরাধ এরা করেছে, কোর্টে এদের নিষিদ্ধ না হওয়ার কোন কারণ নাই।

এবং একমাত্র কোর্টের মাধ্যমে নিষিদ্ধ হলেই এই নিষিদ্ধ হওয়াটা সাসটেইনেবল হবে।

নির্বাচনের পরেও কোন সরকার চাইলেই আওয়ামীলীগকে বৈধ করে দিতে পারবে না।

সো, আমাদের লড়াই জাস্ট একটা ধাপ অতিক্রম করে আরেকটা ধাপে এসে পড়লো।

এবার এই লড়াইটা লড়ার পালা।

পথটা কঠিন। লড়াইটা দীর্ঘ। বাট রেজাল্টটা টেকসই।

যদি লক্ষ্যে থাকি অটুট, দেখা হবে বিজয়ে।
#Sadiqur Rahaman Khan
নির্বাহী আদেশেই নিষিদ্ধ হয়ে গেলে আমাদের মিষ্টি খেয়ে বাড়ি ফেরা হতো। বাট পারফেক্ট স্যলুশন হতো না। বরং এই কার্যক্রম নিষেধাজ্ঞায় আমাদের লড়াইটা দীর্ঘ হলো। মিষ্টি দুইটা কমই খাওয়া হলো। বাট আওয়ামীলীগ সমস্যার পার্মানেন্ট সল্যুশন অবশ্যই কোর্ট থেকে আসতে হবে। এখন আওয়ামীলীগের কপালে কী আছে, সেটা নির্ভর করবে আমাদের উপর। আমরা যদি ৫ আগস্টের মতো আনন্দে আত্মহারা হয়ে চলে যাই, আমাদের লড়াই আবার অসমাপ্ত থাকবে। তো এখন আমাদের কী করতে হবে? আওয়ামীলীগের বিচারের জন্য একটা দুর্দান্ত আইনি টিম বানাতে হবে। একেবারে ধারাবাহিকভাবে সেই টিমের সাথে থাকতে হবে। মানুষের মধ্যে কর্মসূচি নিয়ে উপস্থিত থাকতে হবে। আর এই একমাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যেই ঐক্য রাজপথে তৈরি হলো, এই ঐক্য ধরে রাখতে হবে। বিএনপির উপর আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে ভরসা করার কোন লজিক নাই। গয়েশ্বর আজকেও বলেছে, আওয়ামীলীগ নিষিদ্ধ চাইতেছে, কাল যদি বিএনপি নিষিদ্ধ চায়? সো, বিচার প্রসেস শেষ করতে হবে ইউনূস সরকারের মেয়াদেই। আওয়ামীলীগের বিরুদ্ধে যত অভিযোগ আছে, যত অপরাধ এরা করেছে, কোর্টে এদের নিষিদ্ধ না হওয়ার কোন কারণ নাই। এবং একমাত্র কোর্টের মাধ্যমে নিষিদ্ধ হলেই এই নিষিদ্ধ হওয়াটা সাসটেইনেবল হবে। নির্বাচনের পরেও কোন সরকার চাইলেই আওয়ামীলীগকে বৈধ করে দিতে পারবে না। সো, আমাদের লড়াই জাস্ট একটা ধাপ অতিক্রম করে আরেকটা ধাপে এসে পড়লো। এবার এই লড়াইটা লড়ার পালা। পথটা কঠিন। লড়াইটা দীর্ঘ। বাট রেজাল্টটা টেকসই। যদি লক্ষ্যে থাকি অটুট, দেখা হবে বিজয়ে। #Sadiqur Rahaman Khan
Love
Like
Sad
Wow
23
1 Comments ·433 Views ·0 Reviews