হারিয়ে যাওয়া মানুষের জন্য
যে চলে যায়, সে কি ফেরে—
নাকি শূন্যতাই রেখে যায় ঘরে?
জানালার পাশে বসে থাকি,
তোমার ছায়া খুঁজি রোজ সকালে।
তুমি ছিলে বাতাসের মতো—
ছুঁয়ে গেলে, কিন্তু ধরতে পারিনি,
আজও তোমার নাম ধরে
নীরব কাঁদে এই গোপন চিঠি।
হাত ধরেছিলে একদিন,
বলে ছিলে “থাকবো পাশে,”
কিন্তু সময়ের স্রোতে হারিয়ে গেলে,
রইলো শুধু কষ্টের আশ্বাসে।
তোমার গন্ধ লেগে আছে
আমার বালিশের পাশে,
তবু তুমি নেই, নেই কোনো শব্দ,
আছো শুধু স্মৃতির বাতাসে।
হারিয়ে যাওয়া মানুষের জন্য
যে চলে যায়, সে কি ফেরে—
নাকি শূন্যতাই রেখে যায় ঘরে?
জানালার পাশে বসে থাকি,
তোমার ছায়া খুঁজি রোজ সকালে।
তুমি ছিলে বাতাসের মতো—
ছুঁয়ে গেলে, কিন্তু ধরতে পারিনি,
আজও তোমার নাম ধরে
নীরব কাঁদে এই গোপন চিঠি।
হাত ধরেছিলে একদিন,
বলে ছিলে “থাকবো পাশে,”
কিন্তু সময়ের স্রোতে হারিয়ে গেলে,
রইলো শুধু কষ্টের আশ্বাসে।
তোমার গন্ধ লেগে আছে
আমার বালিশের পাশে,
তবু তুমি নেই, নেই কোনো শব্দ,
আছো শুধু স্মৃতির বাতাসে।


·89 Views
·0 Reviews