Malek  Dorodi
Malek  Dorodi

@Malek6611

10 পোস্টগুলো
6 ছবিগুলো
ছেলে
20/11/1989
সাম্প্রতিক আপডেট

  • হারিয়ে যাওয়া চিঠি

    একটা নাম, একটা মুখ, একটা সময়,
    সব হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে অভিমানের জয়।
    দু'চোখ জলে ভিজে, হৃদয়টা করে ক্ষয়,
    কারো জন্য ছিলাম আমি—সে ছিল না আমার হয়।

    হাত ধরে বলেছিলে, "ছাড়ব না কখনো,"
    আজ সেই হাতই সবচেয়ে দূরের কোনো ছায়া এখনো।
    ভালোবেসে পুড়েছি আমি, নিঃশব্দ আগুনে,
    তুমি আজ সুখে, আমি একা কান্নার জলে ভাসি রাতে জাগুনে।

    চিঠিগুলো এখন আর লিখি না আমি,
    কারণ জানি, উত্তর আসবে না কোনোদিনে স্বামী।
    তবুও অপেক্ষা করি, হয়তো একদিন,
    ভুল করে হলেও বলবে—“তুই ছিলি আমার প্রিয় সবচেয়ে দিন।”
    হারিয়ে যাওয়া চিঠি একটা নাম, একটা মুখ, একটা সময়, সব হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে অভিমানের জয়। দু'চোখ জলে ভিজে, হৃদয়টা করে ক্ষয়, কারো জন্য ছিলাম আমি—সে ছিল না আমার হয়। হাত ধরে বলেছিলে, "ছাড়ব না কখনো," আজ সেই হাতই সবচেয়ে দূরের কোনো ছায়া এখনো। ভালোবেসে পুড়েছি আমি, নিঃশব্দ আগুনে, তুমি আজ সুখে, আমি একা কান্নার জলে ভাসি রাতে জাগুনে। চিঠিগুলো এখন আর লিখি না আমি, কারণ জানি, উত্তর আসবে না কোনোদিনে স্বামী। তবুও অপেক্ষা করি, হয়তো একদিন, ভুল করে হলেও বলবে—“তুই ছিলি আমার প্রিয় সবচেয়ে দিন।”
    Like
    Love
    6
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ

  • শূন্যতার নামতা মালেক

    চোখে ঘুম নেই, মনে শান্তি নেই,
    সব কষ্ট এসে আজ বুকের পাতায় লেখে।
    একটুখানি ভালোবাসা চাইনি তো বেশি,
    তবুও বিধাতা দিলেন শুধু ফাঁকি আর ভ্রান্তি।

    হাসির আড়ালে লুকানো কান্না,
    প্রতি রাতে ঘুমের চাদরে বিষাদ বুনা।
    যার জন্য পথ চেয়েছি শত রাত ধরে,
    সে আজ হাত ধরে অন্য কারো ঘরে।

    ভালো থাকার অভিনয় করি, মুখে হাসি এঁকে,
    কিন্তু ভেতরে আমি কাঁদি, কেউ বোঝে না ঠিককে।
    প্রতিটি স্মৃতি যেন একেকটা ছুরি,
    কান্না চাপা দিয়ে বলি—ভালো
    শূন্যতার নামতা মালেক চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, সব কষ্ট এসে আজ বুকের পাতায় লেখে। একটুখানি ভালোবাসা চাইনি তো বেশি, তবুও বিধাতা দিলেন শুধু ফাঁকি আর ভ্রান্তি। হাসির আড়ালে লুকানো কান্না, প্রতি রাতে ঘুমের চাদরে বিষাদ বুনা। যার জন্য পথ চেয়েছি শত রাত ধরে, সে আজ হাত ধরে অন্য কারো ঘরে। ভালো থাকার অভিনয় করি, মুখে হাসি এঁকে, কিন্তু ভেতরে আমি কাঁদি, কেউ বোঝে না ঠিককে। প্রতিটি স্মৃতি যেন একেকটা ছুরি, কান্না চাপা দিয়ে বলি—ভালো
    Like
    Love
    Wow
    7
    · 1 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
  • Like
    Love
    Haha
    4
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
  • এক সময় তাকে আমি খুব বেশি ভালবাসতাম
    তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম
    কিন্তু সেই স্বপ্ন আমার আর সত্যি হলো না সে এখন অন্য একজনার হয়ে গেছে
    তবুও সে আমাকে বুলতে পারেনি আমিও তাকে বুলতে পারেনি এই ছবিগুলো আমাদের আগের দিনের স্মৃতি
    এক সময় তাকে আমি খুব বেশি ভালবাসতাম তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম কিন্তু সেই স্বপ্ন আমার আর সত্যি হলো না সে এখন অন্য একজনার হয়ে গেছে তবুও সে আমাকে বুলতে পারেনি আমিও তাকে বুলতে পারেনি এই ছবিগুলো আমাদের আগের দিনের স্মৃতি
    Like
    Love
    5
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
  • আমার কলিজা সবাই তার জন্য দোয়া করবেন
    আমার কলিজা সবাই তার জন্য দোয়া করবেন
    Like
    Love
    Sad
    Angry
    6
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
আরও গল্প দেখো
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com