Upgrade to Pro

ওরাই ঠিক ছিল
ওদের নিষিদ্ধ করা যায় না,
ওরাই তো ছিল আমাদের জন্য ঠিক ।
আমি চাই—ফিরে আসুক আবার,
ওরা উঠুক ক্ষমতার সিঁড়ি বেয়ে,
ওদের হাতেই থাকুক রাষ্ট্রের ভার।

নির্বাচিত ছিল ওরা,সংবিধান মত ,
রায় আসত আদালতের টেবিল পেরিয়ে—
এটাই তো সংবিধানের পথ,
তাহলে সমস্যা কোথায়?

ইলিয়াস আলী নেই তো কী হয়েছে?
মেজর সিনহার লা ..র ওপরে
ওসি প্রদীপের লা....থি —
এটাই তো চেয়েছি আমরা, তাই না?

চৌধুরী আলম,
ঢাকার সেই কাউন্সিলর—
আজকে সে আমাদের কে?
হারিয়ে গেছে তো কি হয়েছে ?

নারায়ণগঞ্জের সাত জন সহ
হাজারো মুখ হারিয়ে গেল—
এটাইতো চেয়েছি আমরা ?

“আ...য়না ঘর” নামে কিছু ছিল না,
ছাত্ররা জুলাইয়ে
নিজেদের সাথে নিজেরা খেলে।
জনতার সব কথা মিথ্যা ,
মুগ্ধ আজও বেঁচে,
আবু সাঈদও বেঁচে আছে—
সবই মিথ্যে?

সংবিধান যেমন বলে,
তেমনই চলুক রাষ্ট্রের রথ।
ওরা ফিরুক,
ওরা থাকুক ক্ষমতায়,
ওদের নিষিদ্ধ করা যায় না।
ওরাই ঠিক ছিল…
হয়তো ঠিকই ছিল।
ওদের প্রয়োজনীয়তা
আজ বুজতে পারছে
এ জাতী ।

#প্রিসিলা
#বাংলাদেশ #Bangladesh #bangladeshi #ncp #BNP #bangla #বাংলাদেশেরখবর #hasnatabdullahnews
ওরাই ঠিক ছিল ওদের নিষিদ্ধ করা যায় না, ওরাই তো ছিল আমাদের জন্য ঠিক । আমি চাই—ফিরে আসুক আবার, ওরা উঠুক ক্ষমতার সিঁড়ি বেয়ে, ওদের হাতেই থাকুক রাষ্ট্রের ভার। নির্বাচিত ছিল ওরা,সংবিধান মত , রায় আসত আদালতের টেবিল পেরিয়ে— এটাই তো সংবিধানের পথ, তাহলে সমস্যা কোথায়? ইলিয়াস আলী নেই তো কী হয়েছে? মেজর সিনহার লা ..র ওপরে ওসি প্রদীপের লা....থি — এটাই তো চেয়েছি আমরা, তাই না? চৌধুরী আলম, ঢাকার সেই কাউন্সিলর— আজকে সে আমাদের কে? হারিয়ে গেছে তো কি হয়েছে ? নারায়ণগঞ্জের সাত জন সহ হাজারো মুখ হারিয়ে গেল— এটাইতো চেয়েছি আমরা ? “আ...য়না ঘর” নামে কিছু ছিল না, ছাত্ররা জুলাইয়ে নিজেদের সাথে নিজেরা খেলে। জনতার সব কথা মিথ্যা , মুগ্ধ আজও বেঁচে, আবু সাঈদও বেঁচে আছে— সবই মিথ্যে? সংবিধান যেমন বলে, তেমনই চলুক রাষ্ট্রের রথ। ওরা ফিরুক, ওরা থাকুক ক্ষমতায়, ওদের নিষিদ্ধ করা যায় না। ওরাই ঠিক ছিল… হয়তো ঠিকই ছিল। ওদের প্রয়োজনীয়তা আজ বুজতে পারছে এ জাতী । #প্রিসিলা #বাংলাদেশ #Bangladesh #bangladeshi #ncp #BNP #bangla #বাংলাদেশেরখবর #hasnatabdullahnews
Love
Like
6
1 Comments ·795 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com