Upgrade to Pro

বাবা – এক নির্ভরতার নাম

বাবা হলেন সেই মানুষ, যিনি আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম রক্ষাকর্তা এবং নিঃস্বার্থ ভালোবাসার উৎস। তিনি কখনো রোদে হেঁটে ছায়া দেন, কখনো কষ্ট লুকিয়ে হাসিমুখে শক্তি জোগান। আমাদের প্রতিটি সফলতার পেছনে থাকে তার নিঃশব্দ ত্যাগ, অবিরাম পরিশ্রম এবং সীমাহীন ভালোবাসা।

শিশু বয়সে হাত ধরে হাঁটতে শেখানো সেই মানুষটিই একদিন দূর থেকে শুধু দেখেন – যেন তার সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে। বাবা সবসময় আমাদের ছায়ার মতো পাশে থাকেন, যদিও অনেক সময় আমরা তা বুঝে উঠতে পারি না।
বাবা – এক নির্ভরতার নাম বাবা হলেন সেই মানুষ, যিনি আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম রক্ষাকর্তা এবং নিঃস্বার্থ ভালোবাসার উৎস। তিনি কখনো রোদে হেঁটে ছায়া দেন, কখনো কষ্ট লুকিয়ে হাসিমুখে শক্তি জোগান। আমাদের প্রতিটি সফলতার পেছনে থাকে তার নিঃশব্দ ত্যাগ, অবিরাম পরিশ্রম এবং সীমাহীন ভালোবাসা। শিশু বয়সে হাত ধরে হাঁটতে শেখানো সেই মানুষটিই একদিন দূর থেকে শুধু দেখেন – যেন তার সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে। বাবা সবসময় আমাদের ছায়ার মতো পাশে থাকেন, যদিও অনেক সময় আমরা তা বুঝে উঠতে পারি না।
ডোনেট জনসাথী
·160 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com