Upgrade to Pro

স্বামী থাকে প্রবাসে, শশুর শাশুড়ী পরিবার থাকে গ্রামে। মহিলাটি ছেলেদের কে পড়াশোনা করানোর জন্য থাকে একা বাসা ভাড়া করে শহরে। আমি
বললাম বাচ্চাদের কে পড়াশোনা করাচ্ছেন, নাকি অন্য কেউ আপনাকে পড়াশোনা শিখায়ে পেট বড় করে দিয়েছে ???আহ্ কিছু বলার ভাষা নেই

স্বামী বিদেশ স্ত্রী বাচ্চাদের টিউশনি পড়ানোর শিক্ষকের সাথে কুকাজ করে প্রেগন্যান্ট, স্বামী আসবে ঈদের পর বাড়িতে, তাই হাসপাতালে এসেছে বাচ্চা নষ্ট করতে। তাড়িয়ে দিলাম। কিন্তু পরে জানতে পারি
একজন নার্স বাসায় নিয়ে MR করে বাচ্চা নষ্ট করে নিল। শিক্ষিত ভদ্র ফ্যামিলিতে দেশে এমন ঘটনা কম না। MR এমন একটি পদ্ধতি যার মাধ্যমে গর্ভবতী (৬-১০ সপ্তাহ ) মহিলার জরায়ুর অভ্যন্তরের উপাদান সমূহ সিরিঞ্জের সাহায্যে বের করে আনা হয়।অবৈধ পরকীয়া প্রেমের জন্য যেটা বেশি করে, অনেক সময় নিজের ইচ্ছাও অনেক মহিলা করে থাকে, কেউ বা স্বামী শশুর বাড়ির চাপেও করে এমন অহরহ প্রমাণ আমাদের কাছে আছে।সহজ ভাষা সিরিজের মাধ্যমে খত বিক্ষত করে টুকরা টুকরা করে খুঁচিয়ে খুঁচিয়ে যে বাচ্চা নষ্ট করা হয় তাকে MR বলে। এই MR করার জন্যও বহু মেয়ে আছে পরে আর বাচ্চা হয় না। (Menstrual Regulation) সংক্ষেপে যা MR নামে পরিচিত এই পদ্ধতি টি।

ফার্মেসীর দোকানদার ও হাসপাতালে যারা চাকরি করে তারা জানে দেশে কি পরিমাণে বাচ্চা নষ্ট করার মেডিসিন বিক্রি হয়, ও MR ও বিভিন্ন ভাবে হাসপাতালে অবৈধ বাচ্চা নষ্ট করে। আমরা যতই শিক্ষিত হচ্ছি ততই বিবেকহীন হচ্ছি না তো??

এই MR ও বাচ্চা নষ্ট করার মেডিসিন খেয়ে বাচ্চা নষ্ট করার পর বহু মেয়েদের আর জীবনে বাচ্চা হয় না।
বাচ্চা নষ্ট যারা করে এরাও খুনি। বাবার কাছে মেয়ে ধর্ষিতা হচ্ছে বর্তমান সমাজে, চাচার কাছে ভাতিজি, দুলাভাইয়ের কাছে শালি, কাজের মেয়েটাও বাড়ি ওয়ালার কাছে, রাস্তার পাগলী টাও মা হচ্ছে, সমাজে কিছু নষ্ট মানুষদের জন্য এমন ঘটনা অহরহ হচ্ছে। এদের সঠিক বিচার হলে দেশটা পাপ মুক্ত হতে বেশী সময় লাগতো না। আল্লাহ আপনি দেশকে হেফাযত করুন।

কলমে রোকসানা ইয়াসমিন রোকেয়া
স্বামী থাকে প্রবাসে, শশুর শাশুড়ী পরিবার থাকে গ্রামে। মহিলাটি ছেলেদের কে পড়াশোনা করানোর জন্য থাকে একা বাসা ভাড়া করে শহরে। আমি বললাম বাচ্চাদের কে পড়াশোনা করাচ্ছেন, নাকি অন্য কেউ আপনাকে পড়াশোনা শিখায়ে পেট বড় করে দিয়েছে ???আহ্ কিছু বলার ভাষা নেই স্বামী বিদেশ স্ত্রী বাচ্চাদের টিউশনি পড়ানোর শিক্ষকের সাথে কুকাজ করে প্রেগন্যান্ট, স্বামী আসবে ঈদের পর বাড়িতে, তাই হাসপাতালে এসেছে বাচ্চা নষ্ট করতে। তাড়িয়ে দিলাম। কিন্তু পরে জানতে পারি একজন নার্স বাসায় নিয়ে MR করে বাচ্চা নষ্ট করে নিল। শিক্ষিত ভদ্র ফ্যামিলিতে দেশে এমন ঘটনা কম না। MR এমন একটি পদ্ধতি যার মাধ্যমে গর্ভবতী (৬-১০ সপ্তাহ ) মহিলার জরায়ুর অভ্যন্তরের উপাদান সমূহ সিরিঞ্জের সাহায্যে বের করে আনা হয়।অবৈধ পরকীয়া প্রেমের জন্য যেটা বেশি করে, অনেক সময় নিজের ইচ্ছাও অনেক মহিলা করে থাকে, কেউ বা স্বামী শশুর বাড়ির চাপেও করে এমন অহরহ প্রমাণ আমাদের কাছে আছে।সহজ ভাষা সিরিজের মাধ্যমে খত বিক্ষত করে টুকরা টুকরা করে খুঁচিয়ে খুঁচিয়ে যে বাচ্চা নষ্ট করা হয় তাকে MR বলে। এই MR করার জন্যও বহু মেয়ে আছে পরে আর বাচ্চা হয় না। (Menstrual Regulation) সংক্ষেপে যা MR নামে পরিচিত এই পদ্ধতি টি। ফার্মেসীর দোকানদার ও হাসপাতালে যারা চাকরি করে তারা জানে দেশে কি পরিমাণে বাচ্চা নষ্ট করার মেডিসিন বিক্রি হয়, ও MR ও বিভিন্ন ভাবে হাসপাতালে অবৈধ বাচ্চা নষ্ট করে। আমরা যতই শিক্ষিত হচ্ছি ততই বিবেকহীন হচ্ছি না তো?? এই MR ও বাচ্চা নষ্ট করার মেডিসিন খেয়ে বাচ্চা নষ্ট করার পর বহু মেয়েদের আর জীবনে বাচ্চা হয় না। বাচ্চা নষ্ট যারা করে এরাও খুনি। বাবার কাছে মেয়ে ধর্ষিতা হচ্ছে বর্তমান সমাজে, চাচার কাছে ভাতিজি, দুলাভাইয়ের কাছে শালি, কাজের মেয়েটাও বাড়ি ওয়ালার কাছে, রাস্তার পাগলী টাও মা হচ্ছে, সমাজে কিছু নষ্ট মানুষদের জন্য এমন ঘটনা অহরহ হচ্ছে। এদের সঠিক বিচার হলে দেশটা পাপ মুক্ত হতে বেশী সময় লাগতো না। আল্লাহ আপনি দেশকে হেফাযত করুন। কলমে রোকসানা ইয়াসমিন রোকেয়া
·201 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com