ইসরায়েলি সার্জেন্ট ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল। হারেৎজ ও জেরুজালেম পোস্ট জানাচ্ছে—সে আত্মহত্যা করেছে। (লিংক কমেন্ট বক্সে)
সে কোন যুদ্ধে হেরেছে? না, গাজায় সে হয়তো ট্যাঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিল, গোলাবর্ষণ করেছিল, বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই যুদ্ধ শুধু বাইরের সঙ্গেই ছিলোনা—তার ভেতরের বিবেকও যুদ্ধ করছিল।
১৩ জন মানুষের মৃত্যুর ভার হয়তো সে বহন করতে পারেনি। যুদ্ধ যখন বাস্তবের পৃথিবী থেকে উঠে এসে মনের ভিতর ঘাটি গাড়ে, তখন আর রাইফেল দিয়ে সেটাকে থামানো যায় না। ট্রিগারে আঙুল রাখা যায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ না থামলে... ঘুমানো যায় না।
ইসরায়েল যা পারে না, গাজা তা করে—মজলুমের নীরব চোখের কান্না মৃত্যু হয়ে হানা দেয় আগ্রাসকের মনেও। এই আত্মহত্যা আমাদের মনে করিয়ে দেয়—জুলুম শুধু শরীর ভাঙে না, অপরাধীর আত্মাও গিলে খায়।
একটি রাষ্ট্র যখন ধর্ম, নিরাপত্তা আর আত্মরক্ষার নামে দখল, ধ্বংস আর গণহত্যা চালায়—তখন কিছু সৈনিক বুঝে ফেলে, তারা সত্যিকার যুদ্ধে জিতলেও মানুষ হিসেবে হেরে গেছে।
এই আত্মহত্যা সেই পরাজয়ের স্বীকারোক্তি।
#pinaki Bhattacharya
সে কোন যুদ্ধে হেরেছে? না, গাজায় সে হয়তো ট্যাঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিল, গোলাবর্ষণ করেছিল, বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই যুদ্ধ শুধু বাইরের সঙ্গেই ছিলোনা—তার ভেতরের বিবেকও যুদ্ধ করছিল।
১৩ জন মানুষের মৃত্যুর ভার হয়তো সে বহন করতে পারেনি। যুদ্ধ যখন বাস্তবের পৃথিবী থেকে উঠে এসে মনের ভিতর ঘাটি গাড়ে, তখন আর রাইফেল দিয়ে সেটাকে থামানো যায় না। ট্রিগারে আঙুল রাখা যায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ না থামলে... ঘুমানো যায় না।
ইসরায়েল যা পারে না, গাজা তা করে—মজলুমের নীরব চোখের কান্না মৃত্যু হয়ে হানা দেয় আগ্রাসকের মনেও। এই আত্মহত্যা আমাদের মনে করিয়ে দেয়—জুলুম শুধু শরীর ভাঙে না, অপরাধীর আত্মাও গিলে খায়।
একটি রাষ্ট্র যখন ধর্ম, নিরাপত্তা আর আত্মরক্ষার নামে দখল, ধ্বংস আর গণহত্যা চালায়—তখন কিছু সৈনিক বুঝে ফেলে, তারা সত্যিকার যুদ্ধে জিতলেও মানুষ হিসেবে হেরে গেছে।
এই আত্মহত্যা সেই পরাজয়ের স্বীকারোক্তি।
#pinaki Bhattacharya
ইসরায়েলি সার্জেন্ট ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল। হারেৎজ ও জেরুজালেম পোস্ট জানাচ্ছে—সে আত্মহত্যা করেছে। (লিংক কমেন্ট বক্সে)
সে কোন যুদ্ধে হেরেছে? না, গাজায় সে হয়তো ট্যাঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিল, গোলাবর্ষণ করেছিল, বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই যুদ্ধ শুধু বাইরের সঙ্গেই ছিলোনা—তার ভেতরের বিবেকও যুদ্ধ করছিল।
১৩ জন মানুষের মৃত্যুর ভার হয়তো সে বহন করতে পারেনি। যুদ্ধ যখন বাস্তবের পৃথিবী থেকে উঠে এসে মনের ভিতর ঘাটি গাড়ে, তখন আর রাইফেল দিয়ে সেটাকে থামানো যায় না। ট্রিগারে আঙুল রাখা যায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ না থামলে... ঘুমানো যায় না।
ইসরায়েল যা পারে না, গাজা তা করে—মজলুমের নীরব চোখের কান্না মৃত্যু হয়ে হানা দেয় আগ্রাসকের মনেও। এই আত্মহত্যা আমাদের মনে করিয়ে দেয়—জুলুম শুধু শরীর ভাঙে না, অপরাধীর আত্মাও গিলে খায়।
একটি রাষ্ট্র যখন ধর্ম, নিরাপত্তা আর আত্মরক্ষার নামে দখল, ধ্বংস আর গণহত্যা চালায়—তখন কিছু সৈনিক বুঝে ফেলে, তারা সত্যিকার যুদ্ধে জিতলেও মানুষ হিসেবে হেরে গেছে।
এই আত্মহত্যা সেই পরাজয়ের স্বীকারোক্তি।
#pinaki Bhattacharya
1 Comments
·132 Views
·0 Reviews