Upgrade to Pro

জানেন এমন অনেক পুরুষ আছে যারা কিনা খুবই নম্র, ভদ্র, শিক্ষিত কিন্তু বউয়ের গায়ে হাত উঠায়। তারা ভেবে নেয় রাগের মাথায় এসব নরমাল। অথচ বাহিরের প্রতিটা মানুষের সামনে তারা মাটির মানুষ। এরকম পুরুষের স্ত্রীরা ডিভোর্স নিলেও বিপদ, লোকে বলবে দোষ বউয়ের ছেলে তো খুব ভদ্র। আবার সুইসাইড করলেও বিপদ, মানসিক রোগী ছিলো বলে চালিয়ে দিবে। যারা তথাকথিত শিক্ষিত নয় তাদের কথা বাদ দিলাম। কিন্তু যারা শিক্ষিত হয়েও বউয়ের উপর টর্চার করে তারা আসলে কি ভেবে করে এই কাজটা? মানে শরীরের জোর দিয়ে নিজের স্ত্রীকে কেনো কিছু মানুষ দমিয়ে রাখতে চায়? যে হাত,পা নিয়ে স্ত্রীর উপর আঘাত করে সেই হাত,পা গুলো যদি ভেঙে যায় স্ত্রী ছাড়া কেউ সেবা করবে না। হাগুমুতুর উপরেই গড়াগড়ি খেতে হবে যদি বউ যত্ন না করে। তবুও কেনো অনেক মানুষ পুরো দুনিয়ার জন্য নরম হলেও বউয়ের জন্য গরম??
#নারী
#Rafia_Moon
জানেন এমন অনেক পুরুষ আছে যারা কিনা খুবই নম্র, ভদ্র, শিক্ষিত কিন্তু বউয়ের গায়ে হাত উঠায়। তারা ভেবে নেয় রাগের মাথায় এসব নরমাল। অথচ বাহিরের প্রতিটা মানুষের সামনে তারা মাটির মানুষ। এরকম পুরুষের স্ত্রীরা ডিভোর্স নিলেও বিপদ, লোকে বলবে দোষ বউয়ের ছেলে তো খুব ভদ্র। আবার সুইসাইড করলেও বিপদ, মানসিক রোগী ছিলো বলে চালিয়ে দিবে। যারা তথাকথিত শিক্ষিত নয় তাদের কথা বাদ দিলাম। কিন্তু যারা শিক্ষিত হয়েও বউয়ের উপর টর্চার করে তারা আসলে কি ভেবে করে এই কাজটা? মানে শরীরের জোর দিয়ে নিজের স্ত্রীকে কেনো কিছু মানুষ দমিয়ে রাখতে চায়? যে হাত,পা নিয়ে স্ত্রীর উপর আঘাত করে সেই হাত,পা গুলো যদি ভেঙে যায় স্ত্রী ছাড়া কেউ সেবা করবে না। হাগুমুতুর উপরেই গড়াগড়ি খেতে হবে যদি বউ যত্ন না করে। তবুও কেনো অনেক মানুষ পুরো দুনিয়ার জন্য নরম হলেও বউয়ের জন্য গরম?? #নারী #Rafia_Moon
ডোনেট জনসাথী
Love
Haha
2
·112 Views ·0 Reviews
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com