আমার লেখা ছড়া
.........................................................................
সাহেবের ছেলে
চোখদুটো টানা টানা
চেহারায় মায়া,
মাথার ওপরে ওর
নেই কোনো ছায়া।
বয়স কত বা হবে
দশ বড় জোর,
ছোট্ট জীবনে কোনো
নেই সুখ ওর।
করেনি ও দোষ কোনো
করেনি ও পাপ,
ছোট্ট জীবনে তবু
কেন অভিশাপ?
দুটো খেয়ে কোনোমতে
আজ গেল কেটে,
জানে না কালকে কিছু
পড়বে কি পেটে?
পথ-ঘাট টানে ওকে
খোলা প্রান্তর,
তাই বুঝি ছেলেটির
নেই কোনো ঘর।
সুন্দর জুতো আর
জামা-টামা পেলে,
সবাই ভাববে ওকে
সাহেবের ছেলে।
.......................................................................................................................
ছবিটি আমি AI দিয়ে সৃষ্টি করেছি। ছবিটি কপিরাইটেড। অনুগ্রহ করে ছবিটি ব্যবহার করবেন না। আমার ইমেইল: faruk101@proton.me
I created the photo with AI. The photo is copyrighted. Please do not use the photo. My email: faruk101@proton.me
.........................................................................
সাহেবের ছেলে
চোখদুটো টানা টানা
চেহারায় মায়া,
মাথার ওপরে ওর
নেই কোনো ছায়া।
বয়স কত বা হবে
দশ বড় জোর,
ছোট্ট জীবনে কোনো
নেই সুখ ওর।
করেনি ও দোষ কোনো
করেনি ও পাপ,
ছোট্ট জীবনে তবু
কেন অভিশাপ?
দুটো খেয়ে কোনোমতে
আজ গেল কেটে,
জানে না কালকে কিছু
পড়বে কি পেটে?
পথ-ঘাট টানে ওকে
খোলা প্রান্তর,
তাই বুঝি ছেলেটির
নেই কোনো ঘর।
সুন্দর জুতো আর
জামা-টামা পেলে,
সবাই ভাববে ওকে
সাহেবের ছেলে।
.......................................................................................................................
ছবিটি আমি AI দিয়ে সৃষ্টি করেছি। ছবিটি কপিরাইটেড। অনুগ্রহ করে ছবিটি ব্যবহার করবেন না। আমার ইমেইল: faruk101@proton.me
I created the photo with AI. The photo is copyrighted. Please do not use the photo. My email: faruk101@proton.me
আমার লেখা ছড়া
.........................................................................
সাহেবের ছেলে
চোখদুটো টানা টানা
চেহারায় মায়া,
মাথার ওপরে ওর
নেই কোনো ছায়া।
বয়স কত বা হবে
দশ বড় জোর,
ছোট্ট জীবনে কোনো
নেই সুখ ওর।
করেনি ও দোষ কোনো
করেনি ও পাপ,
ছোট্ট জীবনে তবু
কেন অভিশাপ?
দুটো খেয়ে কোনোমতে
আজ গেল কেটে,
জানে না কালকে কিছু
পড়বে কি পেটে?
পথ-ঘাট টানে ওকে
খোলা প্রান্তর,
তাই বুঝি ছেলেটির
নেই কোনো ঘর।
সুন্দর জুতো আর
জামা-টামা পেলে,
সবাই ভাববে ওকে
সাহেবের ছেলে।
.......................................................................................................................
ছবিটি আমি AI দিয়ে সৃষ্টি করেছি। ছবিটি কপিরাইটেড। অনুগ্রহ করে ছবিটি ব্যবহার করবেন না। আমার ইমেইল: faruk101@proton.me
I created the photo with AI. The photo is copyrighted. Please do not use the photo. My email: faruk101@proton.me


