আমি একা মানুষ
আমি একা, নীরবতার সাথেই আমার কথা,
দিন শেষে কারো ফেরার অপেক্ষা থাকে না।
আকাশে চাঁদ উঠে, তারা হাসে দূর থেকে,
আমার ঘরে আলো জ্বলে কেবল দেয়ালে ধেকে।
হাজারো মুখের ভিড়ে আমি হারিয়ে যাই,
কেউ জিজ্ঞেস করে না—"তুমি ঠিক আছো ভাই?"
হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রুর নদী,
ভিতরের তীব্র কষ্ট কেউ কি বোঝে কভু সদ্য?
চাওয়া ছিলো কম, ভালোবাসা শুধু চেয়েছি,
মেলেনি তার ছোঁয়া, তবু নিঃশব্দে বেঁচে আছি।
একাকীত্ব এখন সঙ্গী, ছায়া হয়ে চলে,
আমি একা মানুষ, মন খালি, হৃদয় দুঃখে জলে।
আমি একা, নীরবতার সাথেই আমার কথা,
দিন শেষে কারো ফেরার অপেক্ষা থাকে না।
আকাশে চাঁদ উঠে, তারা হাসে দূর থেকে,
আমার ঘরে আলো জ্বলে কেবল দেয়ালে ধেকে।
হাজারো মুখের ভিড়ে আমি হারিয়ে যাই,
কেউ জিজ্ঞেস করে না—"তুমি ঠিক আছো ভাই?"
হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রুর নদী,
ভিতরের তীব্র কষ্ট কেউ কি বোঝে কভু সদ্য?
চাওয়া ছিলো কম, ভালোবাসা শুধু চেয়েছি,
মেলেনি তার ছোঁয়া, তবু নিঃশব্দে বেঁচে আছি।
একাকীত্ব এখন সঙ্গী, ছায়া হয়ে চলে,
আমি একা মানুষ, মন খালি, হৃদয় দুঃখে জলে।
আমি একা মানুষ
আমি একা, নীরবতার সাথেই আমার কথা,
দিন শেষে কারো ফেরার অপেক্ষা থাকে না।
আকাশে চাঁদ উঠে, তারা হাসে দূর থেকে,
আমার ঘরে আলো জ্বলে কেবল দেয়ালে ধেকে।
হাজারো মুখের ভিড়ে আমি হারিয়ে যাই,
কেউ জিজ্ঞেস করে না—"তুমি ঠিক আছো ভাই?"
হাসির আড়ালে লুকিয়ে থাকে অশ্রুর নদী,
ভিতরের তীব্র কষ্ট কেউ কি বোঝে কভু সদ্য?
চাওয়া ছিলো কম, ভালোবাসা শুধু চেয়েছি,
মেলেনি তার ছোঁয়া, তবু নিঃশব্দে বেঁচে আছি।
একাকীত্ব এখন সঙ্গী, ছায়া হয়ে চলে,
আমি একা মানুষ, মন খালি, হৃদয় দুঃখে জলে।


