Sponsored
যোগাযোগ নেই;
অথচ থাকার কথা ছিলো আজন্ম।

সময় নেই;
অথচ সব সময় পাশে থাকার কথা ছিলো।

ব্যস্ত ভীষণ;
অথচ সকল ব্যস্ততার মাঝে খোঁজ নেওয়ার কথা ছিলো।

অচেনা হয়ে গেছো;
অথচ চেনা রাস্তায় ফেরার কথা কথা ছিলো।

নিরবতা চেপে বসেছে;
অথচ প্রতিটি ক্ষণ কথা বলার কথা ছিলো।

ভুলে গেছো সব;
অথচ প্রতিটি স্মৃতি ধরে রাখার কথা ছিলো।

দূরে চলে গেছো;
অথচ হাতটা শক্ত করে ধরার কথা ছিলো।

ভালোবেসেছিলে একদিন;
অথচ সারাজীবন ভালোবাসার কথা ছিলো।
যোগাযোগ নেই; অথচ থাকার কথা ছিলো আজন্ম। সময় নেই; অথচ সব সময় পাশে থাকার কথা ছিলো। ব্যস্ত ভীষণ; অথচ সকল ব্যস্ততার মাঝে খোঁজ নেওয়ার কথা ছিলো। অচেনা হয়ে গেছো; অথচ চেনা রাস্তায় ফেরার কথা কথা ছিলো। নিরবতা চেপে বসেছে; অথচ প্রতিটি ক্ষণ কথা বলার কথা ছিলো। ভুলে গেছো সব; অথচ প্রতিটি স্মৃতি ধরে রাখার কথা ছিলো। দূরে চলে গেছো; অথচ হাতটা শক্ত করে ধরার কথা ছিলো। ভালোবেসেছিলে একদিন; অথচ সারাজীবন ভালোবাসার কথা ছিলো।
Love
Like
Angry
21
· 8 Comments ·0 Shares ·199 Views ·0 Reviews
Sponsored
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com