জুলাই ঘোষণা, জুলাই সনদ এবং গণমাধ্যম


জুলাই গণ-অভ্যুত্থানের পরে গণমাধ্যম ও গণসার্বভৌমত্বের সম্পর্ক বিচার বাংলাদেশের আগামী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম আলোয় কামাল আহমেদের ‘জুলাই সনদে কী থাকছে, কী থাকা উচিত’ (২৬ জুন ২০২৫) লেখাটির সূত্রে দুই কিস্তিতে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব।

একটি সহজ সূত্র ধরে সে আলোচনা শুরু করতে পারি। সেটা হচ্ছে: জনগণের চিন্তা ও বিবেকের স্বাধীনতা হরণ করার ক্ষমতা বা অধিকার রাষ্ট্রের থাকা উচিত কি না? জনগণ সেই অধিকার বা ক্ষমতা রাষ্ট্রকে দিতে পারে কি না বা দেওয়া উচিত কি না—এই তর্ক পুরোনো। টমাস হবসের লেভিয়াথান (১৬৫১) প্রকাশের সময় থেকেই নানাভাবে চলে আসছে।

গণসার্বভৌমত্ব বা ‘পপুলার সভরেন্টি’র দাবি হচ্ছে, জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস, রাষ্ট্র নয়। বিপরীতে, টমাস হবসের লেভিয়াথান গ্রন্থে সার্বভৌমত্ব (সভারেন্টি) একটি নিরঙ্কুশ, একক ও অপরিহার্য ক্ষমতা, যা হবস জনগণের চুক্তির মাধ্যমে একটি সর্বময় কর্তৃত্বের (সার্বভৌম) হাতে তুলে দেওয়ার যুক্তি প্রতিষ্ঠিত করেন।

গণসার্বভৌমত্বের ধারণার দৃষ্টিকোণ থেকে লেভিয়াথান-এর সার্বভৌমত্ব একটি গণবিরোধী, গণহীন এবং জনগণের ক্ষমতাকে অক্ষম করে ফেলার পদ্ধতি।


#jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
জুলাই ঘোষণা, জুলাই সনদ এবং গণমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থানের পরে গণমাধ্যম ও গণসার্বভৌমত্বের সম্পর্ক বিচার বাংলাদেশের আগামী রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম আলোয় কামাল আহমেদের ‘জুলাই সনদে কী থাকছে, কী থাকা উচিত’ (২৬ জুন ২০২৫) লেখাটির সূত্রে দুই কিস্তিতে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। একটি সহজ সূত্র ধরে সে আলোচনা শুরু করতে পারি। সেটা হচ্ছে: জনগণের চিন্তা ও বিবেকের স্বাধীনতা হরণ করার ক্ষমতা বা অধিকার রাষ্ট্রের থাকা উচিত কি না? জনগণ সেই অধিকার বা ক্ষমতা রাষ্ট্রকে দিতে পারে কি না বা দেওয়া উচিত কি না—এই তর্ক পুরোনো। টমাস হবসের লেভিয়াথান (১৬৫১) প্রকাশের সময় থেকেই নানাভাবে চলে আসছে। গণসার্বভৌমত্ব বা ‘পপুলার সভরেন্টি’র দাবি হচ্ছে, জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস, রাষ্ট্র নয়। বিপরীতে, টমাস হবসের লেভিয়াথান গ্রন্থে সার্বভৌমত্ব (সভারেন্টি) একটি নিরঙ্কুশ, একক ও অপরিহার্য ক্ষমতা, যা হবস জনগণের চুক্তির মাধ্যমে একটি সর্বময় কর্তৃত্বের (সার্বভৌম) হাতে তুলে দেওয়ার যুক্তি প্রতিষ্ঠিত করেন। গণসার্বভৌমত্বের ধারণার দৃষ্টিকোণ থেকে লেভিয়াথান-এর সার্বভৌমত্ব একটি গণবিরোধী, গণহীন এবং জনগণের ক্ষমতাকে অক্ষম করে ফেলার পদ্ধতি। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
Love
JonoSathi React
7
· 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com