একটি ছবির মধ্যে ১০০ বছরের ক্যালেন্ডার। এটা কি সম্ভব?

হ্যাঁ, সম্ভব। নিচের ছবিটি দেখুন, এই ছবির মালিক হচ্ছেন, জিতেন্দ্র দে। তিনি তার সৃজনশীলতা দিয়ে এই ছবিটি তৈরি করেছেন। প্রথম অবস্থায় এই ক্যালেন্ডার বোঝা খুব শক্ত, কিন্তু মনযোগ দিয়ে দেখলে এটাও স্বাভাবিক ক্যালেন্ডারের মতো মনে হবে।

ক্যালেন্ডাটির ব্যবহারবিধিঃ

বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2100) ওই সালের লাইন বরাবর গিয়ে মাসটা দেখুন ওখানে যে ক্যাপিটাল লেটার আছে ওটা অনুযায়ী নীচে কোন তারিক কি বার দেখে নিন ।

উদাহরনস্বরূপ :- 2020 সালের 18 august কি বার জানতে হলে, বাম দিকে 20 সংখ্যা টি খুজুন তারপর ওই সংখ্যার লাইন বরাবর আগস্ট মাসে লেটার (F) টি দেখুন , এবার নীচে F এর ঘরের 18 তারিখ কি বার ( Tuesday ) লক্ষ করুন।

উত্তরটি জানার পর আপনার মতামত (মন্তব্য) জানাতে ভুলবেন না, নিশ্চয় আপভোট অপেক্ষা মন্তব্যের গুরুত্ব বেশি☺

ধন্যবাদ
একটি ছবির মধ্যে ১০০ বছরের ক্যালেন্ডার। এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। নিচের ছবিটি দেখুন, এই ছবির মালিক হচ্ছেন, জিতেন্দ্র দে। তিনি তার সৃজনশীলতা দিয়ে এই ছবিটি তৈরি করেছেন। প্রথম অবস্থায় এই ক্যালেন্ডার বোঝা খুব শক্ত, কিন্তু মনযোগ দিয়ে দেখলে এটাও স্বাভাবিক ক্যালেন্ডারের মতো মনে হবে। ক্যালেন্ডাটির ব্যবহারবিধিঃ বামদিকের সংখ্যা গুলো সাল (2001 to 2100) ওই সালের লাইন বরাবর গিয়ে মাসটা দেখুন ওখানে যে ক্যাপিটাল লেটার আছে ওটা অনুযায়ী নীচে কোন তারিক কি বার দেখে নিন । উদাহরনস্বরূপ :- 2020 সালের 18 august কি বার জানতে হলে, বাম দিকে 20 সংখ্যা টি খুজুন তারপর ওই সংখ্যার লাইন বরাবর আগস্ট মাসে লেটার (F) টি দেখুন , এবার নীচে F এর ঘরের 18 তারিখ কি বার ( Tuesday ) লক্ষ করুন। উত্তরটি জানার পর আপনার মতামত (মন্তব্য) জানাতে ভুলবেন না, নিশ্চয় আপভোট অপেক্ষা মন্তব্যের গুরুত্ব বেশি☺ ধন্যবাদ
Like
1
· 0 মন্তব্য ·0 শেয়ার ·44 দেখেছে ·0 রিভিউ
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com