• অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল

    সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখেরও বেশি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। একই সময়ে ২১ লাখেরও বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

    মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত অর্থবছরে মোট ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এছাড়াও, ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা ই-রিটার্ন নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন।

    এনবিআর আরও উল্লেখ করেছে যে, কর পরিষেবাগুলোকে আরও সহজলভ্য, কার্যকর ও করদাতা বান্ধব করার জন্য তাদের বৃহত্তর অটোমেশন কর্মসূচির আওতায় এই পরিবর্তন একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’।

    অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা সহজ হওয়ায় তা করদাতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিল করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    এনবিআর বছরজুড়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে তাৎক্ষণিক অনলাইনে আয়কর সনদ প্রদানের সুবিধাও রয়েছে।

    এছাড়াও, আয়কর আইন, ২০২৩ এর ১৮০ ধারা অনুযায়ী, করদাতারা তাদের মূল রিটার্ন জমার পর ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। কোনো ভুল বা অনুল্লিখিত তথ্য পাওয়া গেলে করদাতারা ঘরে বসেই এই সুবিধা নিতে পারবেন।

    কর্তৃপক্ষ অনলাইনে রিটার্ন জমা দেওয়া সকল করদাতাকে ধন্যবাদ জানিয়েছে। একইসঙ্গে, তারা করদাতাদের রিটার্ন দাখিল এবং সনদ সংগ্রহের জন্য সারা বছর ধরে ডিজিটাল পরিষেবাগুলোর ব্যবহার চালিয়ে যেতে উৎসাহিত করেছে।

    বিডি-প্রতিদিন/বাজিত

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ১৭ লাখেরও বেশি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। একই সময়ে ২১ লাখেরও বেশি করদাতা ই-রিটার্নের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত অর্থবছরে মোট ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এছাড়াও, ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা ই-রিটার্ন নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন। এনবিআর আরও উল্লেখ করেছে যে, কর পরিষেবাগুলোকে আরও সহজলভ্য, কার্যকর ও করদাতা বান্ধব করার জন্য তাদের বৃহত্তর অটোমেশন কর্মসূচির আওতায় এই পরিবর্তন একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’। অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা সহজ হওয়ায় তা করদাতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিল করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এনবিআর বছরজুড়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে তাৎক্ষণিক অনলাইনে আয়কর সনদ প্রদানের সুবিধাও রয়েছে। এছাড়াও, আয়কর আইন, ২০২৩ এর ১৮০ ধারা অনুযায়ী, করদাতারা তাদের মূল রিটার্ন জমার পর ১৮০ দিনের মধ্যে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। কোনো ভুল বা অনুল্লিখিত তথ্য পাওয়া গেলে করদাতারা ঘরে বসেই এই সুবিধা নিতে পারবেন। কর্তৃপক্ষ অনলাইনে রিটার্ন জমা দেওয়া সকল করদাতাকে ধন্যবাদ জানিয়েছে। একইসঙ্গে, তারা করদাতাদের রিটার্ন দাখিল এবং সনদ সংগ্রহের জন্য সারা বছর ধরে ডিজিটাল পরিষেবাগুলোর ব্যবহার চালিয়ে যেতে উৎসাহিত করেছে। বিডি-প্রতিদিন/বাজিত #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    Love
    JonoSathi React
    2
    · 1 Comments ·0 Shares ·29 Views ·0 Reviews
  • ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর দিয়েছে ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

    সেই নারীর দাবি, পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এ সময় তিনি তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন।


    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর দিয়েছে ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। সেই নারীর দাবি, পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। এ সময় তিনি তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    Love
    4
    · 0 Comments ·0 Shares ·17 Views ·0 Reviews
  • বাড়তি আয়ের আশায় অনলাইনে বিনিয়োগ, ১০ দিনে কোটি টাকা খোয়ালেন ব্যাংক কর্মকর্তা
    চাকরিতে বেতন ধরাবাঁধা। অনেকেই তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজেন। পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তাও আরেকটু সচ্ছলতার আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলেন। ৫ থেকে ১০ হাজার টাকা নয়; ১০ দিনের ব্যবধানে বিনিয়োগ করেছিলেন ১ কোটি ১০ লাখ টাকা। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন প্রতারকেরা।

    গত ২১ মে লালবাগ থানায় অজ্ঞাত ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা। তাঁর ভাষ্য, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় কথিত ‘আপওয়ার্ক ফ্রন্টডেস্ক–২০২৩’–এ গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করেছিলেন। শুরুর দিকে কয়েক দিন ওই প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার টাকা ‘আয়’ও করেন। একপর্যায়ে তাঁকে কথিত আপওয়ার্কের অংশীদার হওয়ার প্রলোভন দেখানো হয়। সেই ফাঁদে পা দিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এক কোটি টাকা ওই প্ল্যাটফর্মের কথিত পরিচালকদের দেওয়া ব্যাংক হিসাবে জমা দেন। পরে অংশীদার হওয়ার কাগজ পেয়ে দেখেন সেটি ভুয়া। প্রতারকদের মুঠোফোন বন্ধ।
    #virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    বাড়তি আয়ের আশায় অনলাইনে বিনিয়োগ, ১০ দিনে কোটি টাকা খোয়ালেন ব্যাংক কর্মকর্তা চাকরিতে বেতন ধরাবাঁধা। অনেকেই তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজেন। পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তাও আরেকটু সচ্ছলতার আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলেন। ৫ থেকে ১০ হাজার টাকা নয়; ১০ দিনের ব্যবধানে বিনিয়োগ করেছিলেন ১ কোটি ১০ লাখ টাকা। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন প্রতারকেরা। গত ২১ মে লালবাগ থানায় অজ্ঞাত ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা। তাঁর ভাষ্য, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় কথিত ‘আপওয়ার্ক ফ্রন্টডেস্ক–২০২৩’–এ গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করেছিলেন। শুরুর দিকে কয়েক দিন ওই প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার টাকা ‘আয়’ও করেন। একপর্যায়ে তাঁকে কথিত আপওয়ার্কের অংশীদার হওয়ার প্রলোভন দেখানো হয়। সেই ফাঁদে পা দিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এক কোটি টাকা ওই প্ল্যাটফর্মের কথিত পরিচালকদের দেওয়া ব্যাংক হিসাবে জমা দেন। পরে অংশীদার হওয়ার কাগজ পেয়ে দেখেন সেটি ভুয়া। প্রতারকদের মুঠোফোন বন্ধ। #virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    Love
    JonoSathi React
    Like
    5
    · 0 Comments ·0 Shares ·8 Views ·0 Reviews
  • বাড়তি আয়ের আশায় অনলাইনে বিনিয়োগ, ১০ দিনে কোটি টাকা খোয়ালেন ব্যাংক কর্মকর্তা
    চাকরিতে বেতন ধরাবাঁধা। অনেকেই তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজেন। পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তাও আরেকটু সচ্ছলতার আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলেন। ৫ থেকে ১০ হাজার টাকা নয়; ১০ দিনের ব্যবধানে বিনিয়োগ করেছিলেন ১ কোটি ১০ লাখ টাকা। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন প্রতারকেরা।

    গত ২১ মে লালবাগ থানায় অজ্ঞাত ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা। তাঁর ভাষ্য, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় কথিত ‘আপওয়ার্ক ফ্রন্টডেস্ক–২০২৩’–এ গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করেছিলেন। শুরুর দিকে কয়েক দিন ওই প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার টাকা ‘আয়’ও করেন। একপর্যায়ে তাঁকে কথিত আপওয়ার্কের অংশীদার হওয়ার প্রলোভন দেখানো হয়। সেই ফাঁদে পা দিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এক কোটি টাকা ওই প্ল্যাটফর্মের কথিত পরিচালকদের দেওয়া ব্যাংক হিসাবে জমা দেন। পরে অংশীদার হওয়ার কাগজ পেয়ে দেখেন সেটি ভুয়া। প্রতারকদের মুঠোফোন বন্ধ।
    #virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    বাড়তি আয়ের আশায় অনলাইনে বিনিয়োগ, ১০ দিনে কোটি টাকা খোয়ালেন ব্যাংক কর্মকর্তা চাকরিতে বেতন ধরাবাঁধা। অনেকেই তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজেন। পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তাও আরেকটু সচ্ছলতার আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলেন। ৫ থেকে ১০ হাজার টাকা নয়; ১০ দিনের ব্যবধানে বিনিয়োগ করেছিলেন ১ কোটি ১০ লাখ টাকা। সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন প্রতারকেরা। গত ২১ মে লালবাগ থানায় অজ্ঞাত ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা। তাঁর ভাষ্য, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের আশায় কথিত ‘আপওয়ার্ক ফ্রন্টডেস্ক–২০২৩’–এ গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করেছিলেন। শুরুর দিকে কয়েক দিন ওই প্ল্যাটফর্ম থেকে কয়েক হাজার টাকা ‘আয়’ও করেন। একপর্যায়ে তাঁকে কথিত আপওয়ার্কের অংশীদার হওয়ার প্রলোভন দেখানো হয়। সেই ফাঁদে পা দিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছ থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এক কোটি টাকা ওই প্ল্যাটফর্মের কথিত পরিচালকদের দেওয়া ব্যাংক হিসাবে জমা দেন। পরে অংশীদার হওয়ার কাগজ পেয়ে দেখেন সেটি ভুয়া। প্রতারকদের মুঠোফোন বন্ধ। #virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    2
    · 0 Comments ·0 Shares ·9 Views ·0 Reviews
  • 💥 এই গোপন লিংক বদলে দিচ্ছে মানুষের ভাগ্য – আপনি কি তৈরি?

    আজকের দিনে টাকা ইনকাম বা সফলতা পাওয়া যতটা কঠিন মনে হয়, ঠিক ততটাই সহজ হয়ে গেছে এই একটি লিংকে ক্লিক করার মাধ্যমে।
    হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন!

    এই লিংক 👉 https://short-link.me/14UCy
    অনেকেই ইতোমধ্যে ক্লিক করে পেয়ে যাচ্ছে অবিশ্বাস্য রিওয়ার্ড, ইনকাম ও সুযোগ, যা আগে কখনো পায়নি।

    🔥 কেন এত মানুষ এই লিংকে ভরসা করছে?

    📌 কারণ এটি সাধারণ কোনো লিংক নয়।
    এই লিংকের পেছনে লুকিয়ে আছে এমন একটি সুযোগ যা—
    ✅ রেজিস্ট্রেশন ছাড়াই
    ✅ এক ক্লিকেই অ্যাক্সেসযোগ্য
    ✅ এবং আপনার জীবনে এনে দিতে পারে অর্থ, গেমিং রিওয়ার্ড অথবা স্পেশাল অ্যাক্সেস

    অনেকেই বলছে:
    🗣️ "বিশ্বাস করিনি, কিন্তু ক্লিক করার পর যা পেলাম, আমি অবাক!"
    🗣️ "একটা ক্লিকেই আমার ইনকামের নতুন দরজা খুলে গেছে!"
    🗣️ "ভেবেছিলাম আবার ফেক হবে, কিন্তু এইবার আসলেই কাজ করেছে!"

    💰 সুযোগ সবার জন্য না – কিন্তু আপনার জন্য এখনই আছে!

    ⚠️ এই সুযোগ সীমিত সময়ের জন্য। আপনি এখনই ক্লিক না করলে, পরবর্তীতে আর পাবেন না।
    🔥 প্রতিদিন হাজার হাজার মানুষ ক্লিক করছে, আর দেরি করলে আপনি শুধু আফসোস করবেন।

    👉 একবার ক্লিক করেই জেনে নিন কি আছে ভিতরে:
    https://short-link.me/14UCy


    ---

    ⚡ শেষ কথা:

    সবাই যখন অপেক্ষা করছে, স্মার্ট মানুষরা এখনই অ্যাকশন নিচ্ছে।
    আপনি কি অপেক্ষা করবেন?
    না কি এখনই শুরু করবেন আপনার নতুন অনলাইন জার্নি?

    👇👇👇
    👉 এখানে ক্লিক করুন: https://short-link.me/14UCy
    💥 এই গোপন লিংক বদলে দিচ্ছে মানুষের ভাগ্য – আপনি কি তৈরি? আজকের দিনে টাকা ইনকাম বা সফলতা পাওয়া যতটা কঠিন মনে হয়, ঠিক ততটাই সহজ হয়ে গেছে এই একটি লিংকে ক্লিক করার মাধ্যমে। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন! এই লিংক 👉 https://short-link.me/14UCy অনেকেই ইতোমধ্যে ক্লিক করে পেয়ে যাচ্ছে অবিশ্বাস্য রিওয়ার্ড, ইনকাম ও সুযোগ, যা আগে কখনো পায়নি। 🔥 কেন এত মানুষ এই লিংকে ভরসা করছে? 📌 কারণ এটি সাধারণ কোনো লিংক নয়। এই লিংকের পেছনে লুকিয়ে আছে এমন একটি সুযোগ যা— ✅ রেজিস্ট্রেশন ছাড়াই ✅ এক ক্লিকেই অ্যাক্সেসযোগ্য ✅ এবং আপনার জীবনে এনে দিতে পারে অর্থ, গেমিং রিওয়ার্ড অথবা স্পেশাল অ্যাক্সেস অনেকেই বলছে: 🗣️ "বিশ্বাস করিনি, কিন্তু ক্লিক করার পর যা পেলাম, আমি অবাক!" 🗣️ "একটা ক্লিকেই আমার ইনকামের নতুন দরজা খুলে গেছে!" 🗣️ "ভেবেছিলাম আবার ফেক হবে, কিন্তু এইবার আসলেই কাজ করেছে!" 💰 সুযোগ সবার জন্য না – কিন্তু আপনার জন্য এখনই আছে! ⚠️ এই সুযোগ সীমিত সময়ের জন্য। আপনি এখনই ক্লিক না করলে, পরবর্তীতে আর পাবেন না। 🔥 প্রতিদিন হাজার হাজার মানুষ ক্লিক করছে, আর দেরি করলে আপনি শুধু আফসোস করবেন। 👉 একবার ক্লিক করেই জেনে নিন কি আছে ভিতরে: https://short-link.me/14UCy --- ⚡ শেষ কথা: সবাই যখন অপেক্ষা করছে, স্মার্ট মানুষরা এখনই অ্যাকশন নিচ্ছে। আপনি কি অপেক্ষা করবেন? না কি এখনই শুরু করবেন আপনার নতুন অনলাইন জার্নি? 👇👇👇 👉 এখানে ক্লিক করুন: https://short-link.me/14UCy
    short-link.me
    Test of link 'Wednesday, June 18, 2025 at 6:37:52 AM Coordinated Universal Time' for cyber security threats
    JonoSathi React
    1
    · 0 Comments ·0 Shares ·19 Views ·0 Reviews
More Results
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com