Upgrade to Pro

  • নিজের পরিচয় বড় পরিচয়
    নিজের পরিচয় বড় পরিচয়
    ·33 Views ·1 Plays ·0 Reviews
  • সোহেল রোজ সকালে দৌড়ায়, ওজন কমানোর জন্য।
    কিন্তু দৌড়ে সে যায় শুধু বিরিয়ানির দোকান পর্যন্ত।
    তাই ওজন কমে না, দোকানদার হাসে।
    সোহেল রোজ সকালে দৌড়ায়, ওজন কমানোর জন্য। কিন্তু দৌড়ে সে যায় শুধু বিরিয়ানির দোকান পর্যন্ত। তাই ওজন কমে না, দোকানদার হাসে।
    Like
    2
    1 Comments ·95 Views ·0 Reviews
  • জানেন এমন অনেক পুরুষ আছে যারা কিনা খুবই নম্র, ভদ্র, শিক্ষিত কিন্তু বউয়ের গায়ে হাত উঠায়। তারা ভেবে নেয় রাগের মাথায় এসব নরমাল। অথচ বাহিরের প্রতিটা মানুষের সামনে তারা মাটির মানুষ। এরকম পুরুষের স্ত্রীরা ডিভোর্স নিলেও বিপদ, লোকে বলবে দোষ বউয়ের ছেলে তো খুব ভদ্র। আবার সুইসাইড করলেও বিপদ, মানসিক রোগী ছিলো বলে চালিয়ে দিবে। যারা তথাকথিত শিক্ষিত নয় তাদের কথা বাদ দিলাম। কিন্তু যারা শিক্ষিত হয়েও বউয়ের উপর টর্চার করে তারা আসলে কি ভেবে করে এই কাজটা? মানে শরীরের জোর দিয়ে নিজের স্ত্রীকে কেনো কিছু মানুষ দমিয়ে রাখতে চায়? যে হাত,পা নিয়ে স্ত্রীর উপর আঘাত করে সেই হাত,পা গুলো যদি ভেঙে যায় স্ত্রী ছাড়া কেউ সেবা করবে না। হাগুমুতুর উপরেই গড়াগড়ি খেতে হবে যদি বউ যত্ন না করে। তবুও কেনো অনেক মানুষ পুরো দুনিয়ার জন্য নরম হলেও বউয়ের জন্য গরম??
    #নারী
    #Rafia_Moon
    জানেন এমন অনেক পুরুষ আছে যারা কিনা খুবই নম্র, ভদ্র, শিক্ষিত কিন্তু বউয়ের গায়ে হাত উঠায়। তারা ভেবে নেয় রাগের মাথায় এসব নরমাল। অথচ বাহিরের প্রতিটা মানুষের সামনে তারা মাটির মানুষ। এরকম পুরুষের স্ত্রীরা ডিভোর্স নিলেও বিপদ, লোকে বলবে দোষ বউয়ের ছেলে তো খুব ভদ্র। আবার সুইসাইড করলেও বিপদ, মানসিক রোগী ছিলো বলে চালিয়ে দিবে। যারা তথাকথিত শিক্ষিত নয় তাদের কথা বাদ দিলাম। কিন্তু যারা শিক্ষিত হয়েও বউয়ের উপর টর্চার করে তারা আসলে কি ভেবে করে এই কাজটা? মানে শরীরের জোর দিয়ে নিজের স্ত্রীকে কেনো কিছু মানুষ দমিয়ে রাখতে চায়? যে হাত,পা নিয়ে স্ত্রীর উপর আঘাত করে সেই হাত,পা গুলো যদি ভেঙে যায় স্ত্রী ছাড়া কেউ সেবা করবে না। হাগুমুতুর উপরেই গড়াগড়ি খেতে হবে যদি বউ যত্ন না করে। তবুও কেনো অনেক মানুষ পুরো দুনিয়ার জন্য নরম হলেও বউয়ের জন্য গরম?? #নারী #Rafia_Moon
    Love
    1
    ·85 Views ·0 Reviews
  • বছর দশেক পর বাবার পুরনো আলমারি খুলে পেলাম একটা চিঠি।
    লিখা ছিল: "মাফ করে দিস, তোর স্বপ্নের বাঁধা হতে চাইনি।"
    চোখের কোনা ভিজে গেল, বাবার চিঠিটা শেষতক স্বপ্নেই ছিল।
    বছর দশেক পর বাবার পুরনো আলমারি খুলে পেলাম একটা চিঠি। লিখা ছিল: "মাফ করে দিস, তোর স্বপ্নের বাঁধা হতে চাইনি।" চোখের কোনা ভিজে গেল, বাবার চিঠিটা শেষতক স্বপ্নেই ছিল।
    Like
    Love
    2
    ·82 Views ·0 Reviews
  • "যে ছেড়ে যায়, সে গুছিয়ে সুবিধা মতোই যায়!! হঠাৎ করেই কেউ ছেড়ে যায় নাহ্!! তাই লাভের খাতায়, সেই লাভবান হয়ে থাকে। ঠকে তো সেই যায়, যে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল।"

    এই সত্যটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না।
    যে চলে যায়, সে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে।
    তার মনে তখন আর টান থাকে না, ভালোবাসা থাকে না, যত্ন থাকে না, থাকে না বিশ্বাস।

    সে কেবল সময়ের অপেক্ষায় থাকে,কখন ছেড়ে চলে আসা যায় আর ঠিক সুযোগ বুঝেই চলে যায়—নিখুঁতভাবে।

    আর যে পড়ে থাকে, সে অপেক্ষায় থাকে অনন্তকাল ধরে আর সে প্রতিটা মুহূর্তে ভাবতে থাকে—"আমি কী ভুল করলাম?"

    নিজের দোষ খুঁজে বেড়ায়,
    অথচ দোষটা কখনোই তার ছিল না।

    ভালোবাসা ছিল তার একমাত্র অপরাধ!
    সে চেয়েছিল ধরে রাখতে,
    চেয়েছিল স্বপ্ন সাজাতে,
    কিন্তু বদলে পেয়েছে ফাঁকা শূন্যতা।

    সব শেষে, যে ছেড়ে যায় সে নিজের মতো সুখে থাকে,
    আর যে ভালোবেসে ছিল—সে রাত জাগে, কাঁদে, ভাঙে...
    তবুও অপেক্ষায় থাকে, যদি কখনো ফিরে আসে—সে!

    লেখা- ফারহান আহমেদ তা'মিম

    #নারী
    "যে ছেড়ে যায়, সে গুছিয়ে সুবিধা মতোই যায়!! হঠাৎ করেই কেউ ছেড়ে যায় নাহ্!! তাই লাভের খাতায়, সেই লাভবান হয়ে থাকে। ঠকে তো সেই যায়, যে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল।" এই সত্যটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না। যে চলে যায়, সে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার মনে তখন আর টান থাকে না, ভালোবাসা থাকে না, যত্ন থাকে না, থাকে না বিশ্বাস। সে কেবল সময়ের অপেক্ষায় থাকে,কখন ছেড়ে চলে আসা যায় আর ঠিক সুযোগ বুঝেই চলে যায়—নিখুঁতভাবে। আর যে পড়ে থাকে, সে অপেক্ষায় থাকে অনন্তকাল ধরে আর সে প্রতিটা মুহূর্তে ভাবতে থাকে—"আমি কী ভুল করলাম?" নিজের দোষ খুঁজে বেড়ায়, অথচ দোষটা কখনোই তার ছিল না। ভালোবাসা ছিল তার একমাত্র অপরাধ! সে চেয়েছিল ধরে রাখতে, চেয়েছিল স্বপ্ন সাজাতে, কিন্তু বদলে পেয়েছে ফাঁকা শূন্যতা। সব শেষে, যে ছেড়ে যায় সে নিজের মতো সুখে থাকে, আর যে ভালোবেসে ছিল—সে রাত জাগে, কাঁদে, ভাঙে... তবুও অপেক্ষায় থাকে, যদি কখনো ফিরে আসে—সে!🙂🖤🥀 লেখা- ফারহান আহমেদ তা'মিম #নারী
    Like
    Love
    2
    ·109 Views ·0 Reviews
  • দুই বছর পর ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান!
    … Seemore





    #froyou #viral
    দুই বছর পর 💙❤️ ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান! … Seemore #froyou #viral
    ·86 Views ·0 Reviews
  • **ইনসাফ** (আরবি: العدل) শব্দের অর্থ হলো **ন্যায়বিচার, সুবিচার বা নিরপেক্ষতা**। ইসলামি পরিভাষায় ইনসাফ বলতে বোঝায়—**আল্লাহর নির্দেশ অনুযায়ী, পক্ষপাতহীনভাবে প্রত্যেককে তার ন্যায্য অধিকার দেওয়া এবং সঠিক ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া**।

    ### ইনসাফের গুরুত্ব:

    1. **কুরআনে বলা হয়েছে**:
    *“নিশ্চয়ই আল্লাহ ইনসাফ করার, সদাচরণ করার এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন...”*
    — (সুরা নাহল, আয়াত ৯০)

    2. **হাদিসে এসেছে**:
    *“ইনসাফকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নিকট সম্মানিত আসনে থাকবে।”*
    — (সহিহ মুসলিম)

    ### ইনসাফের উদাহরণ:

    * বিচারক যদি নিজের আত্মীয় বা শত্রুর মধ্যে পক্ষপাত না করে কেবল সত্যের ভিত্তিতে রায় দেন, সেটাই ইনসাফ।
    * ব্যবসায় লাভের আশায় ঠকানো নয়, বরং সঠিক মাপে ও দামে পণ্য বিক্রি করাও ইনসাফ।

    **সংক্ষেপে**, ইনসাফ মানে হলো—নিজের স্বার্থ বা আবেগের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পথকে অনুসরণ করা।

    **ইনসাফ** (আরবি: العدل) শব্দের অর্থ হলো **ন্যায়বিচার, সুবিচার বা নিরপেক্ষতা**। ইসলামি পরিভাষায় ইনসাফ বলতে বোঝায়—**আল্লাহর নির্দেশ অনুযায়ী, পক্ষপাতহীনভাবে প্রত্যেককে তার ন্যায্য অধিকার দেওয়া এবং সঠিক ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া**। ### ইনসাফের গুরুত্ব: 1. **কুরআনে বলা হয়েছে**: *“নিশ্চয়ই আল্লাহ ইনসাফ করার, সদাচরণ করার এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন...”* — (সুরা নাহল, আয়াত ৯০) 2. **হাদিসে এসেছে**: *“ইনসাফকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নিকট সম্মানিত আসনে থাকবে।”* — (সহিহ মুসলিম) ### ইনসাফের উদাহরণ: * বিচারক যদি নিজের আত্মীয় বা শত্রুর মধ্যে পক্ষপাত না করে কেবল সত্যের ভিত্তিতে রায় দেন, সেটাই ইনসাফ। * ব্যবসায় লাভের আশায় ঠকানো নয়, বরং সঠিক মাপে ও দামে পণ্য বিক্রি করাও ইনসাফ। **সংক্ষেপে**, ইনসাফ মানে হলো—নিজের স্বার্থ বা আবেগের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পথকে অনুসরণ করা।
    Love
    1
    1 Comments ·56 Views ·0 Reviews
  • মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায় । “ – হুমায়ূন আহমেদ
    মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায় । “ – হুমায়ূন আহমেদ
    Love
    1
    1 Comments ·53 Views ·0 Reviews
  • পোন্দের আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন এক মতামত কলামে আমাদের ছোট ভাই সাম্যের মৃত্যু নিয়ে নোংরামি করতে গিয়ে ধরা খেয়ে সংশোধনী দিয়েছে।

    দেখেন এরা বছরের পর বছর ধরে এভাবে এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা করে ঘৃণ্য বয়ান তৈরী করেছে।

    মতি আলো এটার ব্যাপারে ক্ষমা না চেয়ে শুধুমাত্র কলামটি প্রত্যাহার করে নিয়েছে। জুলাই না হলে এটিও আমরা পেতাম না। এদের এসব শয়তানী দেখে আমাদের আফসোস করা লাগত।
    #Pinaki Bhattacharya
    পোন্দের আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন এক মতামত কলামে আমাদের ছোট ভাই সাম্যের মৃত্যু নিয়ে নোংরামি করতে গিয়ে ধরা খেয়ে সংশোধনী দিয়েছে। দেখেন এরা বছরের পর বছর ধরে এভাবে এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা করে ঘৃণ্য বয়ান তৈরী করেছে। মতি আলো এটার ব্যাপারে ক্ষমা না চেয়ে শুধুমাত্র কলামটি প্রত্যাহার করে নিয়েছে। জুলাই না হলে এটিও আমরা পেতাম না। এদের এসব শয়তানী দেখে আমাদের আফসোস করা লাগত। #Pinaki Bhattacharya
    Love
    Angry
    2
    ·182 Views ·0 Reviews
  • মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে। মাথার খুলি খুব শক্ত কিন্তু আঘাত লেগেছে খুব সেনসেটিভ জায়গায় এবং সজোরে এবং এমন জায়গায় যেই জায়গাটা খুব দুর্বল। এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যেকোন ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন। তাৎক্ষণিক ইন্ট্রা ক্রেনিয়াল হেমোরেজ হতে পারে এই আঘাতে। পরবর্তী বাহাত্তর ঘন্টা খুব ঝুঁকিপুর্ণ। এমনকি দুই থেকে তিন সপ্তাহ পরেও রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ তিনেক হাসপাতালে থাকার সাজেশন দেই। নিউরোলজি ইন্সটিটিউট সবচেয়ে ভালো। যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে। আবারো নিন্দা জানাই।
    #Pinaki Bhattacharya
    মাহফুজের মাথার আঘাত মারাত্মক হতে পারে। মাথার খুলি খুব শক্ত কিন্তু আঘাত লেগেছে খুব সেনসেটিভ জায়গায় এবং সজোরে এবং এমন জায়গায় যেই জায়গাটা খুব দুর্বল। এই আঘাত প্রাণঘাতী হতে পারে। যেকোন ডাক্তার এই আঘাতের প্রকৃতি দেখে এটাই বলবেন। তাৎক্ষণিক ইন্ট্রা ক্রেনিয়াল হেমোরেজ হতে পারে এই আঘাতে। পরবর্তী বাহাত্তর ঘন্টা খুব ঝুঁকিপুর্ণ। এমনকি দুই থেকে তিন সপ্তাহ পরেও রক্তপাতের এই ঝুঁকি থাকে। আমি মাহফুজকে অন্তত সপ্তাহ তিনেক হাসপাতালে থাকার সাজেশন দেই। নিউরোলজি ইন্সটিটিউট সবচেয়ে ভালো। যারা এই কাজটা করেছে খুবই খারাপ করেছে। আবারো নিন্দা জানাই। #Pinaki Bhattacharya
    Like
    1
    ·124 Views ·0 Reviews
  • ইসরায়েলি সার্জেন্ট ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল। হারেৎজ ও জেরুজালেম পোস্ট জানাচ্ছে—সে আত্মহত্যা করেছে। (লিংক কমেন্ট বক্সে)

    সে কোন যুদ্ধে হেরেছে? না, গাজায় সে হয়তো ট্যাঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিল, গোলাবর্ষণ করেছিল, বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই যুদ্ধ শুধু বাইরের সঙ্গেই ছিলোনা—তার ভেতরের বিবেকও যুদ্ধ করছিল।

    ১৩ জন মানুষের মৃত্যুর ভার হয়তো সে বহন করতে পারেনি। যুদ্ধ যখন বাস্তবের পৃথিবী থেকে উঠে এসে মনের ভিতর ঘাটি গাড়ে, তখন আর রাইফেল দিয়ে সেটাকে থামানো যায় না। ট্রিগারে আঙুল রাখা যায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ না থামলে... ঘুমানো যায় না।

    ইসরায়েল যা পারে না, গাজা তা করে—মজলুমের নীরব চোখের কান্না মৃত্যু হয়ে হানা দেয় আগ্রাসকের মনেও। এই আত্মহত্যা আমাদের মনে করিয়ে দেয়—জুলুম শুধু শরীর ভাঙে না, অপরাধীর আত্মাও গিলে খায়।

    একটি রাষ্ট্র যখন ধর্ম, নিরাপত্তা আর আত্মরক্ষার নামে দখল, ধ্বংস আর গণহত্যা চালায়—তখন কিছু সৈনিক বুঝে ফেলে, তারা সত্যিকার যুদ্ধে জিতলেও মানুষ হিসেবে হেরে গেছে।

    এই আত্মহত্যা সেই পরাজয়ের স্বীকারোক্তি।
    #pinaki Bhattacharya
    ইসরায়েলি সার্জেন্ট ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছিল। হারেৎজ ও জেরুজালেম পোস্ট জানাচ্ছে—সে আত্মহত্যা করেছে। (লিংক কমেন্ট বক্সে) সে কোন যুদ্ধে হেরেছে? না, গাজায় সে হয়তো ট্যাঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিল, গোলাবর্ষণ করেছিল, বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই যুদ্ধ শুধু বাইরের সঙ্গেই ছিলোনা—তার ভেতরের বিবেকও যুদ্ধ করছিল। ১৩ জন মানুষের মৃত্যুর ভার হয়তো সে বহন করতে পারেনি। যুদ্ধ যখন বাস্তবের পৃথিবী থেকে উঠে এসে মনের ভিতর ঘাটি গাড়ে, তখন আর রাইফেল দিয়ে সেটাকে থামানো যায় না। ট্রিগারে আঙুল রাখা যায়, কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ না থামলে... ঘুমানো যায় না। ইসরায়েল যা পারে না, গাজা তা করে—মজলুমের নীরব চোখের কান্না মৃত্যু হয়ে হানা দেয় আগ্রাসকের মনেও। এই আত্মহত্যা আমাদের মনে করিয়ে দেয়—জুলুম শুধু শরীর ভাঙে না, অপরাধীর আত্মাও গিলে খায়। একটি রাষ্ট্র যখন ধর্ম, নিরাপত্তা আর আত্মরক্ষার নামে দখল, ধ্বংস আর গণহত্যা চালায়—তখন কিছু সৈনিক বুঝে ফেলে, তারা সত্যিকার যুদ্ধে জিতলেও মানুষ হিসেবে হেরে গেছে। এই আত্মহত্যা সেই পরাজয়ের স্বীকারোক্তি। #pinaki Bhattacharya
    1 Comments ·104 Views ·0 Reviews
  • একটা গান, যা মন ছুঁয়ে যায়...
    আমার খুব পরিচিত একজন মানুষ Anurag ভাই তার কণ্ঠে প্রথম মৌলিক গান "শতাব্দী"।

    গানটি আমার মনে গভীরভাবে দাগ কেটেছে। প্রতিটি শব্দ, প্রতিটি সুরে একতরফা ভালোবাসার আবেগ জড়ানো

    শুনে দেখুন অনুভব করে দেখুন — এই গানটা শুধু কানে নয়, মনে বাজে। লিঙ্ক কমেন্টে দেওয়া আছে।
    একটা গান, যা মন ছুঁয়ে যায়... আমার খুব পরিচিত একজন মানুষ Anurag ভাই তার কণ্ঠে প্রথম মৌলিক গান "শতাব্দী"। গানটি আমার মনে গভীরভাবে দাগ কেটেছে। প্রতিটি শব্দ, প্রতিটি সুরে একতরফা ভালোবাসার আবেগ জড়ানো ❤️ শুনে দেখুন অনুভব করে দেখুন — এই গানটা শুধু কানে নয়, মনে বাজে। লিঙ্ক কমেন্টে দেওয়া আছে।
    Love
    Like
    Wow
    10
    ·189 Views ·0 Reviews
More Results
Jono Sathi - Bangladeshi Social Media Platform https://jonosathi.com