"যে ছেড়ে যায়, সে গুছিয়ে সুবিধা মতোই যায়!! হঠাৎ করেই কেউ ছেড়ে যায় নাহ্!! তাই লাভের খাতায়, সেই লাভবান হয়ে থাকে। ঠকে তো সেই যায়, যে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল।"
এই সত্যটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না।
যে চলে যায়, সে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে।
তার মনে তখন আর টান থাকে না, ভালোবাসা থাকে না, যত্ন থাকে না, থাকে না বিশ্বাস।
সে কেবল সময়ের অপেক্ষায় থাকে,কখন ছেড়ে চলে আসা যায় আর ঠিক সুযোগ বুঝেই চলে যায়—নিখুঁতভাবে।
আর যে পড়ে থাকে, সে অপেক্ষায় থাকে অনন্তকাল ধরে আর সে প্রতিটা মুহূর্তে ভাবতে থাকে—"আমি কী ভুল করলাম?"
নিজের দোষ খুঁজে বেড়ায়,
অথচ দোষটা কখনোই তার ছিল না।
ভালোবাসা ছিল তার একমাত্র অপরাধ!
সে চেয়েছিল ধরে রাখতে,
চেয়েছিল স্বপ্ন সাজাতে,
কিন্তু বদলে পেয়েছে ফাঁকা শূন্যতা।
সব শেষে, যে ছেড়ে যায় সে নিজের মতো সুখে থাকে,
আর যে ভালোবেসে ছিল—সে রাত জাগে, কাঁদে, ভাঙে...
তবুও অপেক্ষায় থাকে, যদি কখনো ফিরে আসে—সে!
লেখা- ফারহান আহমেদ তা'মিম
#নারী
"যে ছেড়ে যায়, সে গুছিয়ে সুবিধা মতোই যায়!! হঠাৎ করেই কেউ ছেড়ে যায় নাহ্!! তাই লাভের খাতায়, সেই লাভবান হয়ে থাকে। ঠকে তো সেই যায়, যে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল।"
এই সত্যটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না।
যে চলে যায়, সে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে।
তার মনে তখন আর টান থাকে না, ভালোবাসা থাকে না, যত্ন থাকে না, থাকে না বিশ্বাস।
সে কেবল সময়ের অপেক্ষায় থাকে,কখন ছেড়ে চলে আসা যায় আর ঠিক সুযোগ বুঝেই চলে যায়—নিখুঁতভাবে।
আর যে পড়ে থাকে, সে অপেক্ষায় থাকে অনন্তকাল ধরে আর সে প্রতিটা মুহূর্তে ভাবতে থাকে—"আমি কী ভুল করলাম?"
নিজের দোষ খুঁজে বেড়ায়,
অথচ দোষটা কখনোই তার ছিল না।
ভালোবাসা ছিল তার একমাত্র অপরাধ!
সে চেয়েছিল ধরে রাখতে,
চেয়েছিল স্বপ্ন সাজাতে,
কিন্তু বদলে পেয়েছে ফাঁকা শূন্যতা।
সব শেষে, যে ছেড়ে যায় সে নিজের মতো সুখে থাকে,
আর যে ভালোবেসে ছিল—সে রাত জাগে, কাঁদে, ভাঙে...
তবুও অপেক্ষায় থাকে, যদি কখনো ফিরে আসে—সে!🙂🖤🥀
লেখা- ফারহান আহমেদ তা'মিম
#নারী