Search | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Upgrade to Pro

  • ~বাংলাদেশের সশ'স্ত্র বাহিনীর দখল নিতে চায় ভারত: সবাই সাবধান হোন~

    আওয়ামী লীগকে নি'ষিদ্ধ করার দাবিতে আন্দোলন চলার মধ্যে গত শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে। বৈঠকের আগে হঠাৎ সে'নাপ্রধান উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগকে নি'ষিদ্ধ না করার পরামর্শ দেন।

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে জেনারেল ওয়াকার-উজ-জামান তার মতামত জানান। তিনি বিএনপি নেতাদের সঙ্গেও যোগাযোগ করে আওয়ামী লীগ নি'ষিদ্ধ না করার জন্য প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতে বলেন।

    উপদেষ্টা পরিষদের জরুরী বৈঠকের সময় বিএনপি মহাসচিব মির্জা আলমগীরও ফোন করে অন্তত দুইজন উপদেষ্টাকে একই পরামর্শ দেন। তবে বৈঠক শেষে আওয়ামী লীগ নি'ষিদ্ধের সিদ্ধান্ত শুনে সে'নাপ্রধান ক্ষু'ব্ধ ও হ'তাশ হয়ে পড়েন।

    পরবর্তীতে সে'নাপ্রধান তাঁর সমর্থিত কিছু কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার পরিকল্পনা করেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সশ'স্ত্র বা'হিনীর শীর্ষ পদগুলোতে ভারত তাদের সমর্থকদের বসাতে চায়। এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই চেষ্টায় সায় দেন কিনা।
    #Elias Hossain
    ~বাংলাদেশের সশ'স্ত্র বাহিনীর দখল নিতে চায় ভারত: সবাই সাবধান হোন~ আওয়ামী লীগকে নি'ষিদ্ধ করার দাবিতে আন্দোলন চলার মধ্যে গত শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক করে। বৈঠকের আগে হঠাৎ সে'নাপ্রধান উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগকে নি'ষিদ্ধ না করার পরামর্শ দেন। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে জেনারেল ওয়াকার-উজ-জামান তার মতামত জানান। তিনি বিএনপি নেতাদের সঙ্গেও যোগাযোগ করে আওয়ামী লীগ নি'ষিদ্ধ না করার জন্য প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতে বলেন। উপদেষ্টা পরিষদের জরুরী বৈঠকের সময় বিএনপি মহাসচিব মির্জা আলমগীরও ফোন করে অন্তত দুইজন উপদেষ্টাকে একই পরামর্শ দেন। তবে বৈঠক শেষে আওয়ামী লীগ নি'ষিদ্ধের সিদ্ধান্ত শুনে সে'নাপ্রধান ক্ষু'ব্ধ ও হ'তাশ হয়ে পড়েন। পরবর্তীতে সে'নাপ্রধান তাঁর সমর্থিত কিছু কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার পরিকল্পনা করেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সশ'স্ত্র বা'হিনীর শীর্ষ পদগুলোতে ভারত তাদের সমর্থকদের বসাতে চায়। এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই চেষ্টায় সায় দেন কিনা। #Elias Hossain
    Love
    Angry
    2
    ·52 Views ·0 Reviews
  • প্রকৃতির প্রেমে পড়েতে আমাকে বার বার বাধ্য করে#viral #foryou #fyp #trending #bdtiktokofficial
    প্রকৃতির প্রেমে পড়েতে আমাকে বার বার বাধ্য করে😊😊#viral #foryou #fyp #trending #bdtiktokofficial
    Angry
    2
    ·61 Views ·0 Reviews
  • প্রিয় মা,
    তুমি ছাড়া আর কেউ টের পায় না—
    চোখের হাসির পেছনে চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাস,
    দিন শেষে ক্লান্ত ভেতরটা কতটা একা লাগে,
    সবার মাঝে থেকেও কতটা হারিয়ে থাকি—
    এই নিঃশব্দ যুদ্ধের মানে শুধু তুমিই বোঝো।

    সবাই ভাবে,
    আমি নাকি খুব শক্ত হয়ে গেছি,
    কিন্তু তুমি?
    তুমি শুধু হাত ছুঁয়ে বলো,
    "সব ঠিক আছে তো, আমার বাচ্চাটা খুব চুপচাপ কেন আজ?"

    তোমার সেই নিঃশর্ত মনোযোগে
    ভেঙে যাওয়া মন আবার জোড়া লাগার সাহস পায়।
    তুমি শুধু মা নও—
    তুমি আমার আশ্রয়, আমার শান্তির একমাত্র ঘর।

    মা মানেই আলো… মা মানেই আশ্বাস…
    মা মানেই এমন এক ছায়া,
    যেখানে গা ভেজে না অনেক

    ভালোবাসি তোমায় মা (⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
    প্রিয় মা, তুমি ছাড়া আর কেউ টের পায় না— চোখের হাসির পেছনে চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাস, দিন শেষে ক্লান্ত ভেতরটা কতটা একা লাগে, সবার মাঝে থেকেও কতটা হারিয়ে থাকি— এই নিঃশব্দ যুদ্ধের মানে শুধু তুমিই বোঝো। সবাই ভাবে, আমি নাকি খুব শক্ত হয়ে গেছি, কিন্তু তুমি? তুমি শুধু হাত ছুঁয়ে বলো, "সব ঠিক আছে তো, আমার বাচ্চাটা খুব চুপচাপ কেন আজ?" তোমার সেই নিঃশর্ত মনোযোগে ভেঙে যাওয়া মন আবার জোড়া লাগার সাহস পায়। তুমি শুধু মা নও— তুমি আমার আশ্রয়, আমার শান্তির একমাত্র ঘর। মা মানেই আলো… মা মানেই আশ্বাস… মা মানেই এমন এক ছায়া, যেখানে গা ভেজে না অনেক ভালোবাসি তোমায় মা (⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤
    Love
    Angry
    3
    ·60 Views ·0 Reviews
  • এক গ্রামে একটি রহস্যময় কাঠের কুঠুরি ছিল, যা শতাব্দী ধরে abandoned অবস্থায় ছিল। গ্রামের মানুষ বলত, সেখানে একটি পিশাচ বাস করে, যা রাতের বেলা বেরিয়ে আসে। এক রাতে, কৌতূহলী এক যুবক, দীপ, কুঠুরির দিকে এগিয়ে গেল। অন্ধকারে প্রবেশ করতেই, তাকে একটি ঠাণ্ডা হাওয়া স্পর্শ করল।

    ভেতরে প্রবেশ করার পর, দীপ একটি পুরনো আয়নায় তার প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু সেটা দেখে চমকে উঠল। আয়নার মধ্যে, একটি অশরীরী নারী তাকে ডাকছিল। তার চোখ জ্বলজ্বল করছিল এবং মুখে অশান্তির ছাপ ছিল। "আমাকে সাহায্য কর," সে বলল, "আমি এখানে trapped!"

    দীপ ভয় পেয়ে গেল, কিন্তু তার মনে সাহস জাগল। সে জানালো, সে তাকে মুক্ত করতে চায়। যুবকটি কিছু পুরনো বইয়ের পাতা উল্টাতে গিয়ে একটি জাদুকরী মন্ত্র খুঁজে পেল। রাতে সেই মন্ত্র পড়ার পর, হঠাৎ সবকিছু থমকে গেল। পিশাচটি বের হয়ে এসে দীপের দিকে এগিয়ে আসল। কিন্তু দীপ তার মন্ত্র উচ্চারণ করতে থাকলে, পিশাচটি অদৃশ্য হয়ে গেল এবং যুবতীটি মুক্তি পেল। কুঠুরিটি তখন শান্ত হয়ে গেল, কিন্তু দীপ জানত, রাতে সেই ভয়াবহ অভিজ্ঞতা তার মনে চিরকাল থাকবে।
    এক গ্রামে একটি রহস্যময় কাঠের কুঠুরি ছিল, যা শতাব্দী ধরে abandoned অবস্থায় ছিল। গ্রামের মানুষ বলত, সেখানে একটি পিশাচ বাস করে, যা রাতের বেলা বেরিয়ে আসে। এক রাতে, কৌতূহলী এক যুবক, দীপ, কুঠুরির দিকে এগিয়ে গেল। অন্ধকারে প্রবেশ করতেই, তাকে একটি ঠাণ্ডা হাওয়া স্পর্শ করল। ভেতরে প্রবেশ করার পর, দীপ একটি পুরনো আয়নায় তার প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু সেটা দেখে চমকে উঠল। আয়নার মধ্যে, একটি অশরীরী নারী তাকে ডাকছিল। তার চোখ জ্বলজ্বল করছিল এবং মুখে অশান্তির ছাপ ছিল। "আমাকে সাহায্য কর," সে বলল, "আমি এখানে trapped!" দীপ ভয় পেয়ে গেল, কিন্তু তার মনে সাহস জাগল। সে জানালো, সে তাকে মুক্ত করতে চায়। যুবকটি কিছু পুরনো বইয়ের পাতা উল্টাতে গিয়ে একটি জাদুকরী মন্ত্র খুঁজে পেল। রাতে সেই মন্ত্র পড়ার পর, হঠাৎ সবকিছু থমকে গেল। পিশাচটি বের হয়ে এসে দীপের দিকে এগিয়ে আসল। কিন্তু দীপ তার মন্ত্র উচ্চারণ করতে থাকলে, পিশাচটি অদৃশ্য হয়ে গেল এবং যুবতীটি মুক্তি পেল। কুঠুরিটি তখন শান্ত হয়ে গেল, কিন্তু দীপ জানত, রাতে সেই ভয়াবহ অভিজ্ঞতা তার মনে চিরকাল থাকবে।
    Angry
    Love
    3
    ·59 Views ·0 Reviews
  • ফজরের নামাজ পড়লে যে এক ভালোলাগার অনুভূতি তৈরী হয়, সেটা পৃথিবীর কোন কিছু দিয়ে তুলনা করা সম্ভব নয়।
    ফজরের নামাজ পড়লে যে এক ভালোলাগার অনুভূতি তৈরী হয়, সেটা পৃথিবীর কোন কিছু দিয়ে তুলনা করা সম্ভব নয়।
    Love
    Angry
    6
    ·127 Views ·0 Reviews
  • সত্যি করে বলো, এশার নামাজ পড়েছো?
    সত্যি করে বলো, এশার নামাজ পড়েছো?
    Love
    Sad
    3
    ·86 Views ·0 Reviews
  • 11:27 এ পোস্ট করলাম,,,,শুভ রাত্রি,,সবাই দোয়া পড়ে ঘুমাবেন,,ইনশাআল্লাহ রাতে কোনো সমস্যা হবেনা,,
    11:27 এ পোস্ট করলাম,,,,শুভ রাত্রি,,সবাই দোয়া পড়ে ঘুমাবেন,,ইনশাআল্লাহ রাতে কোনো সমস্যা হবেনা,,❤️❤️🍁
    Love
    Like
    8
    ·182 Views ·0 Reviews
  • আমরা ভুলটা কোথায় করি জানো?

    আমরা নিজেরাই নিজেদের চোখ বন্ধ করে রাখি, চোখ খুলে শেষটা দেখার চেষ্টা করি না। আমরা মানতেই চাই না যে, মানুষ বদলায়। আমি বদলাই, তুমিও বদলাও, আর যে মানুষটা একসময় পাশে ছিল—নরম, মায়াবী, ভালো—সে-ও এক সময় বদলায়, বিচ্ছিরিভাবে বদলায়।

    আমরা মানতেই চাই না, কিছু মানুষ শুরু থেকেই আমাদের জীবনে সত্যিকারের অনুভূতি নিয়ে আসে না। তারা একদিন চলে যাবেই, সেটা হোক আজ, অথবা কাল। কেবল যাওয়ার আগে রেখে যাবে রক্তাক্ত দগদগে একটা ক্ষত।

    হ্যাঁ, তারা একসময় দারুণ ছিল। ওদের অনুভবও ছিল অন্যরকম দারুণ। কিন্তু যেহেতু তারা কখনো সত্যি সত্যি নিজেদের কাছে, নিজেদের প্রতিজ্ঞার কাছে সৎ ছিল না, তাই তারা সময়ের সাথে সাথে বদলায়। এবং তাদের ভেতর থেকে বারণ আসে—"না, এ পথে আর নয়।"

    তখন তারা বাহানা খোঁজে, এবং চলে যায়—ব্যথা দিয়ে হোক বা নীরবে—ফারাক খুব একটা পড়ে না।

    আরেকটা ভুল কী করি জানো?
    আমরা সে মানুষটার বদলে যাবার পরের রূপকে বিচার করি তার পুরোনো স্মৃতির আলোয় দিয়ে।
    আমরা নিজেরাই অজুহাত খুঁজি এই মর্মান্তিক শেষটাতে একটু রঙ দিতে, আর কিছুই ঠিক নেই বুঝার পরও তাকে আটকানোর শেষ চেষ্টা করতে থাকি —এর কারণ শুধুমাত্র একটাই, শুরুরটা যে ছিল ভীষণ মধুর।

    আমরা ভেঙে পড়া গল্পটার এক নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি—যেখানে সে ভালো ছিল, কাছের ছিল, আপন ছিল, তার চোখে মহব্বত ছিল, প্রেম ছিল, আর ছিল অকৃত্রিম মমতা।

    ওইখানে দাঁড়িয়ে থেকে আফসোস করতে করতে তারপর প্রশ্ন করি—“কেন এমন হলো? সে এমন করলো কেন? আমি কি এমনটা পাওয়ার যোগ্য ছিলাম?”

    অথচ, সাহস করে একবার যদি শুরুতেই চোখ তুলে শেষটা দেখার চেষ্টা করতাম তাহলে সব প্রশ্নের উত্তর শুরুতেই পেয়ে যেতাম, শেষটার কাছে প্রশ্ন করা লাগতো না।

    লেখা: আরিফ হুসাইন
    আমরা ভুলটা কোথায় করি জানো? আমরা নিজেরাই নিজেদের চোখ বন্ধ করে রাখি, চোখ খুলে শেষটা দেখার চেষ্টা করি না। আমরা মানতেই চাই না যে, মানুষ বদলায়। আমি বদলাই, তুমিও বদলাও, আর যে মানুষটা একসময় পাশে ছিল—নরম, মায়াবী, ভালো—সে-ও এক সময় বদলায়, বিচ্ছিরিভাবে বদলায়। আমরা মানতেই চাই না, কিছু মানুষ শুরু থেকেই আমাদের জীবনে সত্যিকারের অনুভূতি নিয়ে আসে না। তারা একদিন চলে যাবেই, সেটা হোক আজ, অথবা কাল। কেবল যাওয়ার আগে রেখে যাবে রক্তাক্ত দগদগে একটা ক্ষত। হ্যাঁ, তারা একসময় দারুণ ছিল। ওদের অনুভবও ছিল অন্যরকম দারুণ। কিন্তু যেহেতু তারা কখনো সত্যি সত্যি নিজেদের কাছে, নিজেদের প্রতিজ্ঞার কাছে সৎ ছিল না, তাই তারা সময়ের সাথে সাথে বদলায়। এবং তাদের ভেতর থেকে বারণ আসে—"না, এ পথে আর নয়।" তখন তারা বাহানা খোঁজে, এবং চলে যায়—ব্যথা দিয়ে হোক বা নীরবে—ফারাক খুব একটা পড়ে না। আরেকটা ভুল কী করি জানো? আমরা সে মানুষটার বদলে যাবার পরের রূপকে বিচার করি তার পুরোনো স্মৃতির আলোয় দিয়ে। আমরা নিজেরাই অজুহাত খুঁজি এই মর্মান্তিক শেষটাতে একটু রঙ দিতে, আর কিছুই ঠিক নেই বুঝার পরও তাকে আটকানোর শেষ চেষ্টা করতে থাকি —এর কারণ শুধুমাত্র একটাই, শুরুরটা যে ছিল ভীষণ মধুর। আমরা ভেঙে পড়া গল্পটার এক নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি—যেখানে সে ভালো ছিল, কাছের ছিল, আপন ছিল, তার চোখে মহব্বত ছিল, প্রেম ছিল, আর ছিল অকৃত্রিম মমতা। ওইখানে দাঁড়িয়ে থেকে আফসোস করতে করতে তারপর প্রশ্ন করি—“কেন এমন হলো? সে এমন করলো কেন? আমি কি এমনটা পাওয়ার যোগ্য ছিলাম?” অথচ, সাহস করে একবার যদি শুরুতেই চোখ তুলে শেষটা দেখার চেষ্টা করতাম তাহলে সব প্রশ্নের উত্তর শুরুতেই পেয়ে যেতাম, শেষটার কাছে প্রশ্ন করা লাগতো না। লেখা: আরিফ হুসাইন
    Love
    Like
    Haha
    Sad
    14
    2 Comments ·278 Views ·0 Reviews
  • আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল ফেইসবুক পেইজ, প্রোফাইল, ইউটিউব চ্যানেল, এক্স বা টুইটার একাউন্ট, ইন্সটাগ্রাম, টিকটক, লিংকডিন একাউন্ট সব বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের মুক্ত দুনিয়ায় কোন ভার্চুয়াল স্পেইসে থাকতে পারেনা।

    আমরা সরকারের উপরেই তালিকার দায়িত্ব দিতে চাই। কিন্তু খেয়াল রাখবেন, কোন কিছু যেন বাদ না পড়ে।
    #Pinaki Bhattacharya
    আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল ফেইসবুক পেইজ, প্রোফাইল, ইউটিউব চ্যানেল, এক্স বা টুইটার একাউন্ট, ইন্সটাগ্রাম, টিকটক, লিংকডিন একাউন্ট সব বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের মুক্ত দুনিয়ায় কোন ভার্চুয়াল স্পেইসে থাকতে পারেনা। আমরা সরকারের উপরেই তালিকার দায়িত্ব দিতে চাই। কিন্তু খেয়াল রাখবেন, কোন কিছু যেন বাদ না পড়ে। #Pinaki Bhattacharya
    Love
    Angry
    7
    ·135 Views ·0 Reviews
  • পড়ো পড়ো, পাগল
    পড়ো পড়ো, পাগল 😂🤣
    Love
    2
    1 Comments ·59 Views ·0 Reviews
  • জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…
    জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…
    Love
    Like
    Wow
    Sad
    12
    1 Comments ·138 Views ·0 Reviews
  • কুরআন পড়তে পারলে
    বলি আলহামদুলিল্লাহ
    কুরআন পড়তে পারলে বলি আলহামদুলিল্লাহ💙
    Love
    Like
    Haha
    Sad
    12
    ·129 Views ·1 Shares ·0 Reviews
More Results