Αναζήτηση | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Upgrade to Pro

  • চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জুয়েল শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।
    চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জুয়েল শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়।
    Love
    1
    ·48 Views ·0 Προεπισκόπηση
  • সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে।

    আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের মালিকাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
    সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লায় আব্দুল কাদেরের মালিকাধীন নূর মোহাম্মদ ভিলার ৫ তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
    ·55 Views ·0 Προεπισκόπηση
  • #সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।

    কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।

    আপনি জানেন কি?
    অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।

    যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।

    তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
    তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

    ➤ কঠিন সত্যঃ

    1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
    ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।

    আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।

    এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না।

    মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।

    কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
    প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে।
    মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
    একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
    অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না।

    2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
    প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
    টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
    উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
    মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
    তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।

    ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?

    ফলাফল?
    পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।

    ☞ শেষ কথা:
    যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।
    .
    #collected #text #everyoneactive #success #fjonosathi
    #সেক্স_ও_সফলতা_একসাথে_চলে_না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।⁉️ কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে। আপনি জানেন কি?❓ অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️ যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌন আসক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়। তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗ ➤ কঠিন সত্যঃ🛐 1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না। ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত। আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি। এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করেন না। মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি। কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে। মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে। একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে। অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না। 2️⃣ যৌনতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়। প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান: টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়) উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা) মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা) তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে। ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন? ফলাফল?⁉️ পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন। ☞ শেষ কথা: যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে। . #collected #text #everyoneactive #success #fjonosathi
    Love
    Like
    Wow
    7
    2 Σχόλια ·121 Views ·0 Προεπισκόπηση
  • আবার উত্তপ্ত উপমহাদেশ। ২০২৫ সালের ৭ মে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' মিশনে পাকিস্তানের একাধিক অঞ্চলে মিসাইল হামলার পর রীতিমতো যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে। পাকিস্তান পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। দুই দেশের সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে রক্ত, ধ্বংস এবং চরম উদ্বেগ।

    এই সাম্প্রতিক উত্তেজনা নতুন নয় বরং তা বহন করছে এক দীর্ঘ ও সংঘাতপূর্ণ ইতিহাসের ধারাবাহিকতা। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়েছিল ১৯৪৭ সালের দেশভাগ থেকেই। এরপর ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি যুদ্ধ, এবং ১৯৯৯ সালের কারগিল সংঘাত-প্রতিটি ঘটনা দুদেশের মধ্যে বৈরিতার দেয়াল আরও পোক্ত করেছে।

    ১৯৮৬ সালে ভারতের 'অপারেশন ব্রাস ট্যাক্স' সামরিক মহড়া এবং পাকিস্তানের প্রতিক্রিয়া প্রথমবারের মতো পরমাণু যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক উদ্যোগে যুদ্ধ এড়ানো সম্ভব হয়।

    ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ, ২০০৩ সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলার পর 'অপারেশন পরাক্রম', ২০১৬ সালের উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় বালাকোট বিমান হামলা-প্রতিটি ঘটনাই নিয়ে এসেছে যুদ্ধের মতো উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে।

    ২০২৫ সালে শুরু হওয়া এই সর্বশেষ সংঘাত নিয়ে আবারও উদ্বেগে দক্ষিণ এশিয়া। বিশেষ করে গত মাসে কাশ্মীরের প্যাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই বিশ্লেষকরা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছিলেন।

    এখন প্রশ্ন উঠছে-এই সংঘর্ষ কি আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে, নাকি অতীতের মতোই শেষ মুহূর্তে শান্তির বার্তা আসবে? ইতিহাস বলে, যতবার উত্তেজনা তুঙ্গে উঠেছে, ততবারই আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক প্রক্রিয়া দুদেশকে যুদ্ধ এড়াতে বাধ্য করেছে।

    কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যে আরেকটি যুদ্ধের দাম চুকাতে হতে পারে পুরো বিশ্বেরই।
    আবার উত্তপ্ত উপমহাদেশ। ২০২৫ সালের ৭ মে ভারতের চালানো 'অপারেশন সিন্দুর' মিশনে পাকিস্তানের একাধিক অঞ্চলে মিসাইল হামলার পর রীতিমতো যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে। পাকিস্তান পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। দুই দেশের সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছে রক্ত, ধ্বংস এবং চরম উদ্বেগ। এই সাম্প্রতিক উত্তেজনা নতুন নয় বরং তা বহন করছে এক দীর্ঘ ও সংঘাতপূর্ণ ইতিহাসের ধারাবাহিকতা। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব শুরু হয়েছিল ১৯৪৭ সালের দেশভাগ থেকেই। এরপর ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে তিনটি যুদ্ধ, এবং ১৯৯৯ সালের কারগিল সংঘাত-প্রতিটি ঘটনা দুদেশের মধ্যে বৈরিতার দেয়াল আরও পোক্ত করেছে। ১৯৮৬ সালে ভারতের 'অপারেশন ব্রাস ট্যাক্স' সামরিক মহড়া এবং পাকিস্তানের প্রতিক্রিয়া প্রথমবারের মতো পরমাণু যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক উদ্যোগে যুদ্ধ এড়ানো সম্ভব হয়। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ, ২০০৩ সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলার পর 'অপারেশন পরাক্রম', ২০১৬ সালের উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলার প্রতিক্রিয়ায় বালাকোট বিমান হামলা-প্রতিটি ঘটনাই নিয়ে এসেছে যুদ্ধের মতো উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে। ২০২৫ সালে শুরু হওয়া এই সর্বশেষ সংঘাত নিয়ে আবারও উদ্বেগে দক্ষিণ এশিয়া। বিশেষ করে গত মাসে কাশ্মীরের প্যাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই বিশ্লেষকরা সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এখন প্রশ্ন উঠছে-এই সংঘর্ষ কি আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে, নাকি অতীতের মতোই শেষ মুহূর্তে শান্তির বার্তা আসবে? ইতিহাস বলে, যতবার উত্তেজনা তুঙ্গে উঠেছে, ততবারই আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক প্রক্রিয়া দুদেশকে যুদ্ধ এড়াতে বাধ্য করেছে। কিন্তু পারমাণবিক অস্ত্রধারী দুটি দেশের মধ্যে আরেকটি যুদ্ধের দাম চুকাতে হতে পারে পুরো বিশ্বেরই।
    Like
    Love
    2
    ·66 Views ·0 Προεπισκόπηση
  • যদি এই সিনেমার টুইস্ট যদি আপনি হজম করতে পারেন, তাহলে আপনি আসল থ্রিলার মাস্টার 🫡
    মুভির নাম : Rekhachithram ~ মুভিটার হিন্দি ডাব পেয়ে যাবেন Movietp. Com এ

    একটা কঙ্কাল, একটা আত্মহ*ত্যা, আর এমন এক রহস্য যা আপনার ঘুম হারাম করে দেবে! জীবনে তো অনেক থ্রিলার মুভি দেখেছেন, তাহলে এবার এই মুভিতে চ্যালেঞ্জ নিন! যদি এই সিনেমার শেষটা আগেই বুঝে ফেলতে পারেন, তাহলে আপনাকে থ্রিলার মাস্টার মেনে নেব!

    এটা কোনো সোজা-সাপ্টা ক্রাইম থ্রিলার না! এটা এমন একটা ধাঁধা যা আপনার মগজের বারোটা বাজিয়ে দেবে। মুভিটি সরাসরি অনলাইনে দেখতে ও ডাউনলোড করতে গুগলে সার্চ করুন "𝐌𝐎𝐕𝐈𝐄𝐓𝐏. 𝐂𝐎𝐌" লিখে!
    -collected
    যদি এই সিনেমার টুইস্ট যদি আপনি হজম করতে পারেন, তাহলে আপনি আসল থ্রিলার মাস্টার 🫡 🎞️মুভির নাম : Rekhachithram ~ মুভিটার হিন্দি ডাব পেয়ে যাবেন Movietp. Com এ💯 🔯একটা কঙ্কাল, একটা আত্মহ*ত্যা, আর এমন এক রহস্য যা আপনার ঘুম হারাম করে দেবে! জীবনে তো অনেক থ্রিলার মুভি দেখেছেন, তাহলে এবার এই মুভিতে চ্যালেঞ্জ নিন! যদি এই সিনেমার শেষটা আগেই বুঝে ফেলতে পারেন, তাহলে আপনাকে থ্রিলার মাস্টার মেনে নেব!🙃 এটা কোনো সোজা-সাপ্টা ক্রাইম থ্রিলার না! এটা এমন একটা ধাঁধা যা আপনার মগজের বারোটা বাজিয়ে দেবে।😵🤯 মুভিটি সরাসরি অনলাইনে দেখতে ও ডাউনলোড করতে গুগলে সার্চ করুন "𝐌𝐎𝐕𝐈𝐄𝐓𝐏. 𝐂𝐎𝐌" লিখে! ©️-collected
    Love
    Like
    6
    1 Σχόλια ·61 Views ·0 Προεπισκόπηση
  • ছেলে কিন্তু আগের মতো থাকবে না!

    'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা।

    কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে।

    এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে।

    ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার।

    বই : অন্দরমহল
    ছেলে কিন্তু আগের মতো থাকবে না! 'ছেলে আর আগের মতো নেই' অনেক মা ছেলেকে বিয়ে দেয়ার পরে এভাবে চিন্তা করেন। আবার অনেকে তো এই ভয়ে সময় হয়ে গেলেও ছেলের বিয়ে দিতে গড়িমসি করেন। মনের মধ্যে এক অজানা আতঙ্ক-ছেলে বুঝি আর আমার থাকল না। একজন মা যখন এভাবে চিন্তা করেন, তার তো বুকটা চিরে যাবার কথা। কিন্তু সম্মানিতা মা, আপনি আরেকটু ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ছেলের বিয়ের পরও সে আগের মতোই থাকবে, এটা একটা ভুল প্রত্যাশা হয়ে যায় না? সে কীভাবে আগের মতো থাকবে? এখন তাকে নতুন একটি নারীর সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হয়, নতুন আরেকটি পরিবারের সাথে সংযোগ স্থাপন করতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন সন্তান আসে, সেই সন্তানের অভিভাবকত্ব করতে হয়। নতুন নতুন অনেকগুলো সম্পর্কের সাথে বোঝাপড়া করতে হয়। বাস্তবিকই, সে তো আর আগের মতো নেই। হাজারো দায়িত্ব তার কাঁধে। এটা তো আনন্দের একটা বিষয় যে, আপনার ছেলে একটি মেয়ের দায়িত্ব নিতে শিখেছে। এ তো গর্ব করার মতো বিষয় যে, আমার ছেলে আরও একটি পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারছে। ছেলের এই পথচলায় আপনি একজন সাহায্যকারী হতে পারেন। বিবাহিত জীবনে ছেলের পদক্ষেপকে সাফল্যমণ্ডিত করতে আপনার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা নিঃসন্দেহে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার। বই : অন্দরমহল
    Love
    Like
    7
    ·91 Views ·0 Προεπισκόπηση
  • মহামারি না অসচেতনতা!

    রাত ২:৩৭ মিনিট।

    ঘুম ভেঙে গেছে রাবেয়ার।

    চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে।

    চুলকাচ্ছে।

    চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে…

    “আল্লাহ! এই কীসের চুলকানি!”

    ঘুমের মধ্যে পাশেই ঘুমানো ছোট বোনও উঠে পড়েছে।

    তারও একই জ্বালা।

    এটা শুধু রাবেয়া না—এটা এখন দেশের শতশত মানুষের গল্প।

    এই চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)।



    স্ক্যাবিস কী?

    একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei।

    চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে।

    সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে।

    চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে।



    চেনার উপায়?

    • রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়।

    • আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।

    • একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়।

    • চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়।



    কেন এমন হচ্ছে এখন?

    • প্রচণ্ড গরম ও ঘাম

    • একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার

    • অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম

    • একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন



    কি করবেন?

    ১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে।

    ২. সঠিক ডাক্তার অতিরিক্ত নির্দেশিত মলম ব্যবহার করতে হবে।

    ৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে।

    ৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়।

    ৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি।



    চুলকানি মানেই এলার্জি না—

    চুলকানি মানেই ঘরোয়া মলম না—

    চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস!

    তাই এখনই একসাথে রুখে দাঁড়ান।

    নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও…

    রাত ২:৩৭-এ ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন।



    ©ডা.তোফায়েল আহমেদ
    মহামারি না অসচেতনতা! রাত ২:৩৭ মিনিট। ঘুম ভেঙে গেছে রাবেয়ার। চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে। চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে… “আল্লাহ! এই কীসের চুলকানি!” ঘুমের মধ্যে পাশেই ঘুমানো ছোট বোনও উঠে পড়েছে। তারও একই জ্বালা। এটা শুধু রাবেয়া না—এটা এখন দেশের শতশত মানুষের গল্প। এই চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)। ⸻ স্ক্যাবিস কী? একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei। চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে। সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে। চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে। ⸻ চেনার উপায়? • রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়। • আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়। • একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়। • চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়। ⸻ কেন এমন হচ্ছে এখন? • প্রচণ্ড গরম ও ঘাম • একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার • অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম • একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন ⸻ কি করবেন? ১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে। ২. সঠিক ডাক্তার অতিরিক্ত নির্দেশিত মলম ব্যবহার করতে হবে। ৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে। ৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়। ৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি। ⸻ চুলকানি মানেই এলার্জি না— চুলকানি মানেই ঘরোয়া মলম না— চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস! তাই এখনই একসাথে রুখে দাঁড়ান। নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও… রাত ২:৩৭-এ ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন। — ©ডা.তোফায়েল আহমেদ
    Love
    Like
    Haha
    6
    ·64 Views ·0 Προεπισκόπηση
  • ক্রিকেট রাজ্যের মহারাজা
    ক্রিকেট রাজ্যের মহারাজা
    Love
    Like
    Haha
    Angry
    5
    ·62 Views ·0 Προεπισκόπηση
  • আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুস্থ রেখেছেন।
    আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুস্থ রেখেছেন।
    Love
    Like
    5
    ·64 Views ·0 Προεπισκόπηση
  • তোমার না মহারানীর নাম কি
    তোমার না মহারানীর নাম কি
    Love
    Like
    Haha
    4
    ·66 Views ·0 Προεπισκόπηση
  • ১৭ বছর গো*য়া মারা খাওয়ার পর বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ একটি দল পোন্দের আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    এটি আবার তারা ফলাও করে মিড়িয়া সেলে পোস্ট করেছেন। তো অবাক বিষয় হচ্ছে এনি চৌধুরী সম্ভবত পোঁদের আলোর মতির সাথে প্রটোকলের কারণে ছবি তোলার সুযোগ পাননি। কিন্তু ক্যাপশনে ঠিকই মতির নাম লিখে দিয়েছে৷

    কিছুদিন আগে সন্তোষ শর্মাকে এনে জামায়াত যে শাস্তি পেয়েছিল সম্ভবত বিএনপিরও এমন কিছু খাওয়ার হাউশ হয়েছিল। আর মানুষও তাদেরকে দুই হাত ভরে দিয়েছে৷ প্রায় ৯ হাজার রিএকশনের পোস্টে ৫ হাজার মতো হা হা পড়েছে৷

    বেসরকারীভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত হা হা বিপুল ভোটে এগিয়ে আছে। অবশ্যই পোস্টের নিচে সাধারণ বিএনপি কর্মীরাই ইচ্ছামত বাম্বু দিয়েছে৷ আফসোস সাধারণ কর্মীরা বুঝলেও এই শয়তান নেতাগুলোর কোনদিন বোধোদয় হবে না।

    কে সাইধে গো মা সা হতে চাইলে তাকে আসলে কেউই থামাতে পারে না। এই পোন্দের আলোর প্রতিবেদনে বছরের পর বছর ধরে বেগম খালেদা জিয়াকে লেখা হতো শুধু 'খালেদা' নামে আর দ্বিতীয় শীর্ষ নেতাকে লিখত 'তারেক' নামে। খালেদা জিয়া কিংবা বেগম খালেদা জিয়া লিখে পর্যন্ত সৌজন্যবোধ দেখানো হয়নি।

    আর এখন এরা যায় হাজিরা দিতে। এদের সব জাউরামি দেখায় দিলে আমাকে বলে আমি নাকি বিএনপির পেছেনে লেগে থাকি।

    দেখেন এখন আপনারা যা ভালো মনে করেন
    #Pinaki Dada
    ১৭ বছর গো*য়া মারা খাওয়ার পর বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ একটি দল পোন্দের আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটি আবার তারা ফলাও করে মিড়িয়া সেলে পোস্ট করেছেন। তো অবাক বিষয় হচ্ছে এনি চৌধুরী সম্ভবত পোঁদের আলোর মতির সাথে প্রটোকলের কারণে ছবি তোলার সুযোগ পাননি। কিন্তু ক্যাপশনে ঠিকই মতির নাম লিখে দিয়েছে৷ কিছুদিন আগে সন্তোষ শর্মাকে এনে জামায়াত যে শাস্তি পেয়েছিল সম্ভবত বিএনপিরও এমন কিছু খাওয়ার হাউশ হয়েছিল। আর মানুষও তাদেরকে দুই হাত ভরে দিয়েছে৷ প্রায় ৯ হাজার রিএকশনের পোস্টে ৫ হাজার মতো হা হা পড়েছে৷ বেসরকারীভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত হা হা বিপুল ভোটে এগিয়ে আছে। অবশ্যই পোস্টের নিচে সাধারণ বিএনপি কর্মীরাই ইচ্ছামত বাম্বু দিয়েছে৷ আফসোস সাধারণ কর্মীরা বুঝলেও এই শয়তান নেতাগুলোর কোনদিন বোধোদয় হবে না। কে সাইধে গো মা সা হতে চাইলে তাকে আসলে কেউই থামাতে পারে না। এই পোন্দের আলোর প্রতিবেদনে বছরের পর বছর ধরে বেগম খালেদা জিয়াকে লেখা হতো শুধু 'খালেদা' নামে আর দ্বিতীয় শীর্ষ নেতাকে লিখত 'তারেক' নামে। খালেদা জিয়া কিংবা বেগম খালেদা জিয়া লিখে পর্যন্ত সৌজন্যবোধ দেখানো হয়নি। আর এখন এরা যায় হাজিরা দিতে। এদের সব জাউরামি দেখায় দিলে আমাকে বলে আমি নাকি বিএনপির পেছেনে লেগে থাকি। দেখেন এখন আপনারা যা ভালো মনে করেন🙂 #Pinaki Dada
    Love
    Like
    12
    1 Σχόλια ·131 Views ·0 Προεπισκόπηση
  • পাকি-স্তানের বিরু'দ্ধে ভার*তীয় আগ্রা'সন" শিরোনামে এক বিবৃতিতে আ'ল কা*য়ে'দা উপ'ম'হা'দেশ নতুন করে তাদের জি'হা'দ চালিয়ে যাবার ঘো'ষণা দিয়েছেন।

    বিবৃতিতে পা'কি-স্তানে ভা'রতের স*ন্ত্রা'সী হা'ম'লায় নিহ'ত মুসলিমদের জন্য শা'হা'দাতের দোআ করা হয়। ভার'তের বিরু'দ্ধে এই যু'দ্ধকে জি'হা'দ ফি সাবিলিল্লাহ উল্লেখ করা হয়। ভা'রতের জুলুম, নির্যাতন, আগ্রা'সনের ধারাবাহিকতা উল্লেখ করা হয়।

    বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের ভা'র'তীয় আগ্রা'সনের বিরু'দ্ধে জেগে উঠা অন্য সময়ের চেয়ে অধিক জরুরী হিসাবে উল্লেখ করা হয়।

    সূত্র: আস সা'হা'ব মিডিয়া, অফিসিয়াল, এ'কি'ও'আ'ই'এস, ০৭ মে ২০২৫
    পাকি-স্তানের বিরু'দ্ধে ভার*তীয় আগ্রা'সন" শিরোনামে এক বিবৃতিতে আ'ল কা*য়ে'দা উপ'ম'হা'দেশ নতুন করে তাদের জি'হা'দ চালিয়ে যাবার ঘো'ষণা দিয়েছেন। বিবৃতিতে পা'কি-স্তানে ভা'রতের স*ন্ত্রা'সী হা'ম'লায় নিহ'ত মুসলিমদের জন্য শা'হা'দাতের দোআ করা হয়। ভার'তের বিরু'দ্ধে এই যু'দ্ধকে জি'হা'দ ফি সাবিলিল্লাহ উল্লেখ করা হয়। ভা'রতের জুলুম, নির্যাতন, আগ্রা'সনের ধারাবাহিকতা উল্লেখ করা হয়। বিশেষ করে উপমহাদেশের মুসলিমদের ভা'র'তীয় আগ্রা'সনের বিরু'দ্ধে জেগে উঠা অন্য সময়ের চেয়ে অধিক জরুরী হিসাবে উল্লেখ করা হয়। সূত্র: আস সা'হা'ব মিডিয়া, অফিসিয়াল, এ'কি'ও'আ'ই'এস, ০৭ মে ২০২৫
    Love
    Like
    39
    ·421 Views ·0 Προεπισκόπηση
Αναζήτηση αποτελεσμάτων