
-
-
"একটাই এক্সটেনশন – হাজারো সমাধান।
Google Workspace = স্মার্ট কাজের চাবিকাঠি।
আজই শুরু হোক Productive জীবন!"
🔖 #GoogleTools #SmartWork"একটাই এক্সটেনশন – হাজারো সমাধান। Google Workspace = স্মার্ট কাজের চাবিকাঠি। আজই শুরু হোক Productive জীবন!" 🔖 #GoogleTools #SmartWork -
আবু বকর ইবনু আবিদ দুনিয়া (রাহিমাহুল্লাহ) বলেন —
এক জানাযায় আমি এক টুকরো কাগজ পেলাম, যাতে লেখা ছিল — “তোমরা তোমাদের ধ্যান-জ্ঞান সব দুনিয়ার জন্য ব্যয় করেছ। আর অত্যাসন্ন মৃত্যুকে বেমালুম ভুলে গেছ! আল্লাহর শপথ! অচিরেই এক আঁধার ছেয়ে আসা দিনে মৃত্যু তোমাদের জাপটে ধরবে। সেদিন তোমরা সমস্ত নিআমতের স্বাদ ভুলে যাবে আর চরম অপদস্থ হবে। কিন্তু সেদিনের অপমান তোমাদের কোনো উপকারে আসবে না।
সাবধান! সাবধান!! সাবধান!!!
আচমকা মৃত্যু চলে আসার আগে, পচে-গলে মিটে যাওয়া লোকজনের প্রতিবেশী হওয়ার আগে সতর্ক হও।”
[হায়াতুস সালাফি বাইনাল কওলি ওয়াল আমাল, ১/৭০১]
বই : সালাফদের চোখে কবর, পৃষ্ঠা : ২৪আবু বকর ইবনু আবিদ দুনিয়া (রাহিমাহুল্লাহ) বলেন — এক জানাযায় আমি এক টুকরো কাগজ পেলাম, যাতে লেখা ছিল — “তোমরা তোমাদের ধ্যান-জ্ঞান সব দুনিয়ার জন্য ব্যয় করেছ। আর অত্যাসন্ন মৃত্যুকে বেমালুম ভুলে গেছ! আল্লাহর শপথ! অচিরেই এক আঁধার ছেয়ে আসা দিনে মৃত্যু তোমাদের জাপটে ধরবে। সেদিন তোমরা সমস্ত নিআমতের স্বাদ ভুলে যাবে আর চরম অপদস্থ হবে। কিন্তু সেদিনের অপমান তোমাদের কোনো উপকারে আসবে না। সাবধান! সাবধান!! সাবধান!!! আচমকা মৃত্যু চলে আসার আগে, পচে-গলে মিটে যাওয়া লোকজনের প্রতিবেশী হওয়ার আগে সতর্ক হও।” [হায়াতুস সালাফি বাইনাল কওলি ওয়াল আমাল, ১/৭০১] বই : সালাফদের চোখে কবর, পৃষ্ঠা : ২৪
More Results