• আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ানডে তুলে দিতে চান তিনি

    বয়স কেবল ৩৩। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন ৭ বছর। ক্যারিয়ারের যখন পরিণত সময়, তখনই কিনা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হাইনরিখ ক্লাসেন। জাতীয় দলকে বিদায় ও ক্যারিয়ার নিয়ে ক্লাসেন কথা বলেছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে।

    সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁর কাছে প্রশ্ন ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো কিছু বদলানোর ক্ষমতা থাকলে কী করতেন? উত্তরে তিনি জানিয়েছেন, তেমন সুযোগ থাকলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ তুলে দিতেন। যদিও ৪ বছর পরপর ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে সমস্যা দেখছেন না ক্লাসেন।

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ানডে তুলে দিতে চান তিনি বয়স কেবল ৩৩। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন ৭ বছর। ক্যারিয়ারের যখন পরিণত সময়, তখনই কিনা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হাইনরিখ ক্লাসেন। জাতীয় দলকে বিদায় ও ক্যারিয়ার নিয়ে ক্লাসেন কথা বলেছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে। সাক্ষাৎকারের একপর্যায়ে তাঁর কাছে প্রশ্ন ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো কিছু বদলানোর ক্ষমতা থাকলে কী করতেন? উত্তরে তিনি জানিয়েছেন, তেমন সুযোগ থাকলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ তুলে দিতেন। যদিও ৪ বছর পরপর ওয়ানডে বিশ্বকাপ আয়োজনে সমস্যা দেখছেন না ক্লাসেন। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    Like
    Love
    Haha
    3
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
  • যুক্তরাষ্ট্রে যে সংঘাত থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম

    ১৭৭৫ সালের দিকে আটলান্টিক উপকূলে উত্তর আমেরিকায় উপনিবেশগুলোয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল ক্ষোভ জন্ম নিতে শুরু করে। কর আরোপে অনিয়ম, ব্রিটিশ সরকারে উপনিবেশগুলো থেকে কোনো প্রতিনিধি না থাকা, ব্রিটিশ সেনাদের দমনমূলক উপস্থিতি—সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে।

    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    যুক্তরাষ্ট্রে যে সংঘাত থেকে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম ১৭৭৫ সালের দিকে আটলান্টিক উপকূলে উত্তর আমেরিকায় উপনিবেশগুলোয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল ক্ষোভ জন্ম নিতে শুরু করে। কর আরোপে অনিয়ম, ব্রিটিশ সরকারে উপনিবেশগুলো থেকে কোনো প্রতিনিধি না থাকা, ব্রিটিশ সেনাদের দমনমূলক উপস্থিতি—সব মিলিয়ে উত্তেজনা চরমে ওঠে। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    Like
    Love
    Wow
    4
    · 1 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
  • গণ–অভ্যুত্থানের এক বছর: যাহা পাই তাহা চাই না

    বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে রবীন্দ্রনাথের একুশ লাইনের ‘মরীচিকা’ কবিতাটির কথা মনে পড়ে যায়। শেষ স্তবকে কবি বলছেন: ‘যারে বাঁধি ধরে তার মাঝে আর/ রাগিণী খুঁজিয়া পাই না।/ যাহা চাই তাহা ভুল করে চাই/ যাহা পাই তাহা চাই না।’ আমরা কি মরীচিকার পেছনে ছুটছি?

    শৈশবে পাঠ্যবইয়ে মরীচিকার সঙ্গে পরিচিত হয়েছিলাম। ধু–ধু মরুভূমিতে হেঁটে হেঁটে ক্লান্ত পথিক দূরে জলের দেখা পায়। তপ্ত বালুরাশির ওপর সূর্যের আলোর প্রতিফলন জলের বিভ্রম একসময় ঢলে পড়ে মৃত্যুর কোলে। আমরা যেন মরীচিকার পেছনে ছুটছি। কিছুতেই ধরতে পারছি না। রাজনীতিবিদেরা শিখিয়েছেন, তাঁদের কথা শুনলে, তাঁদের দেখানো পথে চললে আমরা সুখের সৈকতে পৌঁছে যাব। সেই থেকে আমরা হাঁটছি, ঘুরছি, দৌড়াচ্ছি; কিন্তু পথ আর শেষ হয় না। সুখের দেখা মেলে না।

    নেতারা একটার পর একটা ইশতেহার দেন। কত সুন্দর সুন্দর নাম সেগুলোর। গণতন্ত্রের চারণভূমিতে পৌঁছাব, সমাজতন্ত্র এল বলে। সেখানে কোনো বৈষম্য নেই। দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে। তাঁদের ভোট দিলে সার্বভৌমত্ব টিকে যাবে। তারপর আমাদের যা চাহিদা, সব মিটে যাবে। আমরা কত কিছু চাই। আমাদের চাওয়াগুলোর কী সুন্দর ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ: অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু,/ চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু।


    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    গণ–অভ্যুত্থানের এক বছর: যাহা পাই তাহা চাই না বাংলাদেশের রাজনীতির দিকে তাকালে রবীন্দ্রনাথের একুশ লাইনের ‘মরীচিকা’ কবিতাটির কথা মনে পড়ে যায়। শেষ স্তবকে কবি বলছেন: ‘যারে বাঁধি ধরে তার মাঝে আর/ রাগিণী খুঁজিয়া পাই না।/ যাহা চাই তাহা ভুল করে চাই/ যাহা পাই তাহা চাই না।’ আমরা কি মরীচিকার পেছনে ছুটছি? শৈশবে পাঠ্যবইয়ে মরীচিকার সঙ্গে পরিচিত হয়েছিলাম। ধু–ধু মরুভূমিতে হেঁটে হেঁটে ক্লান্ত পথিক দূরে জলের দেখা পায়। তপ্ত বালুরাশির ওপর সূর্যের আলোর প্রতিফলন জলের বিভ্রম একসময় ঢলে পড়ে মৃত্যুর কোলে। আমরা যেন মরীচিকার পেছনে ছুটছি। কিছুতেই ধরতে পারছি না। রাজনীতিবিদেরা শিখিয়েছেন, তাঁদের কথা শুনলে, তাঁদের দেখানো পথে চললে আমরা সুখের সৈকতে পৌঁছে যাব। সেই থেকে আমরা হাঁটছি, ঘুরছি, দৌড়াচ্ছি; কিন্তু পথ আর শেষ হয় না। সুখের দেখা মেলে না। নেতারা একটার পর একটা ইশতেহার দেন। কত সুন্দর সুন্দর নাম সেগুলোর। গণতন্ত্রের চারণভূমিতে পৌঁছাব, সমাজতন্ত্র এল বলে। সেখানে কোনো বৈষম্য নেই। দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে। তাঁদের ভোট দিলে সার্বভৌমত্ব টিকে যাবে। তারপর আমাদের যা চাহিদা, সব মিটে যাবে। আমরা কত কিছু চাই। আমাদের চাওয়াগুলোর কী সুন্দর ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ: অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু,/ চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    Love
    JonoSathi React
    2
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
  • চীনের যে যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য দুশ্চিন্তার বার্তা দিচ্ছে

    চীনে একটি পুরোনো প্রবাদ আছে: 'যে উচ্চতা দখল করে, সেই জয়ী হয়।' আধুনিক যুদ্ধকৌশলে এই কথারই প্রতিফলন দেখা যাচ্ছে। চীনের দৃষ্টিতে, আধুনিক যুদ্ধের মূল শক্তি হলো আকাশ আধিপত্য। আর তার কেন্দ্রবিন্দুতে আছে তাদের নতুন স্টেলথ যুদ্ধবিমান জে-২০। এটিকে তারা বলছে ‘মাইটি ড্রাগন’।

    সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভিতে দেখানো হয়েছে, জে-২০ পূর্ব চীন সাগরের আকাশে চীনের এয়ার ডিফেন্স জোন বা আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কাছাকাছি আসা বিদেশি বিমান (সম্ভবত এফ-৩৫) প্রতিহত করেছে।

    এই ঘটনাটি পশ্চিমা সংবাদমাধ্যমে গুরুত্ব পায়নি। কিন্তু চীনের নিজস্ব প্ল্যাটফর্ম উইবো ও বাইদুতে খবরটি ব্যাপক আলোড়ন তোলে। সেখানে "#জে-২০ পাইলট বলেছেন, আমরা পিছু হটতে পারি না" এই হ্যাশট্যাগে কয়েক কোটি বার ভিউ হতে দেখা গেছে।

    চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টিকে জে-২০-এর উন্নত প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়া এবং পাইলটদের সাহসিকতার নিদর্শন হিসেবে তুলে ধরেছে। এক পাইলট বলেন, 'এটা যেন আকাশে বেয়নেট দিয়ে যুদ্ধ।'


    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    চীনের যে যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য দুশ্চিন্তার বার্তা দিচ্ছে চীনে একটি পুরোনো প্রবাদ আছে: 'যে উচ্চতা দখল করে, সেই জয়ী হয়।' আধুনিক যুদ্ধকৌশলে এই কথারই প্রতিফলন দেখা যাচ্ছে। চীনের দৃষ্টিতে, আধুনিক যুদ্ধের মূল শক্তি হলো আকাশ আধিপত্য। আর তার কেন্দ্রবিন্দুতে আছে তাদের নতুন স্টেলথ যুদ্ধবিমান জে-২০। এটিকে তারা বলছে ‘মাইটি ড্রাগন’। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভিতে দেখানো হয়েছে, জে-২০ পূর্ব চীন সাগরের আকাশে চীনের এয়ার ডিফেন্স জোন বা আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কাছাকাছি আসা বিদেশি বিমান (সম্ভবত এফ-৩৫) প্রতিহত করেছে। এই ঘটনাটি পশ্চিমা সংবাদমাধ্যমে গুরুত্ব পায়নি। কিন্তু চীনের নিজস্ব প্ল্যাটফর্ম উইবো ও বাইদুতে খবরটি ব্যাপক আলোড়ন তোলে। সেখানে "#জে-২০ পাইলট বলেছেন, আমরা পিছু হটতে পারি না" এই হ্যাশট্যাগে কয়েক কোটি বার ভিউ হতে দেখা গেছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিষয়টিকে জে-২০-এর উন্নত প্রযুক্তি, দ্রুত প্রতিক্রিয়া এবং পাইলটদের সাহসিকতার নিদর্শন হিসেবে তুলে ধরেছে। এক পাইলট বলেন, 'এটা যেন আকাশে বেয়নেট দিয়ে যুদ্ধ।' #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    1
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
  • চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

    চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমানে। একসময় তিনি মধ্যপ্রাচ্যে গাড়ির পুরোনো যন্ত্রাংশের ব্যবসা করতেন। এরপর জমি কেনা শুরু করেন। ভবন বানিয়ে বিক্রি করেন অভিজাত ক্রেতাদের কাছে, যাঁদের বেশির ভাগই বাংলাদেশি ক্রেতা।

    আজমানে জসিমের বাবার নামে প্রতিষ্ঠিত ইউনুছ রিয়েল এস্টেটের অফিস থেকে এসব তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটির নাম পাওয়া গেছে সেখানকার সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে। প্রবাসীদের কাছে জসিম সম্পর্কে বেশি তথ্য নেই। তবে হঠাৎ করে আবাসন খাতে তাঁর বিপুল বিনিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

    বিনিয়োগের জন্য জসিম বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর কোনো অনুমোদন নিয়েছেন, এমন তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে আলোচনা আছে, বাংলাদেশি প্রভাবশালীদের কেউ কেউ তাঁর মাধ্যমে মধ্যপ্রাচ্যের জমিতে লগ্নি করেছেন। কারণ, মধ্যপ্রাচ্যের নতুন অভিবাসনের নীতি অনুযায়ী সাড়ে ছয় কোটি টাকা বিনিয়োগ করলে ১০ বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট (বসবাসের অনুমতি) পাওয়া যায়। বিনিয়োগকারীর তথ্য সম্পূর্ণ গোপন রাখে আরব আমিরাত।

    মধ্যপ্রাচ্যের আধুনিক শহরগুলোতে বাংলাদেশিদের জমি-ফ্ল্যাট ক্রয়ের প্রবণতা আগে থেকেও ছিল, ২০১৯ সাল থেকে কার্যকর হওয়া নতুন নীতির পর এই প্রবণতা আরও বেড়েছে।


    #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic Jono Sathi #foryou #tranding
    চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমানে। একসময় তিনি মধ্যপ্রাচ্যে গাড়ির পুরোনো যন্ত্রাংশের ব্যবসা করতেন। এরপর জমি কেনা শুরু করেন। ভবন বানিয়ে বিক্রি করেন অভিজাত ক্রেতাদের কাছে, যাঁদের বেশির ভাগই বাংলাদেশি ক্রেতা। আজমানে জসিমের বাবার নামে প্রতিষ্ঠিত ইউনুছ রিয়েল এস্টেটের অফিস থেকে এসব তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটির নাম পাওয়া গেছে সেখানকার সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে। প্রবাসীদের কাছে জসিম সম্পর্কে বেশি তথ্য নেই। তবে হঠাৎ করে আবাসন খাতে তাঁর বিপুল বিনিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিনিয়োগের জন্য জসিম বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর কোনো অনুমোদন নিয়েছেন, এমন তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে আলোচনা আছে, বাংলাদেশি প্রভাবশালীদের কেউ কেউ তাঁর মাধ্যমে মধ্যপ্রাচ্যের জমিতে লগ্নি করেছেন। কারণ, মধ্যপ্রাচ্যের নতুন অভিবাসনের নীতি অনুযায়ী সাড়ে ছয় কোটি টাকা বিনিয়োগ করলে ১০ বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট (বসবাসের অনুমতি) পাওয়া যায়। বিনিয়োগকারীর তথ্য সম্পূর্ণ গোপন রাখে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের আধুনিক শহরগুলোতে বাংলাদেশিদের জমি-ফ্ল্যাট ক্রয়ের প্রবণতা আগে থেকেও ছিল, ২০১৯ সাল থেকে কার্যকর হওয়া নতুন নীতির পর এই প্রবণতা আরও বেড়েছে। #jonosathi #verified #earnonline #freedom #ProUser #ভেরিফিকেশন #বাংলাদেশ#virel #love #romantic [Jonosathi] #foryou #tranding
    JonoSathi React
    1
    · 0 মন্তব্য ·0 শেয়ার ·0 রিভিউ
More Results
Jono Sathi – Connecting Bangladesh https://jonosathi.com