Search | Jono Sathi - Bangladeshi Social Media Platform

Upgrade to Pro

  • নির্বাহী আদেশেই নিষিদ্ধ হয়ে গেলে আমাদের মিষ্টি খেয়ে বাড়ি ফেরা হতো। বাট পারফেক্ট স্যলুশন হতো না।

    বরং এই কার্যক্রম নিষেধাজ্ঞায় আমাদের লড়াইটা দীর্ঘ হলো। মিষ্টি দুইটা কমই খাওয়া হলো। বাট আওয়ামীলীগ সমস্যার পার্মানেন্ট সল্যুশন অবশ্যই কোর্ট থেকে আসতে হবে।

    এখন আওয়ামীলীগের কপালে কী আছে, সেটা নির্ভর করবে আমাদের উপর।

    আমরা যদি ৫ আগস্টের মতো আনন্দে আত্মহারা হয়ে চলে যাই, আমাদের লড়াই আবার অসমাপ্ত থাকবে।

    তো এখন আমাদের কী করতে হবে?

    আওয়ামীলীগের বিচারের জন্য একটা দুর্দান্ত আইনি টিম বানাতে হবে। একেবারে ধারাবাহিকভাবে সেই টিমের সাথে থাকতে হবে। মানুষের মধ্যে কর্মসূচি নিয়ে উপস্থিত থাকতে হবে।

    আর এই একমাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে।

    ফ্যাসিবাদ বিরোধী যেই ঐক্য রাজপথে তৈরি হলো, এই ঐক্য ধরে রাখতে হবে।

    বিএনপির উপর আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে ভরসা করার কোন লজিক নাই। গয়েশ্বর আজকেও বলেছে, আওয়ামীলীগ নিষিদ্ধ চাইতেছে, কাল যদি বিএনপি নিষিদ্ধ চায়?

    সো, বিচার প্রসেস শেষ করতে হবে ইউনূস সরকারের মেয়াদেই।

    আওয়ামীলীগের বিরুদ্ধে যত অভিযোগ আছে, যত অপরাধ এরা করেছে, কোর্টে এদের নিষিদ্ধ না হওয়ার কোন কারণ নাই।

    এবং একমাত্র কোর্টের মাধ্যমে নিষিদ্ধ হলেই এই নিষিদ্ধ হওয়াটা সাসটেইনেবল হবে।

    নির্বাচনের পরেও কোন সরকার চাইলেই আওয়ামীলীগকে বৈধ করে দিতে পারবে না।

    সো, আমাদের লড়াই জাস্ট একটা ধাপ অতিক্রম করে আরেকটা ধাপে এসে পড়লো।

    এবার এই লড়াইটা লড়ার পালা।

    পথটা কঠিন। লড়াইটা দীর্ঘ। বাট রেজাল্টটা টেকসই।

    যদি লক্ষ্যে থাকি অটুট, দেখা হবে বিজয়ে।
    #Sadiqur Rahaman Khan
    নির্বাহী আদেশেই নিষিদ্ধ হয়ে গেলে আমাদের মিষ্টি খেয়ে বাড়ি ফেরা হতো। বাট পারফেক্ট স্যলুশন হতো না। বরং এই কার্যক্রম নিষেধাজ্ঞায় আমাদের লড়াইটা দীর্ঘ হলো। মিষ্টি দুইটা কমই খাওয়া হলো। বাট আওয়ামীলীগ সমস্যার পার্মানেন্ট সল্যুশন অবশ্যই কোর্ট থেকে আসতে হবে। এখন আওয়ামীলীগের কপালে কী আছে, সেটা নির্ভর করবে আমাদের উপর। আমরা যদি ৫ আগস্টের মতো আনন্দে আত্মহারা হয়ে চলে যাই, আমাদের লড়াই আবার অসমাপ্ত থাকবে। তো এখন আমাদের কী করতে হবে? আওয়ামীলীগের বিচারের জন্য একটা দুর্দান্ত আইনি টিম বানাতে হবে। একেবারে ধারাবাহিকভাবে সেই টিমের সাথে থাকতে হবে। মানুষের মধ্যে কর্মসূচি নিয়ে উপস্থিত থাকতে হবে। আর এই একমাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যেই ঐক্য রাজপথে তৈরি হলো, এই ঐক্য ধরে রাখতে হবে। বিএনপির উপর আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে ভরসা করার কোন লজিক নাই। গয়েশ্বর আজকেও বলেছে, আওয়ামীলীগ নিষিদ্ধ চাইতেছে, কাল যদি বিএনপি নিষিদ্ধ চায়? সো, বিচার প্রসেস শেষ করতে হবে ইউনূস সরকারের মেয়াদেই। আওয়ামীলীগের বিরুদ্ধে যত অভিযোগ আছে, যত অপরাধ এরা করেছে, কোর্টে এদের নিষিদ্ধ না হওয়ার কোন কারণ নাই। এবং একমাত্র কোর্টের মাধ্যমে নিষিদ্ধ হলেই এই নিষিদ্ধ হওয়াটা সাসটেইনেবল হবে। নির্বাচনের পরেও কোন সরকার চাইলেই আওয়ামীলীগকে বৈধ করে দিতে পারবে না। সো, আমাদের লড়াই জাস্ট একটা ধাপ অতিক্রম করে আরেকটা ধাপে এসে পড়লো। এবার এই লড়াইটা লড়ার পালা। পথটা কঠিন। লড়াইটা দীর্ঘ। বাট রেজাল্টটা টেকসই। যদি লক্ষ্যে থাকি অটুট, দেখা হবে বিজয়ে। #Sadiqur Rahaman Khan
    Like
    Love
    2
    ·56 Views ·0 Reviews
  • ৭৪ এ মুজিব বাহিনীর হাতে যে নববধূ স্বামীর সামনে ধর্ষিত হয়েছিলেন, আপনি আমাদের অভিবাদন গ্রহণ করুন।

    ৭২-৭৫ এ রক্ষিবাহিনী আর ছাত্রলীগের হাতে নিহত ৪০ হাজার শহীদ আমাদের অভিবাদন গ্রহণ করুন।

    অভিবাদন গ্রহণ করুন মুজিবের বাকশালী আর অভিশপ্ত পরিবারকে ধ্বংস করে ফাঁসিতে ঝুলা ৭৫ এর ১৫ আগস্টের বিপ্লবীরা।

    অভিবাদন গ্রহণ করুন লগি বৈঠার উদ্দাম নৃত্যে নিহত হওয়া মানুষেরা।

    অভিবাদন গ্রহণ করুন ৫৮ জন সেনা অফিসার, ভালোবাসা নিন বিচারের নামে নির্যাতনের স্বীকার হয়ে মরে যাওয়া বিডিআর কর্মীরা।

    ভালোবাসা নাও বিশ্বজিত ঘোষ।

    ভালোবাসা নেন দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর দুইদিন শহীদ হওয়া সাতক্ষীরার এক মায়ের পেটের দুই ভাই। আরো ১৭০ জন শহীদ।

    অভিবাদন নিন শাপলা চত্বরের গণহত্যার স্বীকার হওয়া আলেম, এতিম আর মাদ্রাসার ছাত্ররা।

    অভিবাদন নিন শহীদ রেহান।

    ভালোবাসা নিন শহীদ কাদের মোল্লা, শহীদ মুজাহিদ, শহীদ নিজামী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ শাহবাগের জল্লাদের মঞ্চ থেকে খুন হওয়া সকল শহীদেরা।

    অভিবাদন নিন জঙ্গি নাটকে নিহত হওয়া নিরীহ মাদ্রাসার ছেলেগুলো।

    ভালোবাসা নিন মোদি বিরোধী আন্দোলনের শহীদেরা।

    অভিবাদন নিন আমাদের ইমাম শহীদ আবরার ফাহাদ।

    অভিবাদন নিন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহানসহ জুলাইয়ের শহীদেরা।

    অভিবাদন নিন আয়নাঘরের বন্দিরা, নিজেদের জীবন দিয়ে আমাদের আওয়ামীলীগ চেনানোর জন্য।

    অভিবাদন নিন জুলাইয়ের বিপ্লবীরা।

    আজ আমরা আমাদের মাতৃভূমিকে কলঙ্ক মুক্ত করেছি।

    আমরা আপনাদের ভুলে যাইনি, বরং আপনাদের পবিত্র রক্ত মাথায় আর বুকে নিয়েই আমরা পথ চলছি। আজও, এখনও।

    আওয়ামীলীগের বিরুদ্ধে এই যুদ্ধে আপনারা শহীদ হয়ে আমাদের গাজী করে দেওয়ার জন্য।

    এই বিজয় আপনাদের।

    এই স্বাধীনতা আপনাদের।

    আপনাদের রক্তের কাছে আমাদের আকাশ সমান ঋণ।

    আওয়ামীলীগ নিষিদ্ধ করে এই ঋণের কিছু শোধ করতে পেরেছি।

    বাট এই আওয়ামীলীগের শেষ আমরা দেখে ছাড়বো, আপনাদের যারা বেঁচে থাকতে দেয়নি, এই মাটির এক ইঞ্চিও আমরা ওদের হাতে ছাইড়া দিবো না,এ আমাদের ওয়াদা।

    আল্লাহ যেন আমাদের আগামীর যুদ্ধগুলোতেও বিজয় দান করেন। আল্লাহ যেন আমাদের আজীবন এই ঈমান আর ইনকিলাবের পথে বহাল রাখেন।

    ইনকিলাব জিন্দাবাদ।

    মুজিববাদ মুর্দাবাদ।
    #Sadiqur Rahaman Khan
    ৭৪ এ মুজিব বাহিনীর হাতে যে নববধূ স্বামীর সামনে ধর্ষিত হয়েছিলেন, আপনি আমাদের অভিবাদন গ্রহণ করুন। ৭২-৭৫ এ রক্ষিবাহিনী আর ছাত্রলীগের হাতে নিহত ৪০ হাজার শহীদ আমাদের অভিবাদন গ্রহণ করুন। অভিবাদন গ্রহণ করুন মুজিবের বাকশালী আর অভিশপ্ত পরিবারকে ধ্বংস করে ফাঁসিতে ঝুলা ৭৫ এর ১৫ আগস্টের বিপ্লবীরা। অভিবাদন গ্রহণ করুন লগি বৈঠার উদ্দাম নৃত্যে নিহত হওয়া মানুষেরা। অভিবাদন গ্রহণ করুন ৫৮ জন সেনা অফিসার, ভালোবাসা নিন বিচারের নামে নির্যাতনের স্বীকার হয়ে মরে যাওয়া বিডিআর কর্মীরা। ভালোবাসা নাও বিশ্বজিত ঘোষ। ভালোবাসা নেন দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর দুইদিন শহীদ হওয়া সাতক্ষীরার এক মায়ের পেটের দুই ভাই। আরো ১৭০ জন শহীদ। অভিবাদন নিন শাপলা চত্বরের গণহত্যার স্বীকার হওয়া আলেম, এতিম আর মাদ্রাসার ছাত্ররা। অভিবাদন নিন শহীদ রেহান। ভালোবাসা নিন শহীদ কাদের মোল্লা, শহীদ মুজাহিদ, শহীদ নিজামী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ শাহবাগের জল্লাদের মঞ্চ থেকে খুন হওয়া সকল শহীদেরা। অভিবাদন নিন জঙ্গি নাটকে নিহত হওয়া নিরীহ মাদ্রাসার ছেলেগুলো। ভালোবাসা নিন মোদি বিরোধী আন্দোলনের শহীদেরা। অভিবাদন নিন আমাদের ইমাম শহীদ আবরার ফাহাদ। অভিবাদন নিন আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহানসহ জুলাইয়ের শহীদেরা। অভিবাদন নিন আয়নাঘরের বন্দিরা, নিজেদের জীবন দিয়ে আমাদের আওয়ামীলীগ চেনানোর জন্য। অভিবাদন নিন জুলাইয়ের বিপ্লবীরা। আজ আমরা আমাদের মাতৃভূমিকে কলঙ্ক মুক্ত করেছি। আমরা আপনাদের ভুলে যাইনি, বরং আপনাদের পবিত্র রক্ত মাথায় আর বুকে নিয়েই আমরা পথ চলছি। আজও, এখনও। আওয়ামীলীগের বিরুদ্ধে এই যুদ্ধে আপনারা শহীদ হয়ে আমাদের গাজী করে দেওয়ার জন্য। এই বিজয় আপনাদের। এই স্বাধীনতা আপনাদের। আপনাদের রক্তের কাছে আমাদের আকাশ সমান ঋণ। আওয়ামীলীগ নিষিদ্ধ করে এই ঋণের কিছু শোধ করতে পেরেছি। বাট এই আওয়ামীলীগের শেষ আমরা দেখে ছাড়বো, আপনাদের যারা বেঁচে থাকতে দেয়নি, এই মাটির এক ইঞ্চিও আমরা ওদের হাতে ছাইড়া দিবো না,এ আমাদের ওয়াদা। আল্লাহ যেন আমাদের আগামীর যুদ্ধগুলোতেও বিজয় দান করেন। আল্লাহ যেন আমাদের আজীবন এই ঈমান আর ইনকিলাবের পথে বহাল রাখেন। ইনকিলাব জিন্দাবাদ। মুজিববাদ মুর্দাবাদ। #Sadiqur Rahaman Khan
    Love
    3
    ·93 Views ·0 Reviews
  • Like plz don't forget it কোলকাতার বিখ্যাত সেরা একটি গান #song #kolkata
    #viral #vairal #fun #funny #entertenmant #dance #newpost #post #priyasan
    Like plz don't forget it ❤️🔥 কোলকাতার বিখ্যাত সেরা একটি গান #song #kolkata #viral #vairal #fun #funny #entertenmant 😉 #dance #newpost #post #priyasan
    Wow
    1
    ·116 Views ·0 Reviews
  • Mission mango
    Mission mango 🥭😀😀
    Love
    3
    ·128 Views ·0 Reviews
  • এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেএকসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুন
    এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেএকসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুন
    Love
    4
    ·149 Views ·0 Reviews
  • একটা দলের মোরাল স্ট্যান্ডার্ড ঠিক করা জরুরি।

    আপনারা এখন বলতেছেন, জামায়াত শিবির রাজাকার।

    অথচ আপনাদের নেত্রী নিজেই বলতেছেন, উনাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

    তারেক রহমান নিজের মুখে বলেছেন, নিজামী মুজাহিদ রাজাকার ছিলেন না। উনাদের মন্ত্রী বানিয়ে বিএনপি কোন ভুল করেনি।

    আপনাদের দলের প্রথম আর সেকেন্ড নেতৃত্বের সাথে আপনাদের ন্যারেটিভ তো মিলতেছে না, বরং অপোজ করতেছে।

    তাইলে খালেদা জিয়ার বিএনপি আর আপনাদের বিএনপি কি আলাদা?
    #Sadiqur Rahaman Khan
    একটা দলের মোরাল স্ট্যান্ডার্ড ঠিক করা জরুরি। আপনারা এখন বলতেছেন, জামায়াত শিবির রাজাকার। অথচ আপনাদের নেত্রী নিজেই বলতেছেন, উনাদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারেক রহমান নিজের মুখে বলেছেন, নিজামী মুজাহিদ রাজাকার ছিলেন না। উনাদের মন্ত্রী বানিয়ে বিএনপি কোন ভুল করেনি। আপনাদের দলের প্রথম আর সেকেন্ড নেতৃত্বের সাথে আপনাদের ন্যারেটিভ তো মিলতেছে না, বরং অপোজ করতেছে। তাইলে খালেদা জিয়ার বিএনপি আর আপনাদের বিএনপি কি আলাদা? #Sadiqur Rahaman Khan
    Love
    Sad
    Like
    Wow
    Angry
    15
    1 Comments ·366 Views ·0 Reviews
  • বাংলাদেশের গোপন কমান্ডো বাহিনী — বাস্তবেই একেকজন জীবন্ত অস্ত্র! | Para Commando 2025
    বাংলাদেশের গোপন কমান্ডো বাহিনী — বাস্তবেই একেকজন জীবন্ত অস্ত্র! | Para Commando 2025
    Love
    Like
    Angry
    5
    ·116 Views ·0 Reviews
  • হাসনাত ভাই যখন ৫০ জন নিয়ে ব্যারিকেড ভেঙে বসে পড়লো, তখনও ভাবি নি, এই আন্দোলনে এভাবে জনসমুদ্র নাইমা আসবে।

    বাট আসলো।

    জুলাই ঐক্যের সকল সংগঠন যোগ দিলো, শিবির যোগ দিলো, হেফাজতে ইসলাম যোগ দিলো, এবি পার্টি যোগ দিলো, এনসিপি যোগ দিলো।

    আজ ইসলামি আন্দোলনও যোগ দিয়েছে।

    গতকাল রাতভর মাইনাস মাইনাস গেম চললো, আজ সারাদিন চলেছে ঠুনকো একটা স্লোগান দিয়ে নোংরামি।

    তবে সবকিছু পেছনে ফেলে নেতারা বসে ফ্যাসিবাদ বিরোধী একটা ব্যানার তৈরি করে ফেলেছেন।

    আশার কথা, দলীয় পরিচয় ফেলে দলে দলে মানুষ এসে যোগ দিচ্ছে সেই ব্যানারে।

    দীর্ঘ এক ষড়যন্ত্রের রাত শেষে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।

    এখন এই ঐক্য ধরে রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পালা।

    আওয়ামীলীগ নিষিদ্ধ আর আওয়ামীলীগের বিচার না করা পর্যন্ত আমাদের ঘরে ফেরার কোন সুযোগ নেই।
    #Sadiqur Rahaman Khan
    ভিডিও ক্রেডিট: Musaddiq Ali Ibne Mohammad
    হাসনাত ভাই যখন ৫০ জন নিয়ে ব্যারিকেড ভেঙে বসে পড়লো, তখনও ভাবি নি, এই আন্দোলনে এভাবে জনসমুদ্র নাইমা আসবে। বাট আসলো। জুলাই ঐক্যের সকল সংগঠন যোগ দিলো, শিবির যোগ দিলো, হেফাজতে ইসলাম যোগ দিলো, এবি পার্টি যোগ দিলো, এনসিপি যোগ দিলো। আজ ইসলামি আন্দোলনও যোগ দিয়েছে। গতকাল রাতভর মাইনাস মাইনাস গেম চললো, আজ সারাদিন চলেছে ঠুনকো একটা স্লোগান দিয়ে নোংরামি। তবে সবকিছু পেছনে ফেলে নেতারা বসে ফ্যাসিবাদ বিরোধী একটা ব্যানার তৈরি করে ফেলেছেন। আশার কথা, দলীয় পরিচয় ফেলে দলে দলে মানুষ এসে যোগ দিচ্ছে সেই ব্যানারে। দীর্ঘ এক ষড়যন্ত্রের রাত শেষে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। এখন এই ঐক্য ধরে রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পালা। আওয়ামীলীগ নিষিদ্ধ আর আওয়ামীলীগের বিচার না করা পর্যন্ত আমাদের ঘরে ফেরার কোন সুযোগ নেই। #Sadiqur Rahaman Khan ভিডিও ক্রেডিট: Musaddiq Ali Ibne Mohammad
    Love
    Like
    Sad
    Wow
    23
    3 Comments ·404 Views ·0 Reviews
  • আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগেই আসতে হবে, এমন তো বলে নাই কেউ।

    শাহবাগে যেহেতু শিবির আছে, জামায়াত আছে, আপনারা আসবেন না, ওকে ফাইন।

    ১৭ বছর এই জামায়াতের সাথে আন্দোলন করেছেন, রাজশাহীতে ম্যাডামের সমাবেশে শিবিরের আলাদা কর্নার থাকতো। ওখানে বিশাল বিশাল ব্যানার আর ছবিতে সাঈদী, নিজামী, মুজাহিদ আর গোলাম আজমদের ছবি থাকতো।

    শিবির তখনও নারায়ে তাকবীর স্লোগান ই দিতো।

    ম্যাডামের তো কোন সমস্যা হয় নাই। বরং আমার মনে আছে, রাজশাহীর ঐ সমাবেশেও উনি যুদ্ধাপরাধীদের বিচারের কঠিন সমালোচনা করেছিলেন।

    হোয়াটেভার, মানুষের জাত বদলাতেই পারে।

    হতেই পারে, ১৭ বছর আপনারা জানতেন না জামায়াত রাজাকার। এখন জানলেন। সো, জামায়াতের সাথে আন্দোলন করবেন না।

    তো আপনারা নিজেরা নিজেদের মতো করে আন্দোলন করেন না কেন?

    শাহবাগে না আসেন, নয়া পল্টনে দাঁড়ান।

    স্পষ্ট করে বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ চান নাকি চান না।

    নির্বাচন চাওয়ার সময় তো বলেন না যে নির্বাচন চাইবে না কি চাইবে না সেটা জনগণ জানে। আমরা জানি না।

    তো আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কোন অবস্থান কেন নিচ্ছেন না?

    আপনাদের এই কনফিউজিং রাজনীতির কারণেই তো গত ১৭ বছর হাসিনার চুলটাও ছিড়তে পারেন নাই।

    একবার আন্দোলন করেন, একবার ইলেকশন করেন, একবার সংসদে যান, একবার অসহযোগ দেন, একবার দেন না, নেত্রীর ডাক দেওয়ার পরেও মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে পারেন নাই।

    এই সুবিধাবাদী রাজনীতির কারণেই আপনাদের আন্দোলনে মানুষ সাড়া না দিয়ে কিছু অপরিচিত কম বয়সের পোলাপাইনের ডাকে সাড়া দিয়ে মানুষ হাসিনারে তাড়াইলো।

    এখন হাসিনা নাই।

    অথচ এখনও আপনাদের এই কনফিউজিং রাজনীতির শেষ হলো না। এতো ভয় কিসের? যদি নিষিদ্ধ না চান, সেটাই বলেন।

    নিষিদ্ধ চাইলে সেটাও বলেন।

    আসল কথা না বলে শাহবাগ অমুক, শাহবাগ তমুক, এনসিপি খারাপ, জামায়াত রাজাকার, এসব ভংচং কথার মানে কী?

    আমি আপনার সব কথাই মাইনা নিলাম।

    হ্যা, জামায়াত রাজাকার, শিবির রাজাকার, স্লোগানে ভুল ছিলো, এনসিপি ইম্ম্যাচিউর।

    আমি আপনার সাথে সবকিছুতেই একমত।

    এবার স্পষ্ট করে বলেন, এসব ছেড়ে বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপনি একমত কি না?
    #Sadiqur Rahaman Khan
    আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগেই আসতে হবে, এমন তো বলে নাই কেউ। শাহবাগে যেহেতু শিবির আছে, জামায়াত আছে, আপনারা আসবেন না, ওকে ফাইন। ১৭ বছর এই জামায়াতের সাথে আন্দোলন করেছেন, রাজশাহীতে ম্যাডামের সমাবেশে শিবিরের আলাদা কর্নার থাকতো। ওখানে বিশাল বিশাল ব্যানার আর ছবিতে সাঈদী, নিজামী, মুজাহিদ আর গোলাম আজমদের ছবি থাকতো। শিবির তখনও নারায়ে তাকবীর স্লোগান ই দিতো। ম্যাডামের তো কোন সমস্যা হয় নাই। বরং আমার মনে আছে, রাজশাহীর ঐ সমাবেশেও উনি যুদ্ধাপরাধীদের বিচারের কঠিন সমালোচনা করেছিলেন। হোয়াটেভার, মানুষের জাত বদলাতেই পারে। হতেই পারে, ১৭ বছর আপনারা জানতেন না জামায়াত রাজাকার। এখন জানলেন। সো, জামায়াতের সাথে আন্দোলন করবেন না। তো আপনারা নিজেরা নিজেদের মতো করে আন্দোলন করেন না কেন? শাহবাগে না আসেন, নয়া পল্টনে দাঁড়ান। স্পষ্ট করে বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ চান নাকি চান না। নির্বাচন চাওয়ার সময় তো বলেন না যে নির্বাচন চাইবে না কি চাইবে না সেটা জনগণ জানে। আমরা জানি না। তো আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কোন অবস্থান কেন নিচ্ছেন না? আপনাদের এই কনফিউজিং রাজনীতির কারণেই তো গত ১৭ বছর হাসিনার চুলটাও ছিড়তে পারেন নাই। একবার আন্দোলন করেন, একবার ইলেকশন করেন, একবার সংসদে যান, একবার অসহযোগ দেন, একবার দেন না, নেত্রীর ডাক দেওয়ার পরেও মার্চ ফর ডেমোক্রেসি সফল করতে পারেন নাই। এই সুবিধাবাদী রাজনীতির কারণেই আপনাদের আন্দোলনে মানুষ সাড়া না দিয়ে কিছু অপরিচিত কম বয়সের পোলাপাইনের ডাকে সাড়া দিয়ে মানুষ হাসিনারে তাড়াইলো। এখন হাসিনা নাই। অথচ এখনও আপনাদের এই কনফিউজিং রাজনীতির শেষ হলো না। এতো ভয় কিসের? যদি নিষিদ্ধ না চান, সেটাই বলেন। নিষিদ্ধ চাইলে সেটাও বলেন। আসল কথা না বলে শাহবাগ অমুক, শাহবাগ তমুক, এনসিপি খারাপ, জামায়াত রাজাকার, এসব ভংচং কথার মানে কী? আমি আপনার সব কথাই মাইনা নিলাম। হ্যা, জামায়াত রাজাকার, শিবির রাজাকার, স্লোগানে ভুল ছিলো, এনসিপি ইম্ম্যাচিউর। আমি আপনার সাথে সবকিছুতেই একমত। এবার স্পষ্ট করে বলেন, এসব ছেড়ে বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপনি একমত কি না? #Sadiqur Rahaman Khan
    Love
    Like
    Wow
    Sad
    Angry
    14
    1 Comments ·359 Views ·1 Shares ·0 Reviews
  • একসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুনযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবে
    একসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুনযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেএখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবে
    Love
    Like
    Haha
    Wow
    11
    ·178 Views ·0 Reviews
  • এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেএকসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুন #Viok
    এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবেপ্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবেযেকোন লেখা বা ছবি কপি করলে "Recent" এ আসবে। তবে পিন না করলে ১ ঘন্টা পর মুছে যাবেএকসাথে অনেকগুলো ডিলিট বা পিন করতে অথবা ইচ্ছানুযায়ী নতুন ক্লিপ যোগ করতে "Manage" বাটনে চাপুন #Viok
    Love
    Like
    Haha
    Wow
    Sad
    13
    1 Comments ·188 Views ·0 Reviews
  • নওগাঁর ফর্মালিন মুক্ত আম #আম #mango
    নওগাঁর ফর্মালিন মুক্ত আম #আম #mango
    Love
    Like
    Haha
    Sad
    7
    ·152 Views ·0 Reviews
More Results