একটি বাস্তব ঘটনা, যা প্রতিটি সন্তানের জানা উচিত...
একজন ছিলেন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
তাঁর তিনটি ছেলে — রাজকীয় জীবনে অভ্যস্ত, সব সুবিধা ছিল হাতের মুঠোয়।
সব বলত, "আমাদের বাবা তো ২২ গ্রেডের অফিসার!"
এক ফোনেই কাজ হয়ে যেত, সম্মান ছিল আকাশচুম্বী।
কিন্তু সময় বদলালো।
চাকরি শেষ হলো, নামের সঙ্গে যোগ হলো “অবসরপ্রাপ্ত”।
আর সন্তানেরা সেই ‘বাবা’কে ধীরে ধীরে ভুলে গেল...
বাবা অসুস্থ হয়ে পড়লেন, হাঁটাচলা বা কথা বলার ক্ষমতা হারালেন।
সন্তানরা বলল, “এভাবে পড়ে থাকা আর ভালো লাগে না।”
বাড়ি ভাগ, সম্পত্তি ভাগের পরিকল্পনা শুরু হলো।
আর বাবার দেখভালের জন্য এক নওকর রাখা হলো — মাসে বিশ হাজার টাকায়।
এরপর ছেলেরা গেল ছুটিতে — কেউ ফ্রান্স, কেউ লন্ডন, কেউ প্যারিস।
সবার পরিচয়: “আমি ২২ গ্রেডের অফিসারের ছেলে!”
কিন্তু সেই বাবা?
একঘরে বন্দি, নিঃসঙ্গ, শয্যাশায়ী।
একদিন নওকর দুর্ঘটনায় পড়ল।
চাবিসহ হাসপাতালে ভর্তি, কোমায় চলে গেল।
আর বাবা?
তিন মাস ধরে ঘরের মধ্যে তালাবন্দি হয়ে পড়ে রইলেন —
নড়তে পারেন না, কাউকে ডাকতেও পারেন না...
তিন মাস পর সন্তানরা ফিরে এসে তালা ভাঙল —
আর ভেতরে পেল বাবার গলিত মরদেহ!
---
প্রিয় ভাই ও বোনেরা,
এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়।
আমরা সন্তানদের জন্য দিন-রাত পরিশ্রম করি, হালাল-হারামের তোয়াক্কা না করে টাকা জমাই,
ভবিষ্যৎ গড়ি —
কিন্তু শিক্ষা কী দিচ্ছি?
যদি সন্তানদের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকে,
তাহলে এমন পরিণতি যে কারও হতে পারে।
তাই এখনই সময় —
বাবা-মায়ের মর্যাদা বোঝানো,
তাদের সেবা করা শেখানো।
#jonosathi
একটি বাস্তব ঘটনা, যা প্রতিটি সন্তানের জানা উচিত...
একজন ছিলেন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
তাঁর তিনটি ছেলে — রাজকীয় জীবনে অভ্যস্ত, সব সুবিধা ছিল হাতের মুঠোয়।
সব বলত, "আমাদের বাবা তো ২২ গ্রেডের অফিসার!"
এক ফোনেই কাজ হয়ে যেত, সম্মান ছিল আকাশচুম্বী।
কিন্তু সময় বদলালো।
চাকরি শেষ হলো, নামের সঙ্গে যোগ হলো “অবসরপ্রাপ্ত”।
আর সন্তানেরা সেই ‘বাবা’কে ধীরে ধীরে ভুলে গেল...
বাবা অসুস্থ হয়ে পড়লেন, হাঁটাচলা বা কথা বলার ক্ষমতা হারালেন।
সন্তানরা বলল, “এভাবে পড়ে থাকা আর ভালো লাগে না।”
বাড়ি ভাগ, সম্পত্তি ভাগের পরিকল্পনা শুরু হলো।
আর বাবার দেখভালের জন্য এক নওকর রাখা হলো — মাসে বিশ হাজার টাকায়।
এরপর ছেলেরা গেল ছুটিতে — কেউ ফ্রান্স, কেউ লন্ডন, কেউ প্যারিস।
সবার পরিচয়: “আমি ২২ গ্রেডের অফিসারের ছেলে!”
কিন্তু সেই বাবা?
একঘরে বন্দি, নিঃসঙ্গ, শয্যাশায়ী।
একদিন নওকর দুর্ঘটনায় পড়ল।
চাবিসহ হাসপাতালে ভর্তি, কোমায় চলে গেল।
আর বাবা?
তিন মাস ধরে ঘরের মধ্যে তালাবন্দি হয়ে পড়ে রইলেন —
নড়তে পারেন না, কাউকে ডাকতেও পারেন না...
তিন মাস পর সন্তানরা ফিরে এসে তালা ভাঙল —
আর ভেতরে পেল বাবার গলিত মরদেহ!
---
প্রিয় ভাই ও বোনেরা,
এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়।
আমরা সন্তানদের জন্য দিন-রাত পরিশ্রম করি, হালাল-হারামের তোয়াক্কা না করে টাকা জমাই,
ভবিষ্যৎ গড়ি —
কিন্তু শিক্ষা কী দিচ্ছি?
যদি সন্তানদের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকে,
তাহলে এমন পরিণতি যে কারও হতে পারে।
তাই এখনই সময় —
বাবা-মায়ের মর্যাদা বোঝানো,
তাদের সেবা করা শেখানো।
#jonosathi