গল্পের নাম: সিদক (সততা) ও আল্লাহর সাহায্য
একদিন এক দরিদ্র ছেলে হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ের একজন সৎ ব্যবসায়ীর কাছে কাজ করত। সে একদিন বাজারে মালামাল বিক্রি করতে গিয়ে ভুল করে এক পয়সা বেশি নিয়ে ফেলে। ছেলেটি বুঝতেই পারেনি। বাড়ি ফিরে আসার পর সে হিসাব করে বুঝতে পারে যে, এক পয়সা বেশি নিয়েছে।
পরদিন খুব ভোরে সে সেই অতিরিক্ত পয়সা ফেরত দিতে আবার বাজারে যায় এবং ক্রেতাকে খুঁজে বের করে টাকা ফেরত দেয়।
ক্রেতাটি অবাক হয়ে জিজ্ঞেস করে, "তুমি এত কষ্ট করে একটি পয়সার জন্য আমাকে খুঁজলে কেন?"
ছেলেটি উত্তরে বলে, “আমার প্রিয় নবী মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন যে, মুসলমান কখনো অসততা করতে পারে না। আমি জানি, আল্লাহ সবকিছু দেখেন।”
এই সততার কারণে ছেলেটি পরে ওই ব্যবসায়ীর দোয়া ও প্রশংসা পায় এবং ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে ওঠে।
শিক্ষা: সততা মানুষকে আল্লাহর নিকটপ্রিয় করে তোলে এবং জীবনে সফলতা এনে দেয়।
একদিন এক দরিদ্র ছেলে হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ের একজন সৎ ব্যবসায়ীর কাছে কাজ করত। সে একদিন বাজারে মালামাল বিক্রি করতে গিয়ে ভুল করে এক পয়সা বেশি নিয়ে ফেলে। ছেলেটি বুঝতেই পারেনি। বাড়ি ফিরে আসার পর সে হিসাব করে বুঝতে পারে যে, এক পয়সা বেশি নিয়েছে।
পরদিন খুব ভোরে সে সেই অতিরিক্ত পয়সা ফেরত দিতে আবার বাজারে যায় এবং ক্রেতাকে খুঁজে বের করে টাকা ফেরত দেয়।
ক্রেতাটি অবাক হয়ে জিজ্ঞেস করে, "তুমি এত কষ্ট করে একটি পয়সার জন্য আমাকে খুঁজলে কেন?"
ছেলেটি উত্তরে বলে, “আমার প্রিয় নবী মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন যে, মুসলমান কখনো অসততা করতে পারে না। আমি জানি, আল্লাহ সবকিছু দেখেন।”
এই সততার কারণে ছেলেটি পরে ওই ব্যবসায়ীর দোয়া ও প্রশংসা পায় এবং ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে ওঠে।
শিক্ষা: সততা মানুষকে আল্লাহর নিকটপ্রিয় করে তোলে এবং জীবনে সফলতা এনে দেয়।
গল্পের নাম: সিদক (সততা) ও আল্লাহর সাহায্য
একদিন এক দরিদ্র ছেলে হযরত মুহাম্মদ (সা.)-এর সময়ের একজন সৎ ব্যবসায়ীর কাছে কাজ করত। সে একদিন বাজারে মালামাল বিক্রি করতে গিয়ে ভুল করে এক পয়সা বেশি নিয়ে ফেলে। ছেলেটি বুঝতেই পারেনি। বাড়ি ফিরে আসার পর সে হিসাব করে বুঝতে পারে যে, এক পয়সা বেশি নিয়েছে।
পরদিন খুব ভোরে সে সেই অতিরিক্ত পয়সা ফেরত দিতে আবার বাজারে যায় এবং ক্রেতাকে খুঁজে বের করে টাকা ফেরত দেয়।
ক্রেতাটি অবাক হয়ে জিজ্ঞেস করে, "তুমি এত কষ্ট করে একটি পয়সার জন্য আমাকে খুঁজলে কেন?"
ছেলেটি উত্তরে বলে, “আমার প্রিয় নবী মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন যে, মুসলমান কখনো অসততা করতে পারে না। আমি জানি, আল্লাহ সবকিছু দেখেন।”
এই সততার কারণে ছেলেটি পরে ওই ব্যবসায়ীর দোয়া ও প্রশংসা পায় এবং ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে ওঠে।
শিক্ষা: সততা মানুষকে আল্লাহর নিকটপ্রিয় করে তোলে এবং জীবনে সফলতা এনে দেয়।



1 Comments
·62 Views
·0 Reviews