হাসনাত ভাই যখন ৫০ জন নিয়ে ব্যারিকেড ভেঙে বসে পড়লো, তখনও ভাবি নি, এই আন্দোলনে এভাবে জনসমুদ্র নাইমা আসবে।
বাট আসলো।
জুলাই ঐক্যের সকল সংগঠন যোগ দিলো, শিবির যোগ দিলো, হেফাজতে ইসলাম যোগ দিলো, এবি পার্টি যোগ দিলো, এনসিপি যোগ দিলো।
আজ ইসলামি আন্দোলনও যোগ দিয়েছে।
গতকাল রাতভর মাইনাস মাইনাস গেম চললো, আজ সারাদিন চলেছে ঠুনকো একটা স্লোগান দিয়ে নোংরামি।
তবে সবকিছু পেছনে ফেলে নেতারা বসে ফ্যাসিবাদ বিরোধী একটা ব্যানার তৈরি করে ফেলেছেন।
আশার কথা, দলীয় পরিচয় ফেলে দলে দলে মানুষ এসে যোগ দিচ্ছে সেই ব্যানারে।
দীর্ঘ এক ষড়যন্ত্রের রাত শেষে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।
এখন এই ঐক্য ধরে রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পালা।
আওয়ামীলীগ নিষিদ্ধ আর আওয়ামীলীগের বিচার না করা পর্যন্ত আমাদের ঘরে ফেরার কোন সুযোগ নেই।
#Sadiqur Rahaman Khan
ভিডিও ক্রেডিট: Musaddiq Ali Ibne Mohammad
হাসনাত ভাই যখন ৫০ জন নিয়ে ব্যারিকেড ভেঙে বসে পড়লো, তখনও ভাবি নি, এই আন্দোলনে এভাবে জনসমুদ্র নাইমা আসবে।
বাট আসলো।
জুলাই ঐক্যের সকল সংগঠন যোগ দিলো, শিবির যোগ দিলো, হেফাজতে ইসলাম যোগ দিলো, এবি পার্টি যোগ দিলো, এনসিপি যোগ দিলো।
আজ ইসলামি আন্দোলনও যোগ দিয়েছে।
গতকাল রাতভর মাইনাস মাইনাস গেম চললো, আজ সারাদিন চলেছে ঠুনকো একটা স্লোগান দিয়ে নোংরামি।
তবে সবকিছু পেছনে ফেলে নেতারা বসে ফ্যাসিবাদ বিরোধী একটা ব্যানার তৈরি করে ফেলেছেন।
আশার কথা, দলীয় পরিচয় ফেলে দলে দলে মানুষ এসে যোগ দিচ্ছে সেই ব্যানারে।
দীর্ঘ এক ষড়যন্ত্রের রাত শেষে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।
এখন এই ঐক্য ধরে রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পালা।
আওয়ামীলীগ নিষিদ্ধ আর আওয়ামীলীগের বিচার না করা পর্যন্ত আমাদের ঘরে ফেরার কোন সুযোগ নেই।
#Sadiqur Rahaman Khan
ভিডিও ক্রেডিট: Musaddiq Ali Ibne Mohammad